জয়সুরিয়াকে ছাড়িয়ে প্রথম ডাবল নিশাঙ্কার
১৩ বলে ১৩ রান দরকার। হবে তো? যদিও কাজটা খুব একটা কঠিন নয়। তারপরও তুমুল রোমাঞ্চ নিয়ে প্রশ্নটি সবাই করে যাচ্ছিল। কারণ একটাই, এই প্রয়োজনটা যে দলীয় নয়, একজন ব্যাটসম্যানের ব্যক্তিগত। আফগানিস্তানের বিপক্ষে গতকাল ডাবল সেঞ্চুরি থেকে শ্রীলঙ্কার ব্যাটসম্যান পাতুম নিশাঙ্কা তখন মাত্র ১৩ রান দূরে, ইনিংস শেষ হতে বলও বাকি ছিল ১৩টি। কিন্তু এই ১৩ বলে তিনি কত বল...