তাহলে অবসর থেকে ফেরানো হলো কেন তামিমকে?
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল- মাসখানেক আগেও কি এমন কিছু ভাবতে পেরেছিলেন কেউ? যদি তাই হয়, তাহলে গত জুলাইয়ে অবসর থেকে তামিমকে ফেরানো হলো কেন?তামিম পূর্ণ মেয়াদে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হন ২০২১ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে। (২০১৯) একটি বিশ্বকাপ শেষে দুই বছরের মাথায় যখন কাউকে অধিনায়ক বানানো হয়, তখন স্বাভাবিকভাবেই পরের বিশ্বকাপ মাথায় থাকে। মানে ২০২৩...