রশিদ নেই, বাংলাদেশকে ভাবাচ্ছে অন্য উত্তাপ
চোটের কারনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেননি তিনি। গতকাল সিরিজের শেষ ম্যাচে খেললেও বাংলাদেশের বিপক্ষে টেস্টের দলে রশিদ খানকে রাখা হয়নি। দলের সেরা এই তারকাকে ছাড়া এদিনই বাংলাদেশ সিফরের একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।দলে নেই আইপিএল খেলে আলোচনায় আসা আরেক রিস্ট স্পিনার নূর আহমেদও। আরেক আফগান স্পিনার মুজিব উর রেহমান টেস্ট খেলছেন...