নীতিশ ঝড় থামালেন মুস্তাফিজ
দুইবার জীবন পাওয়ার পর ব্যাট হাতে ঝড় তুলেছিলেন নীতিশ কুমার। মুস্তাফিজকেও উড়াতে গিয়ে আকাশে তুলে দেন এই ব্যাটর। এক্সট্রা কাভারে ক্যাচ নেন মিরাজ। যেন হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ।
ক্যারিয়ারে দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা নীতিশ ৩৪ বলে ৭ ছয় ও ৪ চারে ফিরলেন ৭৪ রান করে। রিঙ্কুর (২১ বলে ৩৭) নতুন সঙ্গী হার্দিক পান্ডিয়া।
ভারত: ১৪.৩ ওভারে ১৬২/৪
৪৬ বলে ১০০ রানের জুটি
বাংলাদেশের...