প্রথমবারের মতো দেশে নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ
১৩ মার্চ ২০২৩, ০৮:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৭ পিএম

ক্রিকেট ও হকির পর দেশে এবার নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে। যার নামকরণ করা হয়েছে বাংলাদেশ ওমেন্স সুপার লিগ (বিডব্লিউএসএল)। আগামী মে মাসে এই লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং কে-স্পোর্টস। এই প্রতিষ্ঠানটিই বিডব্লিউএসএল’র স্বত্ত পেয়েছে। সোমবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে নারী ফ্র্যাঞ্চাইজি লিগের লোগো উন্মোচন হয়। এ অনুষ্ঠানেই প্রস্তাবিত এই লিগের নানা দিক তুলে ধরেন কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম। তিনি জানান, এই লিগে ছয়টি দল খেলবে। দু’টি ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও সিলেটকে প্রাধান্য দিচ্ছেন তিনি। সিলেটে লিগ শুরু হয়ে শেষ চার ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে। স্থানীয় ও বিদেশি ফুটবলারদের অংশগ্রহণের এই লিগে নারীদের কোচিংয়ে আগ্রহী করে তুলতে সবগুলো দলের সহকারী কোচ স্থানীয় নারীদের রাখার সুযোগ করে দেওয়া হয়েছে। ইউরোপ ও এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন অন্তত তিনজন খেলোয়াড় এই লিগে খেলবেন। বাকিরা দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসবেন। লোগো উন্মোচন অনুষ্ঠানে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘মেয়েরা বর্তমানে ফুটবল খেলে যে অংকের টাকা পাচ্ছে তা আমার দৃষ্টিতে যথেষ্ট নয়। এখান থেকে তারা বাড়তি কিছু অর্থ পাবে। যা তাদের সহায়তা করবে। দ্বিতীয়ত এই লিগের কল্যাণে মেয়েরা ম্যাচ খেলার সুযোগ পাবে। দুটি বিষয় মাথায় রেখেই আমরা নারী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে সম্মতি দিয়েছি।’
বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এই লিগ আয়োজনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,‘মেয়েদের যে স্বপ্ন ছিল তা পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশের নারী ফুটবলে আস্থার যে জায়গা তৈরি হয়েছে, তার প্রতিদান হিসেবে আমরা দেশকে সাফ চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিতে পেরেছি। ফুটবলের সুদিন হারিয়ে গিয়েছিল, সেটা ফিরে এসেছে মেয়েদের হাত ধরেই।’ জাতীয় দলের সঙ্গে বর্তমানে সউদী আরবে অবস্থান করছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি সেখান থেকে এক ভিডিও বার্তায় নারীদের এই লিগ আয়োজনের ঘোষণায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। জামাল এই লিগের সাফল্য কামনা করে পুরুষ ফুটবলারদের জন্যও ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের অনুরোধ জানান। অনুষ্ঠানে দেশের শোবিজ তারকাদের মধ্যে উপস্থিত ডয়লেন সংগীত শিল্পী শারমিন সুলতানা সুমি, অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তানজিন তিশা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ জাল বিনষ্ট, জেলেকে জরিমানা

ডিজিটাল আইডেন্টিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নিলেন জেলা তথ্য কর্মকর্তারা

মারা গেছেন পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আবিদ আলী

ডা. জোবাইদা রহমানের নিরাপত্তায় থাকছে যেসব ব্যবস্থা

কওমি শিক্ষার্থীদের জ্ঞান ও কর্মদক্ষতা জাতিকে সমৃদ্ধ করবে ধর্ম উপদেষ্টা

ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে জেলা জামায়াতের আর্থিক সহায়তা

এপ্রিল মাসের সেরার লড়াইয়ে মিরাজ

ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যে নিষেধাজ্ঞা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিলো সিলেট জেলা ও মহানগর বিএনপি

নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

দোয়ারাবাজারে ছুরিকাঘাতে শিশুর মৃত্যু

শিক্ষার্থীসহ বাসের সাথে ট্রাকের সংঘর্ষ মহিলা যাত্রী নিহত শিক্ষার্থীসহ আহত ১৫

ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

কিশোরী উদ্ধার করতে এসে কালীগঞ্জে হামলার শিকার যশোরের তিন পুলিশ

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ছাগলনাইয়ায় মশাল মিছিল

বর্ণিল আয়োজনে ট্রফি ও জার্সি উন্মোচন ডিএসএ কাপ টি-২০ ক্রিকেটের

ধর্ম অবমাননার অভিযোগে জ্যোতিষ সাঈদ গ্রেফতার

দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া

বাউবিতে পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণের উপর স্টেকহোল্ডারদের পরামর্শ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মনিরামপুরে গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর