বাংলাদেশের কিশোরীদের উড়িয়ে দিলো রাশিয়া
২২ মার্চ ২০২৩, ০৮:৩৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৬ পিএম
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত ভুটানকে ৮-১ গোলে বিধ্বস্ত করলেও পরের ম্যাচেই ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিশালী দল রাশিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশের কিশোরীরা। বুধবার বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাশিয়া অনূর্ধ্ব-১৭ দল ৩-০ গোলে উড়িয়ে দেশ বাংলাদেশ কিশোরী দলকে। প্রথমার্ধে বিজয়ীরা ২-০ ব্যবধানে এগিয়ে ছিল।
বিশ্ব ফুটবলে স্বীকৃত শক্তি ইউরোপ। আর সেই মহাদেশের রাশিয়া যে কতটা দুর্দান্ত ও গতির ফুটবল খেলে, তা দেখলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা।
বয়সভিত্তিক নারী সাফে বাংলাদেশের বিপক্ষে রাশিয়াই যে এগিয়ে থাকবে, তা সবারই জানা ছিল। তবে প্রথম ম্যাচে ভুটানকে বিধ্বস্ত করার পর রাশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লাল-সবুজের মেয়েদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। তবে সেই আত্মবিশ্বাস কাজে লাগেনি। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনও আশাবাদি ছিলেন রাশিয়ার বিপক্ষে ভালো কিছুই করার। তবে ইউরোপের ফুটবলের সঙ্গে এশিয়ার পার্থক্যটা বোঝা গেল বুধবার বাংলাদেশ-রাশিয়া ম্যাচে। রাশিয়ার মেয়েদের গতির সামনে অনেকটাই অসহায় ছিলেন রুমা-কাননরা। প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। তাই এদিন যেনো এক অপরিচিত বয়সভিত্তিক বাংলাদেশ নারী দলের দেখা মিললো মাঠে। এশিয়ার ক্লাবগুলোর সঙ্গে দাপুটে ফুটবল খেলা ছোটন শিষ্যরা এদিন বলতে গেলে আক্রমণেই যেতে পারেননি না।
ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মাথাতেই প্রথম গোল হজম করেছে বাংলাদেশ। ডানপ্রান্ত থেকে বক্সে বাড়িয়ে দেয়া সতীর্থের বল দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নিয়ে ডান পায়ের দারুণ শটে গোল করেন রাশিয়ার অধিনায়ক এলেনা গলিক (১-০)। ডান দিকে ঝাঁপিয়ে পড়েও বল রুখতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক সঙ্গীতা রানী। প্রথমার্ধের অন্তিম সময়ে রক্ষণভাগের দুর্বলতাতেই দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৪৫ মিনিটে বক্সের ডান প্রান্ত দিয়ে বাঁ পায়ের কোনাকেনি শটে আবারও গোল করেন এলেনা (২-০)। বক্সে থাকা বাংলাদেশের দুই ডিফেন্ডার চেষ্টা করেও বলের নাগাল পাননি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আরও এক গোল আদায় করে নেয় রাশিয়ার বয়সভিত্তিক দলটি। আক্রমণের ধারা অব্যাহত রেখে ম্যাচের ৬২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় তারা। এসময় অধিনায়ক এলেনার পাসে বল পেয়ে বাংলাদেশের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সে ুকে বাঁ পায়ে শট করেন আনাস্তাসিয়া কারাতায়েভা। বল ডান পোস্টে লেগে গোললাইন অতিক্রম করে (৩-০)। গোল পাওয়ার পর আনন্দে সতীর্থকে নিয়ে একটু রাশান ডান্সও করেন আনাস্তাসিয়া। শত চেষ্টা করে নির্ধারিত সময়ে একটি গোলও শোধ দিতে পারেনি বাংলাদেশ। ফলে রাশিয়ার বিপক্ষে হতাশার হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের মেয়েদের। শুক্রবার ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।ধ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত
বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের
সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবন স্থবির
খুবির নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ উপাচার্যের
নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা
জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন
বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন
নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ
দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক
ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস
জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে কাতারের ব্যবসায়ী মহিন উদ্দিন
উন্নয়নের প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতই সরকারের লক্ষ্য : রিজওয়ানা হাসান
খুঁটির জোর কোথায়? আওয়ামী ঠিকাদারের নিম্নমানের কাজ করে বিল নেয়ার অভিযোগ!
দুমকী উপজেলা জমিয়তে হিজবুল্লাহ সভাপতির ইন্তেকাল