৬৯ বছর পর বেলজিয়ামের জার্মানজয়
২৯ মার্চ ২০২৩, ০৯:৫৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:২৪ পিএম
বিশ্বকাপে দুই দলের পারফরম্যান্সই ছিল যাচ্ছেতাই। জার্মানি-বেলজিয়াম দুটি দেশই বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকে। দুটি দলই বিশ্বকাপের ব্যর্থতাকে কাটিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছে। তবে এই জায়গায় বেলজিয়াম জার্মানির চেয়ে কিছুটা এগিয়ে আছে বলেই মনে হচ্ছে। গতপরশু রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছে বেলজিয়াম। তাতে একটি জুজুও কাটালো ব্ল্যাক হর্সরা। ১৯৫৪ সালের পর কোনো আন্তর্জাতিক ম্যাচে যে জার্মানিকে হারাল বেলজিয়াম। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানির এই হার তাদের ওপর চাপ আরও বাড়াবে।
ম্যাচের শুরু থেকেই বেলজিয়ামের আধিপত্য ছিল। প্রথমার্ধে বেলজিয়াম তো দাঁড়াতেই দেয়নি জার্মানিকে। বেলজিয়াম ম্যাচের ৬ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় পাঁচ পাসের দুর্দান্ত এক গোলে। নিজের অর্ধ থেকে তৈরি হওয়া এই আক্রমণ সফল পরিণতি পায় ইয়ানিক কারাসকোর মাধ্যমে। জার্মানিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়েই বেলজিয়াম আবারও এগিয়ে যায়। ৯ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনার পাস থেকে গোল করেন রোমেলু লুকাকু। গত শুক্রবার ইউরো ২০২৪ বাছাইপর্বে সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লুকাকু। জার্মানির বিপক্ষে ২০ মিনিটে আরও একটি গোল পেতে পারতেন। কিন্তু তার হেড বারে লেগে ফিরে আসে।
বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে টানা দ্বিতীয়বারের মতো বিদায় নেওয়ার পর গত শনিবারই জার্মানি প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতেছে পেরুর বিপক্ষে, ২-০ গোলে। এদিন জার্মানরা ম্যাচে ফেরার চেষ্টায় প্রথম সফল হয় ৪৪ মিনিটে। প্রাপ্ত পেনাল্টি কাজে লাগান নিকলাস ফুলক্রুগ। ষষ্ঠ আন্তর্জাতিক ম্যাচে এটি তার ৬ নম্বর গোল।
দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টি আক্রমণে খেলা জমে উঠলেও জার্মানির জালে তৃতীয় গোলটি করে বেলজিয়াম। ৭৮ মিনিটে কেভিন ডি ব্রুইনা দারুণ এক আক্রমণ থেকে জার্মান রক্ষণকে বোকা বানিয়ে বেলজিয়ামকে এগিয়ে দেন ৩-১ গোলে। ৮৮ মিনিটে সার্জ নাব্রির গোলে স্কোরলাইন ৩-২ করে জার্মানি। জার্মান কোচ হানসি ফ্লিক স্বাভাবিকভাবেই এই হারে বিরক্ত, ‘আমরা বেলজিয়ামকে এ ম্যাচে চাপেই ফেলতে পারিনি। আমরা খুব একটা সক্রিয় ফুটবলও খেলতে পারিনি। বেলজিয়াম এ ব্যাপারটিকেই ব্যবহার করে জয় তুলে নিয়েছে।’
একই রাতে চমক ছিল ইউরো চ্যাম্পিয়য়নশিপের বাছাইয়েও। চার দশকে প্রথমবার স্পেনকে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড! কাতার বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে নতুন অভিযানে দারুণ শুরুর পরের ম্যাচেই পথ হারাল স্পেন। দুর্দান্ত সব আক্রমণে ফেভারিটদের কাঁপিয়ে দিল স্কটল্যান্ড। দুই অর্ধের দুই গোলে তুলে নিল স্মরণীয় এক জয়। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে বাছাইয়ে ২-০ গোলে জিতেছে স্কটল্যান্ড। দুটি গোলই করেছেন স্কট ম্যাকটমিনে। ৩৯ বছর পর স্কটিশদের বিপক্ষে হারের তেতো স্বাদ নিয়ে ফেরে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।
তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৫ বারের দেখায় এই নিয়ে চতুর্থ ম্যাচ জিতল স্কটল্যান্ড (স্পেনের জয় ৬টি, ড্র ৫টি); এর আগে সবশেষ তারা জিতেছিল সেই ১৯৮৪ সালে, এই মাঠেই বিশ্বকাপ বাছাইয়ে ৩-১ গোলে। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড। সমান মাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান