এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন ঊষা
০২ এপ্রিল ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:১৬ পিএম
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে ঊষা ক্রীড়া চক্র। জিতলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণ মাথায় নিয়ে গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকি ঢাকা ইউনাইটেডের মুখোমুখি হন ঊষার খেলোয়াড়রা। ম্যাচটি ভারতীয় রিক্রট ইশরাত ইখতিদারের হ্যাটট্রিকে ৭-১ গোলের বড় ব্যবধানে জিতে শিরোপা জয়ের উল্লাসে মাতে ঊষা। বিজয়ীদের পক্ষে ইশরাত তিনটি, দেবাশীষ কুমার রায় দু’টি এবং বাগাত সিং ডিলন ও হাবিব হোসেন একটি করে গোল করেন। হকি ঢাকা ইউনাইটেডের হয়ে এক গোল শোধ দেন তাওহিদ।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে ১০ মিনিটে প্রথম গোলের দেখা পায় ঊষা। এসময় বাগাত সিংয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা (১-০)। এক মিনিট পর ইশরাত ইখতিদারের গোলে ব্যবধান বাড়ায় দলটি (২-০)। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে থাকা ঊষাকে দ্বিতীয় কোয়ার্টারে ঢাকা ইউনাইটেড কিছুটা প্রতিরোধ করতে সমর্থ হলেও তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে আটকে আর রাখতে পারেনি। ম্যাচের ৩৪ মিনিটে দেবাশীষ কুমারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ঊষা। ৪০ ও ৪১ মিনিটে টানা দুই গোল করে নিজেদের হ্যাট্রিক পূর্ণ করেন ইশরাত (৫-০)। ম্যাচের ৪৪ মিনিটে দেবাশীষ কুমারের গোলে ব্যবধান দাঁড়ায় ৬-০। কিছুটা আক্রণাত্মক হকি খেলে ম্যাচের ৫০ মিনিটে হকি ঢাকা ইউনাইটেডের তাওহিদের একটি গোল শোধ দেন (১-৬)। তবে ৫৫ মিনিটে হাবিব হোসেন বিজয়ীদের পক্ষে সপ্তম গোল করলে বড় জয়ের পাশাপাশি লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হয় ঊষার (৭-০)। ১১ দলের এই লিগে নিজেদের ৯ ম্যাচের সবগুলোতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় ঊষা। আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হকি ঢাকা ইউনাইটেড।
প্রথম বিভাগ লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে ঊষা ক্রীড়া চক্র। প্রিমিয়ার লিগ নিশ্চিত করে খানিকটা হাফ ছেড়ে বাঁচলেন উষার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার। তিনি বলেন,‘দেশের ক্রীড়াঙ্গনে আবাহনী-মোহামেডানকে সবাই চেনেন। বাংলাদেশের হকির সুতিকাগার আরমানিটোলা, মাহুতটুলি থেকে উষার জন্ম। হকির সৌন্দর্য ঊষা ক্রীড়া চক্র। যখন প্রিমিয়ার বিভাগে ছিলাম তখন আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছি। কয়েক বছরের ব্যবধানে ফের প্রিমিয়ারে ফিরছি। এটা আমাদের জন্য বড় পাওয়া।’
এবার চ্যাম্পিয়ন উষার অধিনায়কত্ব করেছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক অসীম কুমার গোপ। তার অধিনায়কত্বে ঊষা প্রিমিয়ারে উঠতে পেরেছে বলে তিনি তৃপ্ত। অসীম বলেন,‘নানা জটিলতায় গত প্রিমিয়ার লিগে মোহামেডানে খেলতে পারিনি এবার একটা চ্যালেঞ্জ নিয়ে উষায় এসেছিলাম। প্রথম বিভাগ লিগ এবার অনেক প্রতিদ্বন্ধিতাপুর্ণ হয়েছে। এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি আমরা। অধিনায়ক হিসেবে এটা বড় পাওয়া আমার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোরে নাশকতার অভিযোগে আওয়ামীলীগের দুই কর্মী আটক
যশোরে ব্যবসায়ীর পায়ে গুলি সাবেক এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা থানায় রেকর্ড
যশোরে একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল
ইমনের সেঞ্চুরির পরও এগিয়ে খুলনা
টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরানো হলো প্রথম আলোর সামনে অবস্থানকারীদের
নাইমের ১৮০, মেট্রোর বড় সংগ্রহ
রাজার বোলিংয়ে অলআউট বরিশাল
দেশের টাকা পাচার করে হাসিনা ও তাঁর দোসররা দেশকে দেউলিয়া করে গেছে পাচারকৃত টাকা উদ্ধারে কাজ করতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’
বিএনপি’র প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠক
৫ বছর পর আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪
থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারলেন না শাহাদাত
গণ-অভ্যুত্থানে ঢাবি ভিসির ভূমিকা কী ছিল? জানতে চান ছাত্রদলের সাধারণ সম্পাদক
নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ জনগণের আস্থা অর্জন করা : রিজভী
ইংরেজিতে দক্ষতা অর্জনে দেশে এলো অ্যাপ ‘পারলো’
সীমান্তর লক্ষ্য এসএ গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক