বড় জয়ে মোহামেডানে আলফাজ অধ্যায় শুরু
০৮ এপ্রিল ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:১৫ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগে বড় জয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবে আলফাজ অধ্যায় শুরু হলো। জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদকে সাদাকালোদের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি। দ্বিতীয় লেগে তার অধীনে গতকাল প্রথম ম্যাচ খেলেছে মোহামেডান। এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে নিজেদের এগারতম ম্যাচে সাদাকালোরা মালির ফরোয়ার্ড অধিনায়ক সোলেয়মানে দিয়াবাতের হ্যাটট্রিকে ৬-১ গোলে উড়িয়ে দেয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। দিয়াবাতের তিন গোল ছাড়াও বিজয়ীদের পক্ষে একটি করে গোল করেন যথাক্রমে উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফরভ, নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে ও স্থানীয় ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন।
কাল ম্যাচের শুরুতেই এক গোল করে মোহামেডানকে ভড়কে দেয় মুক্তিযোদ্ধা। ৮ মিনিটে মুক্তিযোদ্ধার আতিকুজ্জামান গোল করে এগিয়ে নেন দলকে (১-০)। শুরুতে পিছিয়ে পড়ে যেন গর্জে ওঠে মোহামেডান। গোল হজমের পর একের পর এক আক্রমণে মুক্তিযোদ্ধার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে আলফাজের দল। তারপরও সমতায় ফিরতে মোহামেডানকে প্রায় পনের মিনিট অপেক্ষায় থাকতে হয়। অবশেষে গোল পায় মতিঝিলের দলটি। ম্যাচের ২২ মিনিটে সতীর্থের ক্রসে মালির ফরোয়ার্ড দিয়াবাতে হেডে গোল করে সমতা আনেন (১-১)। ম্যাচের ৩৫ মিনিটে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি দিয়াবাতে (২-১)। ৪২ মিনিটে মুজাফফারভ প্রায় ৩৫ গজ দূর থেকে দারুণ শটে গোল করলে মুক্তিযোদ্ধা ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে (৩-১)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে দুর্বার ছিল মোহামেডান। পেনাল্টি থেকে ৫৩ মিনিটে দিয়াবাতে লক্ষ্যভেদ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন (৪-১)। এটা লিগে তার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে আজমপুর ফুটবল ক্লাব উত্তরার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন দিয়াবাতে। এবারের লিগে সব মিলিয়ে চতুর্থ হ্যাটট্রিক হলো। ইমানুয়েল সানডে ম্যাচের ৬৯ মিনিটে পঞ্চম গোলটি করেন (৫-১)। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ৮৪ মিনিটে সাজ্জাদ হোসেন মোহামেডানের পক্ষে ষষ্ঠ গোল করে দলকে বড় জয় এনে দেন (৬-১)। ম্যাচ জিতে ১১ খেলায় চারটি করে জয় ও হার এবং তিন ড্রতে ১৫ পয়েন্ট পেয়ে তালিকার পঞ্চম স্থানে উঠলো মোহামেডান। সমান ম্যাচে তিন জয়, এক ড্র ও সাত হারে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে মুক্তিযোদ্ধা।
এদিন ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে লিগের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। রাসেলের পক্ষে গোল তিনটি করেন যথাক্রমে মোহাম্মদ ইব্রাহিম, এমফোন উদো ও নিহাত জামান উচ্ছ্বাস। পুলিশের হয়ে একমাত্র গোলটি শোধ দেন লিওনার্দো আমবুলিয়া। শেখ রাসেল ১১ ম্যাচে পাঁচ জয়, দুই ড্র ও চার হারে ১৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে এবং সমান ম্যাচে পুলিশ চারটি করে জয় ও ড্র এবং তিন হারে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি মঙ্গলবার

দুবাইয়ে ভারতীয় ধনকুবেরের বিরুদ্ধে কঠোর শাস্তি, দেশত্যাগের নির্দেশ

সালমান দিনে একরকম–রাতে অন্যরকম

ঐকমত্যের মাধ্যমে একটি সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে: আলী রীয়াজ

স্ট্যান্ডার্ড 'টু লেন' সড়কে উন্নীত হচ্ছে ফেনী-করেরহাট সড়ক, প্রশস্ত হবে ৩৪ ফুট

সাইপ্রাস আলোচনা হবে দুই রাষ্ট্রের ভিত্তিতে: এরদোয়ান

ঝালকাঠিতে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

বিতর্কিত সাংবাদিক ময়ূখকে গ্রেফতারের দাবিতে এবার উত্তাল কলকাতা!

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছে মা

সউদী সফরে আরব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প

বিএনপি মহাসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি এ সপ্তাহে

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া

গাবতলী হাট ইজারায় অনিয়ম অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ

সিঙ্গাপুর নির্বাচন: ভবিষ্যতবাণী ভুল প্রমাণিত করে ক্ষমতাসীন পিএপি যেভাবে বিশাল জয় পেল

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া

কিডনি চিকিৎসায় এক হাজার ডায়ালাইসিস যন্ত্র কিনছে সরকার : স্বাস্থ্য সচিব

হরিরামপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহান আটক

দ্বন্দ্ব ভুলে রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি

গণঅধিকার পরিষদে যোগ দিলো বিভিন্ন দলের অন্তত ১ হাজার নেতাকর্মী