বড় জয়ে মোহামেডানে আলফাজ অধ্যায় শুরু
০৮ এপ্রিল ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:১৫ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগে বড় জয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবে আলফাজ অধ্যায় শুরু হলো। জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদকে সাদাকালোদের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি। দ্বিতীয় লেগে তার অধীনে গতকাল প্রথম ম্যাচ খেলেছে মোহামেডান। এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে নিজেদের এগারতম ম্যাচে সাদাকালোরা মালির ফরোয়ার্ড অধিনায়ক সোলেয়মানে দিয়াবাতের হ্যাটট্রিকে ৬-১ গোলে উড়িয়ে দেয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। দিয়াবাতের তিন গোল ছাড়াও বিজয়ীদের পক্ষে একটি করে গোল করেন যথাক্রমে উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফরভ, নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে ও স্থানীয় ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন।
কাল ম্যাচের শুরুতেই এক গোল করে মোহামেডানকে ভড়কে দেয় মুক্তিযোদ্ধা। ৮ মিনিটে মুক্তিযোদ্ধার আতিকুজ্জামান গোল করে এগিয়ে নেন দলকে (১-০)। শুরুতে পিছিয়ে পড়ে যেন গর্জে ওঠে মোহামেডান। গোল হজমের পর একের পর এক আক্রমণে মুক্তিযোদ্ধার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে আলফাজের দল। তারপরও সমতায় ফিরতে মোহামেডানকে প্রায় পনের মিনিট অপেক্ষায় থাকতে হয়। অবশেষে গোল পায় মতিঝিলের দলটি। ম্যাচের ২২ মিনিটে সতীর্থের ক্রসে মালির ফরোয়ার্ড দিয়াবাতে হেডে গোল করে সমতা আনেন (১-১)। ম্যাচের ৩৫ মিনিটে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি দিয়াবাতে (২-১)। ৪২ মিনিটে মুজাফফারভ প্রায় ৩৫ গজ দূর থেকে দারুণ শটে গোল করলে মুক্তিযোদ্ধা ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে (৩-১)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে দুর্বার ছিল মোহামেডান। পেনাল্টি থেকে ৫৩ মিনিটে দিয়াবাতে লক্ষ্যভেদ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন (৪-১)। এটা লিগে তার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে আজমপুর ফুটবল ক্লাব উত্তরার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন দিয়াবাতে। এবারের লিগে সব মিলিয়ে চতুর্থ হ্যাটট্রিক হলো। ইমানুয়েল সানডে ম্যাচের ৬৯ মিনিটে পঞ্চম গোলটি করেন (৫-১)। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ৮৪ মিনিটে সাজ্জাদ হোসেন মোহামেডানের পক্ষে ষষ্ঠ গোল করে দলকে বড় জয় এনে দেন (৬-১)। ম্যাচ জিতে ১১ খেলায় চারটি করে জয় ও হার এবং তিন ড্রতে ১৫ পয়েন্ট পেয়ে তালিকার পঞ্চম স্থানে উঠলো মোহামেডান। সমান ম্যাচে তিন জয়, এক ড্র ও সাত হারে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে মুক্তিযোদ্ধা।
এদিন ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে লিগের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। রাসেলের পক্ষে গোল তিনটি করেন যথাক্রমে মোহাম্মদ ইব্রাহিম, এমফোন উদো ও নিহাত জামান উচ্ছ্বাস। পুলিশের হয়ে একমাত্র গোলটি শোধ দেন লিওনার্দো আমবুলিয়া। শেখ রাসেল ১১ ম্যাচে পাঁচ জয়, দুই ড্র ও চার হারে ১৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে এবং সমান ম্যাচে পুলিশ চারটি করে জয় ও ড্র এবং তিন হারে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)