১০ জনের চেলসিকে সহজে হারিয়ে সেমির পথে রিয়াল
১৩ এপ্রিল ২০২৩, ০৩:৩৫ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৭ পিএম
শক্তি,অভিজ্ঞতা আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এমনিতেই চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তার উপর দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরও ব্যাকফুটে চলে যায় ব্লুজরা।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১০ জনের চেলসিকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি রিয়ালকে।বুধবার রাতে চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বটা তারা জিতে নেয় ২-০ ব্যাবধানে।করিম বেনজেমার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।
এ নিয়ে টানা চার প্রতিযোগিতামূলক ম্যাচে কোন গোল করতে পারল না চেলসি। ১৯৯৩ সালের পর থেকে এ ধরনের অভিজ্ঞতা আর হয়নি ব্লুজদের।
এদিন চেলসির শুরুটা অবশ্য ভালোই হয়েছিল।বেশ কয়েকটি উল্লেখযোগ্য আক্রমণে তারা প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলে। তবে আরাধ্য সেই গোলের দেখা পায়নি।অন্যদিকে একটু একটু করে চাপ বাড়িয়ে ২১তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের দারুণভাবে উঁচু করে বাড়ানো বল বক্সে পেয়ে ভলি করেন ভিনিসিয়ুস,চেলসি গোলরক্ষক সেটি ঠেকালেও হাতে জমাতে পারেননি।বক্সেত অরক্ষিত জায়গায় পাওয়া বল জালে পাঠাতে ভুল করেননি বেনজেমা।১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ব্লুজদের আরও বেশি চেপে ধরে বেনজেমা-মদ্রিচরা।চেলসির বিপদ কয়েকগুণ বাড়িয়ে দেন বেন চিলওয়েল। ৫৯ মিনিটে বক্সের ঠিক সামনে রদ্রিগোকে টেনে ধরে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন এই ফুলব্যাক। ২০ মিটার দূর থকে ফ্রি কিকে নেওয়া আলাবার শট রক্ষণদেয়ালের পাশ দিয়ে গেলেও কেপা সহজে ধরে ফেলেন বল। ৬৫ মিনিটে ভিনিসিউসের ব্যাকপাসে বক্সের ভেতর থেকে কামাভিঙ্গার বাঁ পায়ের শট অনেক উঁচু ছিল।
৭১ মিনিটে দুটি পরিবর্তন আনেন কার্লো আনচেলত্তি। রদ্রিগো ও কামাভিঙ্গার জায়গায় মাঠে নামেন রুডিগার ও আসেনসিও। এরই তিন মিনিট পর ২-০ করেন আসেনসিও। কর্নারের পর ভিনিসিউসের বানিয়ে দেওয়া বলে বক্সের বাইরে থেকে গোল করেন তিনি।
রিয়ালের সেমিফাইনালে ওঠার পথ আরও সহজ হবে নাকি চেলসি দারুণ প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করবে, তা জানা যাবে আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে। স্ট্যামফোর্ড ব্রিজে স্প্যানিশ জায়ান্টদের স্বাগত জানাবে ব্লুরা।
এনিয়ে টানা চার ম্যাচ গোলের দেখা পেলো না চেলসি, জয় নেই পাঁচ ম্যাচে। অন্যদিকে ভিয়ারিয়ালের কাছে লা লিগায় হারের পর জয়ের দেখা পেলো রিয়াল।
রাতের আরেক কোয়ার্টার ফাইনালে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। সানসিরোতে একমাত্র জয়সূচক গোলটি আসে ইসমাইল বেনাসিরের পা থেকে। এদিকে ফিরতি লেগে আগামী ১৮ এপ্রিল রিয়ালকে আতিথ্য দেবে চেলসি। একইভাবে স্বদেশি নাপোলির মুখোমুখি হবে এসি মিলান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের ইএসডিওর সাইড ইভেন্ট অনুষ্ঠিত
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করল বেক্সিমকোর শ্রমিকেরা
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪৭
ট্রাম্প প্রশাসনের জন্য মনোনীত দুই সদস্যের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ
ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস
আদানির দুর্নীতি : এবার ভারতেই বির্তকের মুখে মোদি সরকার
প্রেসিডেন্টর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নিজ্জর হত্যায় মোদীর সংশ্লিষ্টতার দাবি কানাডার সংবাদমাধ্যমের ,‘হাস্যকর’ দাবি ভারতের
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নিহত ৪২
এক সপ্তাহে রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে : পুতিন
মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, আলু এখনো চড়া
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যা বলল যুক্তরাষ্ট্র
মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ
পার্থে শুরুতেই চাপে ভারত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা
সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমীরের কুশল বিনিময়
সিঙ্গেল সিটের দাবিতে গভীর রাতেও হলের বাইরে ছাত্রীরা
ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার অতিক্রম করলো
ট্রাম্প প্রশাসনের নতুন অ্যার্টনি জেনারেল পাম বন্ডি