বেনজেমার রেকর্ড আর রিয়ালের জয়
১৩ এপ্রিল ২০২৩, ১১:৩৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৮ পিএম
মহা মুশকিলে আছে চেলসি। দু:সময় যেন জেঁকে বসেছে তাদের। কোন উল্লেখযোগ্য কারণ ছাড়াই তারা এই মৌসুমের শুরুতে ছাঁটাই করলো টমাস টুখেলের মত কোচকে। যিনি কিনা মাত্র এক মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ দিয়েছিলেন লন্ডনের ক্লাবটিকে। জার্মান কোচের স্থালাভিষিক্ত গ্রাহাম পটার হন ধারাবাহিক ভাবে ব্যর্থ। তাই তাকেও সরিয়ে ফিরিয়ে আনা হয়েছিল ঘরের ছেলে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি চেলসি। সেই ধারাবাহিকতায় পরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে তারা হেরে গেল রিয়াল মাদ্রিদের কাছে। আর রিয়ালের জয় মানেই ব্যালন ডি’অর জয়ী স্ট্রাইকার করিম বেনজেমার গোল, আর রেকর্ড! অপর গোলটি করেন মার্কো আসেনসিও।
ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতার সফলতম দল রিয়াল। তাছাড়া তার খেলতে নেমেছিল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। পথভ্রষ্ট চেলসির বিপক্ষে তাই লস ব্ল্যাঙ্কোসদের জয়টা অনুমেয়ই ছিল। ম্যাচের ২১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন অনেক অগ্নিপরীক্ষায় ত্রাতা হয়ে উঠে বেনজেমা। ডি-বক্সের কিছুটা দূর থেকে কার্ভাহালের উঁচু করে বাড়ানো বল পেয়ে ভলি করেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সেই আলতো শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা। তবে বিপদমুক্ত করতে পারেননি দলকে। কাছাকাছি থাকা বেনজেমা বল পেয়ে তা জালে জড়িয়ে দেন।
এই গোলটিকে ধরে চ্যাম্পিয়নস লিগে ফরাসি ফরোয়ার্ডের সবশেষ ১১টি গোলই ইংলিশ দলের বিপক্ষে! চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ৯ নকআউট ম্যাচে এটি তার ১৪তম গোল। আর সব মিলিয়ে ইউরোপ সেরার মঞ্চে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে এটি ২০তম। চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের ক্লাবগুলোর বিপক্ষে এর চেয়ে বেশি গোল আছে শুধু লিওনেল মেসির, ২৭টি। এগুলো তো ম্যাচের মাঝের হিসেব। কিক-অফ বাঁশি বাজতেই আরও একটি মাইলফলকও স্পর্শ করেন তিনি। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৩০টি ম্যাচ এখন বেনজেমার। পেরিয়ে গেছেন সার্জিও রামোসকে। সামনে শুধু ১৫০ ম্যাচ খেলা ইকার ক্যাসিয়াস।
পিছিয়ে পড়ার পরও গা ঝাড়া দিয়ে উঠতে পারেনি চেলসি। উল্টো বিরতির পর, ম্যাচের ৫৯ মিনিটে রদ্রিগোকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন বেন চিলওয়েল। তাতে ১০ জনের দল হয়ে পড়ে চেলসি। এরপর আরও ছন্নছাড়া হয়ে উঠে চেলসি। ৭৪ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিন মিনিট আগে মাঠে নামা মার্কো আসেনসিও।
পাওয়া সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে গোলের সংখ্যা বাড়তে পারত মাদ্রিদের অভিজাতদের। ম্যাচ শেষে অবশ্য ম্যাচের ফল নিয়ে সন্তুষ্টির কথা জানান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘আমি ফলাফলে সন্তুষ্ট, পারফরম্যান্স নিয়েও। তবে লড়াই এখানেই শেষ নয়। আমরা জানি, চেলসি পরের সপ্তাহে নিজেদের উজাড় করে দিয়ে খেলার চেষ্টা করবে।’ অন্যদিকে টানা ৪ ম্যাচে গোলবিহীন চেলসি। বাস্তবতাটা মেনে নিয়ে আশার ফানুস উড়ালেন ক্লাবটির ইংলিশ কোচ ল্যাম্পার্ড, ‘এই ফলাফলটাই হলো বাস্তব। মাত্রই আমি ছেলেদের বলে এলাম যে, স্ট্যামফোর্ড ব্রিজে বিশেষ কিছু হতেই পারে। এটা অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ।’
একই রাতে আসরের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালির দুই পাওয়ার হাউজ এসি মিলন ও নাপোলি। ম্যাচটা ফুটবলের তিক্ত এক রীতি অনুসরণ করল- ভালো খেলা দল সব সময় জেতে না। ঘরের মাঠ সান সিরোতে কোন পরিসংখ্যানেই এগিয়ে না থেকেও এদিন তাই ১-০ গোলে নাপোলিকে হারিয়ে দিল এসি মিলান।
এই মৌসুমে উড়তে থাকা নাপোলি ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবলই খেলছিল। তবে আচমকা প্রতিয়াক্রমণে উঠে ইসমাইল বেননাসেরের গোলে ৪০ মিনিটে এগিয়ে যায় এসি মিলান। যে গোলের উৎসে ছিলেন ব্রাহিম দিয়াজ। প্রথমবারের মতো ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতার শেষ আটে উঠে আসা নাপোলি দ্বিতীয়ার্ধের হয়ে পড়ে ১০ জনের দল। চার মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে ৭৪ মিনিটে মাঠ ছাড়েন মিডফিল্ডার আন্দ্রে ফ্রাঙ্ক আনগিসা। এরপরও হাল ছাড়েনি নাপোলসের দলটি, যদিও ম্যাচের স্কোরলাইনে তা কোন প্রভাব ফেলেনি। আগামী মঙ্গলবার ঘরের মাঠ ডিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে অবশ্য শেষ চারে উঠার আরেকটা সুযোগ পাচ্ছে নাপোলি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক