সিঙ্গাপুরে জিততে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল
১৬ এপ্রিল ২০২৩, ১০:১৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৬ পিএম
প্যারিস অলিম্পিক গেমসের বাছাই পর্ব খেলতে সাবিনা খাতুনদের মিয়ানমারে যেতে না দেয়ায় অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। তবে সিনিয়ররা মিয়ানমারে না পাঠালেও তাদের অনুজদের ঠিকই সিঙ্গাপুর পাঠাচ্ছে বাফুফে। আগামী ২৬ এপ্রিল থেকে সিঙ্গাপুরে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা। টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের দুই শক্তিশালী প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ও স্বাগতিক সিঙ্গাপুর। এ দুই দলের বিপক্ষেই জয় প্রত্যাশা করছে বাংলাদেশ দল। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা কোয়ালিফাই করতে চাই। তুর্কমেনিস্তানের সঙ্গে অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা থাকলেও অনূর্ধ্ব-১৭ পর্যায়ে আমাদের তা নেই। সিঙ্গাপুর স্বাগতিক হলেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’
এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ের ‘ডি’ গ্রুপে অংশ নেওয়া তিন দলের মধ্যে একটি পরবর্তী রাউন্ডে খেলবে। টুর্নামেন্ট খেলতে আগামী রোববার সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। দলটি খেলার মধ্যেই রয়েছে। গত মাসে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়ে দলটি। বাংলাদেশের এই দলের অনেকে সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট খেলেছে। দুটি টুর্নামেন্ট ঢাকায় হওয়ায় এবারই রুমা আক্তারদের প্রথম বিদেশ সফর। প্রতিপক্ষ নিয়ে বিচলিত নন বাংলাদেশ অধিনায়ক রুমা। তিনি বলেন, ‘আমরা নিয়মিত অনুশীলনে আছি। টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে চাই। ভালো ফলাফলের জন্য সকলের কাছে দোয়া চাই।’ বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সঙ্গী ছিলেন সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। তিনি এই সফরে নেই। কারণ দলে সহকারী কোচ নারী বাধ্যতামূলক। লিটুর স্ত্রী অনন্যা সহকারী কোচ হিসেবে কাজ করবেন এই সফরে। ২৬ এপ্রিল তুর্কমেনিস্তান এবং ৩০ এপ্রিল সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরের জালান বাসি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাগুলো।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: জুই আক্তার, মাহালাতুই মারমা, সংগীতা রানী দাস, অর্পিতা বিশ্বাস, কানম আক্তার, অনন্যা মুর্মু বিথি, রুমা আক্তার (অধিনায়ক), জয়নব বিবি, নাদিয়া আক্তার, রিতু আক্তার, কানন রানী, আরিফা আক্তার, মুনকি আক্তার, ঐশি খাতুন, মুন্নি, নুসরাত জাহান মিতু, পুজা দাস, সাগরিকা, সুলতানা আক্তার, সুরভি আকন্দ, মতি তৃষ্ণা রানী, থুইনু মারমা ও উমেলা মারমা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি