গেটাফে ০:০ বার্সালোনা / টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েও ধরাছোঁয়ার বাইরে বার্সা
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৪ পিএম
শনিবার লা লিগার নিজেদের স্বভাবজাত ফুটবলটা খেলতে পারেনি বার্সা।গেটাফের বিপক্ষে সাদামাটা পারফরম্যান্সে জয়ের দেখা পায়নি কাতালান ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে গোলশূন্য সমতায় সন্তুষ্ট থাকতে হয় জাভি হার্নান্দেজের দলকে। এ নিয়ে টানা দুই ম্যাচ জয়হীন থাকলো বার্সা। গত ম্যাচে জিরেনার বিপক্ষেও গোলশূন্য ড্র করেছিল বার্সা।
তবে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ১২ পয়েন্টের লিড নিয়ে পাকাপাকিভাবেই লীগ টেবিলের শীর্ষস্থানে আছে বার্সালোনা।
প্রতিপক্ষের মাঠে এদিন বল পজিশন থেকে শুরু করে পাস,আক্রমণ সব দিকেই এগিয়ে ছিল বার্সা।৬৬ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা গোলের জন্য নেয় আটটি শট, এর কেবল তিনটি ছিল লক্ষ্যে। এর বিপরীতে গেতাফে পুরো ম্যাচে মাত্র তিন শটের একটি রাখতে পারে লক্ষ্যে। তবে আধিপত্য দেখালেও দলকে কাঙ্ক্ষিত জয়সূচক গোল এনে দিতে পারেন নি লেভা-রাফিনিয়ারা।
এই ম্যাচের পর ২৯ ম্যাচে ২৩ জয় ও ৪ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই বার্সেলোনা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। লীগের বাকি ৮৯ ম্যাচে অবিশ্বাস্য কিছু না হলে এবারের লা লিগা শিরোপা যে বার্সেলোনার ঘরেই উঠছে সেটা নিশ্চিত ভাবেই বলা যায়।
বিভাগ : খেলাধুলা