রদ্রিগোর জোড়া গোলে সেমিতে রিয়াল,চেলসির বিদায়
১৯ এপ্রিল ২০২৩, ০৪:৪১ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৬ পিএম
ঘরের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়া রিয়াল মাদ্রিদ দ্বিতীয় পর্বে গতকাল সুবিধাজনক অবস্থানে থেকেই মাঠে নেমেছিল।চেলসির বিপক্ষে এদিম একই কিংবা বেশি ব্যবধানের হার এড়াতে পারলেই মিলত সেমির টিকেট।
তবে প্রতিপক্ষের মাঠেও রিয়াল ছিল প্রত্যয়ী। মঙ্গলবার রাতে স্টামফোর্ড ব্রিজে চেলসির আক্রমণের বিরতির পর দ জোড়া আঘাত হানল লস ব্লাংকোসরা। দ্বিতীয় লেগেও কার্লো আনচেলেত্তির দল জিতল ২-০ ব্যবধানে।দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় ফের চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অন্যদিকে কোচ বদল করেও ভাগ্য বদল ঘটেনি ব্লুজদের।গ্রাহাম পটারকে বিদায় করার পর টানা চার ম্যাচে হারল চেলসি।গত তিন দশকের মধ্যে প্রথম এই তিক্ত অভিজ্ঞতা হলো ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শিরোপাধারীদের।
ঘরের মাঠে পিছিয়ে থেকে শুরু করা ব্লূজরা এদিন সমতায় ফিরতে ম্যাচের শুরু থেকে আক্রমণ চালিয়ে যায়।ম্যাচের ১১ তম মিনিটে এনগোলো কঁতে ডি বক্সের ভেতর থেকে সহজ সুযোগ মিস না করলে ব্যবধান কমাতে পারত ব্লুজরা।প্রথমার্ধে আরো বেশ কয়েকবার চেষ্টা করো বলে দেখা পায়নি স্বাগতিকেরা।
বিরতির পর ৫৮ তম মিনিটে রদ্রিগোর গোলে ম্যাচে ফেরা আশা ফিকে হয়ে যায় চেলসির। ৮০ তম মিনিটে কাউন্টার এট্যাক থেকে এই ব্রাজিলিয়ান নিজের দ্বিতীয় গোল করে চেলসির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
একই সময়ে শুরু আরেক ম্যাচে নাপোলির মাঠে ১-১ ড্র করে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে সেমি-ফাইনালে উঠেছে এসি মিলান।
বিভাগ : খেলাধুলা