দুই মৌসুম পর ফের বিপিএলে ব্রাদার্স
১৯ এপ্রিল ২০২৩, ০৮:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৮ পিএম
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) এক ম্যাচ হাতে রেখেই সেরার খেতাব নিশ্চিত করেছে এক সময়ের তারুণ্যের অহংকার খ্যাত গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। শেষ ম্যাচে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে এবার চ্যাম্পিয়ন ট্রফি হাতে পাওয়ার পাশাপাশি দুই মৌসুম পর ফের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জায়গা করে নিলো তারা। বুধবার বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিসিএলের শেষ ম্যাচে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স। এই জয়ে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে থেকেই চ্যাম্পিয়ন হয়েছে গোপীবাগের দলটি। রানার্সআপ হয়েছে বাফুফে এলিট একাডেমি। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। তবে বাইলজে উল্লেখ আছে বিসিএলে চ্যাম্পিয়ন বা রানার্সআপ হলেও এলিট একাডেমিকে প্রিমিয়ার লিগে উঠানো হবে না। ফলে ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয় স্থানে থাকা গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব প্রথমবারের মতো খেলবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে।
গোপালগঞ্জ-ব্রাদার্স ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিসিএলের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। এসময় উপস্থিত ছিলেন বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী, আমের খান, মহিদুর রহমান মিরাজ ও বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। বাফুফে এলিট ফুটবল একাডেমি দলকে দেয়া হয় ফেয়ার প্লে ট্রফি।
বিভাগ : খেলাধুলা