সউদীতে অশালীন অঙ্গভঙ্গি করে বিপাকে রোনালদো
২০ এপ্রিল ২০২৩, ১১:৪০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:৪৩ পিএম
পারলে আল হিলালের সঙ্গে ম্যাচটা ভুলে যেতে চাইবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে ম্যাচে তার দল আল নাসের তো ০-২ গোলে হেরেছেই, সঙ্গে তার অঙ্গভঙ্গি জন্য জড়িয়ে গিয়েছেন উটকো ঝামেলায়। যার কারণে সাউদি আরব থেকে রোনালদোকে বহিষ্কারেরও দাবি উঠেছে!
আল হিলালের মাঠে দলের ০-২ গোলের পরাজয়ে নিজে গোলহীন থাকার পর স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন রোনালদো। ম্যাচশেষে পর্তুগিজ তারকা যখন ড্রেসিংরুমে ফিরছেন, তখন প্রতিপক্ষ সমর্থকরা রোনালদোকে শুনিয়ে ‘মেসি, মেসি’ বলে সেøাগান দেন। তখনই গ্যালারির দিকে না তাকিয়েই ৩৮ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড একটা অঙ্গভঙ্গি করেন, যা অশোভন ছিল বলে দর্শকদের দাবি। পবিত্র রমজান মাস চলাকালে সাউদি আরবের মতো মুসলিম ধর্মপ্রাণ দেশে এমন কারণে আচরণের জন্য রোনালদোকে বিতাড়িত করার দাবিও তুলেছেন কিছু ফুটবর সমর্থক।
রোনালদোর এমন আচরণকে সাউদি আরবের ফুটবল দর্শকেরা তাদের নীতি অনুযায়ী ভালো চোখে দেখছেন না বলে দাবি গণমাধ্যমের। দেশটির টেলিভিশনে প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিষয়ক অনুষ্ঠান অ্যাকশন ইয়া দাওরিতে ম্যাচশেষে রোনালদোর আচরণ অনেকক্ষণ ধরে দেখানো হয়। মজার বিষয় হচ্ছে গুঞ্জন আছে, যে ক্লাবের সমর্তকরেদর উদ্দেশ্য করে বাজে আচরণের অভিযোগ উঠেছে, সেই আল হিলাল ক্লাবই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে তাদের ঢেরায় যোগ দেওয়ার জন্য।
অন্যদিকে নউফ বিন আহমেদ নামের এক আইনজীবী তো পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দায়েরের মাধ্যমে আইনি লড়াইয়েরই প্রস্তুতি নিয়ে রেখেছেন। টুইটারে নউফ লিখেন, ‘আমি রোনালদোর এ আচরণকে প্রকাশ্যে সাধারণ মানুষের সঙ্গে অশালীন আচরণের অপরাধ হিসেবে দেখছি। তিনি এ আচরণের মধ্য দিয়ে মানুষকে অসম্মান করেছেন। এটা এমন একটি অপরাধ, যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন অপরাধীকে গ্রেপ্তার করতে পারে। কোনো বিদেশি নাগরিক যদি এমনটা করে থাকেন, তাহলে তাকে দেশে ফেরত পাঠানো যেতে পারে।’
তবে বাস্তবতা হচ্ছে চোটের কারণেই রোনালদোর ওই অঙ্গভঙ্গিকে বাজে লাগছে। তার ক্লাব আল নাসের তেমনটাই ব্যাখা দিয়েছে। ম্যাচের পর পর্তুগিজ তারকার অঙ্গভঙ্গিকে অশালীন হিসেবে উল্লেখ না করে কুঁচকির চোটের বহি:প্রকাশ হিসেবে মন্তব্য করে ক্লাব কর্তৃপক্ষ। আল নাসেরের পক্ষ থেকে বলা হয়, ‘রোনালদো ইনজুরিতে ভুগছেন। আল হিলাল খেলোয়াড় গুস্তাভোর সঙ্গে বল দখলের লড়াইয়ে রোনালদো সংবেদনশীল জায়গায় আঘাত পান। এটা সস্পূর্ণ সত্যি। তবে মতামত প্রকাশের স্বাধীনতার কারণে সমর্থকরা যা খুশি ভাবতে পারেন।’
বিভাগ : খেলাধুলা