এক আর্জেন্টাইনে বিধ্বস্ত রিয়াল
২৬ এপ্রিল ২০২৩, ১০:১৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৩ এএম

সব শেষ এমন হইচই ফেলে দিয়েছিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্দোভস্কি। দশ বছর আগে তিনি এক ম্যাচেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেয়েছিলেন চার গোল। দল হিসেবেই যেখানে রিয়ালের জালে চার গোল দেয়া স্বপ্নের মতো ব্যাপার, সেখানে ম্যাচে একাই মাদ্রিদের বিপক্ষে চার গোল পাওয়া মানে ভয়ংকর সুন্দর কিছু করে ফেলা। পরশু রাতে আবারও একই কান্ড করে বসলেন জিরোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোস। তার একক নৈপুণ্যেই লা লিগার ম্যাচে রিয়ালকে ৪-২ গোলে ধসিয়ে দিয়েছে জিরোনা। যার ফলে লিগার শিরোপার দৌড় থেকেও প্রায় ছিটকে পড়েছে লস ব্ল্যাঙ্কসরা। আর কাস্তেয়ানোসের চার গোলের প্রভাব এতটাই তিক্ত যে, ম্যাচ শেষে রিয়ালের ইতালিয়ান ম্যানেজার কার্লো আনচেলত্তিকে ক্ষমা চাইতে হলো। লা লিগায় চলতি মৌসুমে রিয়ালের অবস্থা সুবিধার নয়। জিরোনার বিপক্ষে মাঠে নামার আগে তাদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে ছিল মাদ্রিদ।
কোথায় সে ব্যবধান ঘুচিয়ে আনবে, উল্টো জিরোনার মাঠে তারা হেরে গেল এক হালি গোল হজম করে। ঘরের মাঠ এস্তাদিও মন্তেলিভিতে রিয়ালকে শাসন করে জিরোনাকে জয় এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার কাস্তেয়ানোস। ম্যাচের ২৪ মিনিটের মধ্যেই তার ২ গোলে সফরকারীদের খাদের কিনারে ঠেলে দেয় জিরোনা। ৩৪ মিনিটে এক গোল শোধ করে লস ব্ল্যাঙ্কোসদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে বিরতির পর খেলার শুরু হতেই আবারও মাদ্রিদের গোলমুখে হানা দেন কাস্তেয়ানোস। হ্যাটট্রিক করেই দমে যাননি এই আর্জেন্টিনাইন। ম্যাচের ৬২ মিনিটে আরও একবার মাদ্রিদের জাল কাঁপিয়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে ম্যাচে অন্তত চার গোল করা দশম খেলোয়াড় এই ২৪ বছর বয়সী ফুটবলার। অথচ এই মৌসুম শুরুর আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব নিউইয়র্ক সিটি এফসি কাস্তেয়ানোসকে ধারে পাঠায় জিরোনাতে। ম্যাচের ৮৫ মিনিটে রিয়ালের হয়ে আরেকটি গোল শোধ করেছিলেন লুকাস ভাসকেস।
তবে তাতে শুধু ব্যবধানই যা কমেছে, হারের লজ্জা ঘোচেনি। এমন হারের পর সমর্থকদের কাছে কড়জোরে ক্ষমা প্রার্থনা ছাড়া উপায় ছিল না আনচেলত্তির কাছে, ‘এই ম্যাচ মাদ্রিদকে বোঝায় না। আমরা ক্ষমা চাইছি।’ ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে, তাও এক ম্যাচ কম খেলে। কাস্তেয়ানোসের আগে সর্বশেষ ঠিক দশ বছর আগে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে লেভান্দোভস্কি বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে মাদ্রিদের জালে একাই চারবার বল পাঠিয়েছিলেন। আর এই শতাব্দীতে লা লিগার ক্লাব গুলোর মাঝে রিয়াল জারাগোজার আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড দিয়েগো মিলিতো ২০০৬ সালে চার বাল জালের সন্ধান পান রিয়ালের বিপক্ষে। আর কাস্তেয়ানোসের পূর্বে লা লিগার ম্যাচে রিয়ালের বিপক্ষে চার গোলের কীর্তি গড়েছিলেন এস্তেভান এচেভেরিয়া। ১৯৪৭ সালের সেই ম্যাচে ওভিয়েদোর হয়ে এচেভেরিয়া গোল পেয়েছিলন পাঁচটি!
ম্যাচে রিয়ালের বিপক্ষে চারের অধিক গোল পাওয়া ফুটবলারসাল ফুটবলার ক্লাব গোল১৯২৬ হোসেপ সামিতিয়ের বার্সেলোনা ৪১৯২৯ কার্লেস বেসতিত দিপোর্তিভো ৪১৯৩৫ মার্তি ভেনতোলরা বার্সেলোনা ৪১৯৪০ মার্তিনেস কাতালা ওভিয়েদো ৪১৯৪৪ এমিলিন গার্সিয়া ওভিয়েদো ৪১৯৪৭ এস্তেভান এচেভেরিয়া ওভিয়েদো ৫১৯৫৭ ইউলোহিও মার্তিনেজ বার্সেলোনা ৪ ২০০৬ দিয়াগো মিলিতো জারাগোজা ৪২০১৩ রবার্ট লেভান্দোভস্কি ডর্টমুন্ড ৪২০২৩ ভালেন্তিন কাস্তেয়ানোস জিরোনা ৪
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

‘আলেম-ওলামাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতো পরিণতি ঘটবে’

মৌলভীবাজার সীমান্তে আরো ৩০ জনকে পুশইন করেছে বিএসএফ

চল চল যমুনা যাই এ রাজনীতি আর হতে দেবো না -মাহফুজ আলম

সাম্য হত্যাকারীদের শাস্তির দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

উপদেষ্টা মাহফুজের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে: চরমোনাই পীর

ভুল হলে শিক্ষা নিয়ে এগুতে চাই: মাহফুজ আলম

স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বিভিন্ন ইসলামী দলে তীব্র প্রতিবাদ

ব্যতিক্রমী আরিফ, দেশে ফিরে যে বার্তা দিলেন বিএনপি নেতা কর্মীদের

এই সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় : মির্জা আব্বাস

কম্বল আত্মসাতের মামলায় সাবেক মহিলা এমপি কাজী হেলেন ও তার দুই ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আটঘরিয়ায় কলেজ নির্বাচনী ফরম তোলাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক ফরিদ আহমদ সোবহানী

বৃত্তির টাকায় প্রতারকদের চোখ, কঠোর নির্দেশনা মাউশির

গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না: তথ্য উপদেষ্টা

জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না : ১২ দলীয় জোট

মেহেরপুরে মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত

কিশোরগঞ্জ স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক সন্তানের জননী পারুল

অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম, দাবি প্রেস সচিবের

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের নেতার উপরে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন