থুইনু মারমার ইচ্ছা...
২৭ এপ্রিল ২০২৩, ০৮:১৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৬ পিএম

তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় জয় দিয়েই এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। ২৬ এপ্রিল সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় রুমা আক্তার বাহিনী। এবার তাদের লক্ষ্য স্বাগতিক সিঙ্গাপুরকে হারানো। আর সিঙ্গাপুরের বিপক্ষেই হ্যাটট্রিক করার ইচ্ছা বাংলাদেশ দলের প্রতিভাবান ফরোয়ার্ড থুইনু মারমার। আগের ম্যাচে জোড়া গোল করে দলের বড় জয়ে অবদান রেখেছিলেন থ্ইুনু। দল জিতলেও হ্যাটট্রিকের আকাক্সক্ষা অপূর্ণ থেকে যায় তার। তবে আগামী রোববার নিজেদের দ্বিতীয় ও গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে সেই আশা পূরণ করতে চান এই ফরোয়ার্ড। বৃহস্পতিবার সকালে ম্যাচভেন্যু জালান বেসার স্টেডিয়ামে প্রায় দেড় ঘন্টা রিকভারি ট্রেনিং সেশন শেষে এক ভিডিও বার্তায় থুইনু মারমা বলেন, ‘এএফসির টুর্নামেন্টে এই প্রথমবারের মতো বাইরের দেশে খেলতে এসেছি। প্রথম ম্যাচে দুই গোল করতে পেরেছি। তা দলের কাজে লেগেছে। সেটিও আমার জন্যে অনেক আনন্দের। আগামী ম্যাচে নিজের পারফরম্যান্সের আরও উন্নতি করতে চাই। ইচ্ছা আছে হ্যাটট্রিক করারও।’ তিনি যোগ করেন, ‘মাঠে এসে আমাদের উৎসাহিত করার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি দর্শকদের জানাই ধন্যবাদ। শেষ ম্যাচে আরও দর্শকের দেখা পাওয়ার প্রত্যাশা করছি। সাফে আমরা যে অনুশীলন করেছি তা এখানে কাজে লেগেছে। সাফের ভুলগুলো এখানে না করার চেষ্টা করেছি।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের সহ-অধিনায়ক জয়নব বিবি বলেন,‘গতকালের (বুধবার) ম্যাচটা খেলে অনেক ভালো লেগেছে। সিঙ্গাপুরেও এতো বাংলাদেশি দর্শক থাকবে ভাবতে পারিনি। আশা করি পরের ম্যাচেও আরও বেশি দর্শক আমাদের সমর্থন জানাতে গ্যালারিতে চলে আসবেন।’ সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা জানালেন, বর্তমানে দলে তেমন কোন সমস্যা নেই। তিনি বলেন, ‘দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। তবে প্রীতির পায়ের গোড়ালীতে কিছুটা ব্যথা আছে। আশা করছি এর মধ্যে সে ঠিক হয়ে যাবে এবং রোববারের ম্যাচে প্রীতিকে আমরা পাবো।’ অনন্যা যোগ করেন, ‘আমাদের লক্ষ্য সিঙ্গাপুরে ভালো ফলাফল করে পরবর্তী রাউন্ডে যাওয়া। আমার ধারণা স্বাগতিকদের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ভালো হবে। সব থেকে বড় কথা বিদেশের মাঠে এসে বাংলাদেশের দর্শকদের অনেক সমর্থন পেয়েছি। আগামী ম্যাচেও আরও সমর্থন পাবো আশা করি। ভালো কিছু নিয়েই দেশে ফিরতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ছাগলনাইয়া পৌর শহরে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান

আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে : মির্জা আব্বাস

নিষিদ্ধ দলের নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

৩৩ খাল রক্ষণাবেক্ষণ-সবুজায়নে কাজ করবে ডিএনসিসি নির্ধারিত স্বেচ্ছাসেবকরা

ইউক্যালিপটাস ও আকাশমনি রোপণ-উত্তোলন-বিক্রয়ে নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত

ফ্রোজেন সোল্ডার কি? কেন হয় এবং প্রতিকার কি?

বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায় - আমিনুল হক

জামাত চলাকালীন সময়ে কাতারের ভেতর দিয়ে সামনের কাতারে যাওয়া প্রসঙ্গে।

বিডিআর বিদ্রোহ মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন

সীতাকুণ্ডে সাংবাদিককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে বেধরক পেটালো সন্ত্রাসীরা

রেকর্ড সংখ্যক খেলোয়াড় নিয়ে শুরু হলো জাতীয় স্নুকার

সাম্য হত্যার প্রতিবাদে সদরপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় সহ সহশ্রাদিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামগতিতে টাকা দিয়েও জোটেনি চাকরি, টাকা ফেরত চাইলে দিচ্ছে হুমকি

সিরাজদিখানে কোরবানীর ১২টি অস্থায়ী হাটের মধ্যে ৯ টি চূড়ান্ত

ময়মনসিংহে ৬ বছর পর ছাত্রদলের জেলা-মহানগর কমিটি গঠিত

বড়লেখা সীমান্তে আরও ১৬ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

ইউক্রেন সংঘাত বন্ধে পুতিনের সঙ্গে আমাকেই বসতে হবে: ট্রাম্প

রাবিতে ৭৪ কোটি টাকার নতুন আবাসিক হল, ডিসেম্বরেই সিট পাচ্ছেন ১১ শতাধিক শিক্ষার্থী