লিগ শিরোপার আরও কাছে বসুন্ধরা কিংস
২৮ এপ্রিল ২০২৩, ০৯:৪৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:০৪ পিএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তেরতম ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড হেরে গেছে অপেক্ষাকৃত দূর্বল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে। শুক্রবার বিকালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারায় আবাহনীকে। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল ইকেচুকু। আবাহনীর এই হারে বিপিএলে টানা চতুর্থ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
শুক্রবার ম্যাচের শুরু থেকেই আবাহনীর সঙ্গে সমানতালে লড়াই করে মুক্তিযোদ্ধা। ম্যাচের প্রথমার্ধে দু’দলই একাধিক গোলের সুযোগ নষ্ট করে। ফলে গোলশূন্য অমিমাংসিত অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পরও আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও গোলের দেখা মিলছিল না। ম্যাচ যখন নির্ঘাত ড্র’র পথে এগিয়ে যাচ্ছিল তখনই আচমকা গোল করে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৭মিনিট) মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল ইকেচুকু সতীর্থের কাছ থেকে বল পেয়ে শটে গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন (১-০)। তার এই গোলের পরই ম্যাচের শেষ বাঁশি বাজান রেফারি জালাল উদ্দিন। ম্যাচ জিতে ১৩ খেলায় চার জয়, দুই ড্র ও সাত হারে ১৪ পয়েন্ট পেয়ে তালিকার সপ্তম স্থানে উঠলো মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে আট জয়, তিন ড্র ও দুই হারে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও শিরোপা প্রত্যাশি বসুন্ধরা কিংসের চেয়ে দশ পয়েন্ট পিছিয়ে গেল ঢাকা আবাহনী লিমিটেড।
এদিন মুন্সিগঞ্জের ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস ৪-০ গোলে উড়িয়ে দেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা দুটি এবং আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো ও উজবেকিস্তানের মিডফিল্ডার আসরর গফুরভ একটি করে গোল করেন।
জায়ান্ট কিলার খ্যাত পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের বিপক্ষে শুক্রবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয় তারা। তবে প্রথমার্ধের তুলনায় বিরতির পর তেমন ধারালো আক্রমণ করতে দেখা যায়নি বসুন্ধরার ফরোয়ার্ডদের। তারপরও দ্বিতীয়ার্ধে আরও একটি গোল পায় হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। তবে বলা যায় পুরো ম্যাচ জুড়েই একচেটিয়া আধিপত্য ছিল বসুন্ধরা কিংসের। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় তারা। এসময় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রবিনহো। অবশ্য ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের নেওয়া প্রথম শট ফিরিয়ে দিয়েছিলেন রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ। ফিরতি বলে অনায়াসে জাল খুঁজে নেন তিনি রবিনহো (১-০)। লিগে এটি তার অষ্টম গোল। রহমতগঞ্জের উপর চাপ ধরে রেখে ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা। রবিনহোর ক্রস বক্সের মধ্যে ঠিকমত ক্লিয়ার করতে পারেনি রহমতগঞ্জের এক ডিফেন্ডার। সেই বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে পাঠান আসরর গফুরভ (২-০)। ম্যাচের ৪৫ মিনিটে মিগুয়েল ফিগুয়েইরা বাঁ পায়ের মাপা ফ্রিকিকে লক্ষ্যভেদ করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা। বিরতি থেকে ফিরে রহমতগঞ্জ ব্যবধান কমানোর চেষ্টা করলেও সুযোগ নষ্ট করে। উল্টো ম্যাচের যোগকরা সময়ে (৯০+১মিনিট) আরও একটি গোল করেন মিগুয়েল। রাকিবের কাট ব্যাকে বক্সের উপর থেকে বাম পায়ের শটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি (৪-০)। ফলে শেষ পর্যন্ত এক হালি গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এই জয়ে বসুন্ধরা ১২ ম্যাচ জিতে এবং এক ড্রতে ৩৭ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে দুরন্ত গতিতে এগিয়ে চলছে। সমান ম্যাচে দুই জয়, চার ড্র ও সাত হারে ১০ পয়েন্ট পেয়ে তালিকার নবম স্থানে রহমতগঞ্জ।
অন্যদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। শেখ জামালের হয়ে গাম্বিয়ান ফরোয়ার্ড সুলেইমান শিলাহ ও উজবেকিস্তানের ফরোয়ার্ড ওতাবেক একটি করে গোল করেন। পুলিশের পক্ষে একমাত্র গোলটি শোধ দেন স্থানীয় ফরোয়ার্ড শেখ বাবলু। এই ম্যাচে লাল কার্ড দেখেছেন দুই ফুটবলার। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় ধাক্কাধাক্কিতে জড়িয়ে লাল কার্ড দেখেন শেখ জামালের জর্জ আগুইলার এবং পুলিশের জোহান আরাঙ্গো। ম্যাচ জিতে ১৩ খেলায় চার জয়, সাত ড্র ও দুই হারে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠলো শেখ জামাল। সমান ম্যাচে চারটি করে জয় ও হারে এবং পাঁচ ড্রতে ১৭ পয়েন্ট নিয়ে সেরা পাঁচে জায়গা পেল পুলিশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার: সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এড. এমরান চৌধুরী
সেবা পৌঁছে দেয়া হবে সারাদেশে -স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’