কাজী সালাউদ্দিনের মন্তব্যে প্রতিবাদের ঝড়
০৩ মে ২০২৩, ০৯:০৪ পিএম | আপডেট: ০৩ মে ২০২৩, ০৯:০৪ পিএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনের আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে দেশের সাংবাদিক সমাজে। তার এহেন মন্তব্যে ফুঁসছেন সাংবাদিকরা। বুধবার ভিন্ন ভিন্ন বার্তায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)। সালাউদ্দিনের কুরুচিপূর্ণ মন্তব্যের ইস্যু শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ থাকেনি তাকে সম্মানীয় সদস্যপদ থেকে বহিষ্কার করেছে বিএসপিএ। ২০১২ সালে সাবেক তারকা ফুটবলার হিসেবে সালাউদ্দিনকে সম্মানীয় সদস্য পদ দেয় বিএসপিএ। কিন্তু সাংবাদিকদের নিয়ে মঙ্গলবার কুরুচিপূর্ণ মন্তব্য করার পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার বাফুফে সভাপতিকে সেই সদস্যপদ থেকে বহিষ্কার করেছে ক্রীড়া সাংবাদিকদের প্রচীন সংগঠন বিএসপিএ। এছাড়া বুধবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলড হয়েছেন বাফুফের চারবারের সভাপতি কাজী সালাউদ্দিন।
এর আগে ২ মে (মঙ্গলবার) বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদ সম্মেলনের আগে সালাউদ্দিন তাচ্ছিল্যের সঙ্গে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে বলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে, আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো, তারা বাপের ফটো পাঠাবে জুতা পরা, ঠিক আছে। এটা ম্যান্ডাটরি, বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’ এমন মন্তব্যের পরে যদিও দু:প্রকাশ করেছিলেন সালাউদ্দিন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়েই গেছে, সালাউদ্দিনের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও রেকর্ড পৌঁছে গেছে গোটা সাংবাদিক সমাজের কাছে। সঙ্গে সঙ্গেই ছি..ছি.. রব ওঠে। বাফুফে সভাপতির এমন ঔদ্ধত্যপূর্ণ কথা শুনে স্তম্ভিত সাংবাদিকরা। তাদের প্রশ্ন- সভ্য মানুষের পরিচয় দেওয়া কাজী সালাউদ্দিন এ কেমন কথা বললেন?
বাফুফে সভাপতির পদে থেকে এহেন মন্তব্য করায় বিএফইউজের সভাপতি শহীদ উল আলম ও মহাসচিব দীপ আজাদ দফতর সম্পাদক সেবীকা রানী সাক্ষরিত বিবৃতিতে বুধবার সালাউদ্দিনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার পদত্যাগ দাবি করেন। অন্যথায় সারা দেশের ফুটবল সংগঠকদের কাছে তাকে অপসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে। বিবৃতিতে আরও বলা হয়, সালাউদ্দিনের দায়িত্বকালে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রমান্বয়ে অবনতির সঙ্গে প্রশাসনিক ব্যর্থতার কারণে অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বাফুফে। যার সাম্প্রতিক প্রমান ফিফার নিষেধাজ্ঞা ( সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের উপর নিষেধাজ্ঞা)। বিভিন্ন সময় এসব খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ায় তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত। যার বহি:প্রকাশ ঘটেছে তার সর্বশেষ মন্তব্যে। বিএফইউজের নেতৃবৃন্দ মনে করেন, দেশ এবং বিদেশে বাংলাদেশ ফুটবলের ভাবমূর্তি ক্ষুন্ন করার পর বাফুফে সভাপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে সালাউদ্দিন। একই বক্তব্য ডিআরইউ, ডিইউজে, বিএসপিএ এবং বিএসজেসির নেতৃবৃন্দেরও। বিবৃতিতে তারা বলেছেন, দেশের সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্যই প্রমাণ করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপর কতটা ক্ষীপ্ত সালাউদ্দিন ও নাবিলরা। তারা শুধু সাংবাদিকদেরই নয়, তাদের পরিবার তথা মা-বাবাকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। সালাউদ্দিন ও নাবিলের কুরুচিপূর্ণ মন্তব্যে দেশের পুরো সাংবাদিক সমাজ ভীষনভাবে আহত। বিশেষ করে কাজী সালাউদ্দিনের বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে। সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য অবিলম্বে প্রত্যাহারসহ আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সালাউদ্দিন-নাবিলদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

শিবচরে গরু চুরির সময় চোর আটক, গণধোলাই এলাকাবাসীর

বরিশালে আমু ,সাদেক ,খোকন,জেবুন্নেসা ও লুনা সহ ২৪৭ জনের নামে মামলা

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা অবরোধ

ঘাটাইলে স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

শরণখোলায় উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আবারও 'পুশ ব্যাক' করতে পারে ভারত

দেশব্যাপী ফোরজি সেবার পরিধি বাড়াতে পামপে’র সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

জেট ফুয়েলের দাম কমার মধ্যেই সুখবর দিলো নভোএয়ার: ফ্লাইট চালু ২১ মে

ইসরাইলি বিমান হামলায় গাজায় শতাধিক শহীদ

ইসরাইলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে

ঝিকরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই আত্মগঠনের সময় : খুবি উপ-উপাচার্য

প্রজনন মৌসুমে ১২ দিনের ব্যবধানে হালদা নদী থেকে দুটি মৃত মা মাছ উদ্ধার

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি নার্সিং কর্মীদের জন্যও খুলে গেল সৌভাগ্যের দুয়ার

খুলনায় শিশু ধর্ষণের ঘটনায় আসামীর জবানবন্দি

পাকুন্দিয়ায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

পানি দেওয়ার কথা বলে তিন বছর চুপ! ৮ কোটি টাকার প্রকল্পের রহস্য

কোটাবিহীন উপসচিব পুল, কার্যকর আমলাতন্ত্র ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

‘বিতর্কিত নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে পারিবারিক কাঠামো হুমকির মুখে পড়বে’