অবশেষে কাজ শুরু করেছে বাফুফের তদন্ত কমিটি
০৭ মে ২০২৩, ০৯:১৭ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০১ এএম
অবশেষে কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তদন্ত কমিটি। গত ১৪ই এপ্রিল বাংলা নববর্ষের দিন দুর্নীতির দায়ে ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে। উদ্ভূত পরিস্থিতিতে ১৭ এপ্রিল বাফুফের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সোহাগকে আজীবন নিষিদ্ধ করাসহ ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুর্নীতির তদন্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তা গঠনের ১৯ দিন পর রোববার আনুষ্ঠানিক এক সভায় বসার মাধ্যমে কাজ শুরু হয়েছে। দশ সদস্যের কমিটির দুইজন (সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি) আগেই পদত্যাগ করেছেন। ফলে আটজনকে নিয়ে সোহাগসহ অন্যান্যদের দুর্নীতি খতিয়ে দেখবে এই তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, এই কার্যদিবসের পর থেকে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে। রোববার বিকালে কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন- কাজী নাবিল আহমেদ, জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ ও আব্দুর রহিম। বাকি তিনজনের মধ্যে ব্যাক্তিগত ব্যস্ততার কারণে বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান ও সদস্য ইলিয়াস হোসেন প্রথম সভায় উপস্থিত হতে পারেননি। কমিটির আরেক সদস্য বাফুফের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তারও থাকা হয়নি এই সভায়।
সভা শেষে কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের তদন্ত কমিটির এটাই প্রথম সভা। তাই প্রথম সভায় মূলত কার্যপরিধি ও পন্থা নিয়ে আমরা আলোচনা করেছি। সামনে আরো কয়েকটি সভা হবে। তদন্তাধীন অবস্থায় অনেক বিষয় আপনাদের (মিডিয়ায়) বলা যাবে না। তবে মাঝে মধ্যে আপনাদের অবহিত করা হবে।’
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বাফুফের আর্থিক বিষয়ে তদন্ত করেছে ফিফা। সেই তদন্তের নিরিখেই সাবেক সাধারণ সম্পাদক সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফিফার প্রতিবেদনের আলোকেই বাফুফের তদন্ত কমিটি কাজ করবে বলা জানান কাজী নাবিল। তবে সেই তদন্ত কমিটির সামনে সাবেক সাধারণ সম্পাদক সোহাগকে ডাকা হবে না বলে জানান তিনি। এ প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘তাকে (সোহাগ) আমরা ডাকবো না। তার ব্যাপারে ফিফা ও বাফুফের বোর্ড উভয়েই সিদ্ধান্ত নিয়েছে।’ সোহাগের সঙ্গে বাফুফের আরও দুই কর্মচারী দুর্নীতিতে অভিযুক্ত। তাদের বিষয়ে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘সামনে তাদের ডাকা হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব তারা দায়িত্বরত থাকবে, না তদন্ত অবস্থায় তাদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে।’
ফিফার প্রতিবেদনে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর নামও এসেছে। ফিফা থেকে তিনিও শোকজ পেয়েছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে নাবিলের কথা, ‘প্রয়োজনে তার (সালাম মুর্শেদী) সঙ্গে আলাপ করা হতে পারে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানাকে ইইউসহ বিভিন্ন দেশের স্বাগত
আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না : রফিকুল ইসলাম খান
তৃতীয় বিভাগ ক্রিকেটে ৯ জন নিষিদ্ধ
ভুরুঙ্গামারীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু
আমতলীতে একটি কুকুরের কামড়ে নারী ও শিশু সহ-২৭ জন হাসপাতালে
সাকিবের ২ উইকেটের দিনে বাংলা টাইগার্সের হার
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ : ধর্ম উপদেষ্টা
রাজশাহী মহানগর ছাত্রদলের সংবাদ সম্মেলন
ম্যানেজ করেই’ একই সাথে ২ স্বামীর সংসার করছিলেন রাজবাড়ীর জান্নাতুল!
পশ্চিমা বিশ্বের অনুসরণে সংস্কার হলে জুলাই-আগস্টের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে
পার্থে প্রথম দিনেই ১৭ উইকেটের পতন, অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়
ইন্দুরকানীতে শতবর্ষী বৃদ্ধ ও মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
সুন্দরগঞ্জে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই কারবারি গ্রেফতার
পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে ‘ভাঁওতাবাজি’ করছেন না পুতিন
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : হাবিবুল্লাহ মিয়াজী্
নিখোঁজের তিনদিন পর তালার কপোতাক্ষ নদ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
‘আইএইএ’র নিন্দার পর উন্নত সেন্ট্রিফিউজ সক্রিয় করার ঘোষণা দিলো ইরান
পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
ডিভোর্সের দুদিন পরই নতুন সুখবর এ আর রহমানের
বেনাপোল বন্দরে কম শুল্কে আরও ২ লাখ ৩২ হাজার পিস ডিম খালাস