মেসির ফেরার ম্যাচে নায়ক এমবাপে
১৪ মে ২০২৩, ১০:০১ পিএম | আপডেট: ১৫ মে ২০২৩, ১২:০০ এএম
ম্যাচটা হওয়ার কথা ছিল লিওনেল মেসিময়। আর্জেন্টাইন মহাতারকা ক্লাবের অনুমতি না নিয়ে সাউদী আরব সফরে যাওয়ায় প্রাথমিকভাবে তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় পিএসজি। পরে ক্ষমা চাওয়ায় ৭ বারের ব্যালন ডি-অর জয়ীকে পিএসজি প্রথমে অনুশীলন ও পরশু রাতে ক্লাবের জার্সিতে মাঠে নামার অনুমতি দেয়। তবে অপ্রত্যাশিতভাবে এদিন মেসিকে দুয়ো শুনতে হলো ক্লাব সমর্থকদের কাছ থেকে। এই অনাকাক্সিক্ষত ঘঠনাই হয়ত মেসির মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলেছির। এই মহাতারকা নিষ্প্রভ থাকার রাতে দলের আরেক কান্ডারী কিলিয়ান এমবাপের জোড়া গোলে আজাকসিওকে ৫-০ ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত করেছে পিএসজি।
পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই মোটামুটি প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে পিএসজি। ২২তম মিনিটে প্রথম গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ফ্যাবিয়ান রুইজ। ঠিক তার ১১ মিনিট পর দ্বিতীয় গোল করেন আশরাফ হাকিমি। বিরতির পরে খেলা শুরু হওয়ার ঠিক দুই মিনিটের মাথায় শুরুতেই, ম্যাচের ৪৭তম মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপে। এই গোলের মাধ্যমে ৬৩ বছরের পুরনো একটি কীর্তিতে ভাগ বসালেন পিএসজির তারকা। দ্বিতীয় ফরাসি খেলোয়াড় হিসেবে ফ্রান্সের শীর্ষ লিগের চারটি মৌসুমে কমপক্ষে ২৫ গোল করলেন তিনি। এর আগে তাদি চিসোভস্কির ১৯৫৫ থেকে ১৯৬০ সালের মাঝে এক মৌসুম বাদ দিয়ে বাকি চারটিতেই ২৫ বা তার অধিক গোলের দেখা পেয়েছিলেন।
ম্যাচের ৫৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন এমবাপে। এরপর ম্যাচের ৭৩ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন আজাক্সিওর মোহাম্মদ ইউসুফ। এই গোলের চার মিনিট পর লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান আশরাফ হাকিমি। ৮০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আজাকসিও। লাল কার্ড দেখে বহিস্কার হন থমাস মাঙ্গানিও।
এই ম্যাচের শুরুতেই যখন পিএসজির লাইনআপ ঘোষিত হচ্ছিল স্টেডিয়ামের সাউন্ডবক্সে, ওই সময় মেসির নাম ঘোষণা হতে না হতেই চিৎকার শুরু করে দলটির সমর্থকরা। এরপর মেসি মাঠে নামার পর বলে প্রথম টাচ লাগাতেই দুয়োধ্বনি দেওয়া শুরু করে তারা। তবে পিএসজি ম্যানেজার ক্রিস্তোফ গালতিয়ের তার প্রিয় শিষ্যের পক্ষ নিয়ে বলেন, ‘মেসিকে দুয়ো দেওয়া হচ্ছিল। তবে দ্রুতই স্টেডিয়ামের বড় অংশের দর্শকরা লিওর সমর্থনে সরব হয়। এতে দুয়োধ্বনি চাপা পড়ে যায়।’
আজাকসিওকে ফ্রেঞ্চ লিগ-২ তে পাঠিয়ে দিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে পিএসজি। ৩৫ ম্যাচ শেষে তাদেরভ সংগ্রহ ৮১ পয়েন্ট। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের পয়েন্ট ৭৫।
একই রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে গেটাফের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে তাদের লিগ জয় করা প্রায় অসম্ভব। তবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে দ্বিতীয় স্থানের লড়াই রয়েছে রিয়ালের। তার চেয়েও বড় কথা রিয়ালের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জিততে হলে, দলকে ফিট রাখা চাই। তবে দলটির উদীয়মান তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা চোট নিয়ে মাঠ ছাড়েন এই ম্যাচে। তবে মার্কো আসেনসিওর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে রিয়াল। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৭১। ১ ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৯। আজ রাতেই এলচের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতলে তারা আবারও এগিয়ে যাবে অ্যাটলেটিকো।
ফলাফল ছাপিয়ে রিয়ালের মূল চিন্তা এখন কামাভিঙ্গার ফিটনেস। এই সপ্তাহেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। তার দিন কয়েক আগে চোট নিয়ে যেভাবে মাঠ ছাড়লেন ফরাসি সভ্যসাচী মিডফিল্ডার কামাভিঙ্গা, তাতে শঙ্কার ছবিই উঁকি দিচ্ছিল বারবার। তবে সেই শঙ্কার মেঘ আপাতত কেটে গেছে বলেই মনে করেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ কোচ জানালেন, চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পাওয়া যাবে দলের ভরসা হয়ে ওঠা এই তরুণকে, ‘তার হাঁটু মচকে গেছে, ¯্রফে ছোট একটি আঘাত এটি। সে বাকি সবার মতোই একদিন বিশ্রাম নেবে এবং আশা করি, সোমবার (আজ) সবার সঙ্গে অনুশীলন করবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়