এশিয়া কাপও বয়কটের হুমকি পাকিস্তানের
১৬ মে ২০২৩, ১০:৩২ পিএম | আপডেট: ১৭ মে ২০২৩, ১২:০০ এএম
ভারতের চাওয়া অনুযায়ী পাকিস্তান থেকে সরে যেতে পারে এশিয়া কাপ। শেষ পর্যন্ত পাকিস্তান এশিয়া কাপ আয়োজনের স্বত্ব হারালে ভারতে হতে যাওয়া বিশ্বকাপ বয়কটের ‘খুব বাস্তব সম্ভাবনা’ আছে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। এমনকি তারা এশিয়া কাপও বর্জন করতে পারেন বলে হুমকি দিয়েছেন তিনি।
রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না এক দশক ধরে। প্রতিবেশী দেশ দুটি শুধু বহু দলীয় টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে খেলে আসছে নিরপেক্ষ ভেন্যুতে। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারত। সমস্যা সমাধানে একটি ‘হাইব্রিড’ মডেলের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে ভারতকে তাদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে খেলার প্রস্তাব দিয়েছে তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও এই প্রস্তাবের প্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি বললেন, ভারত চায় পুরো টুর্নামেন্টই পাকিস্তানের বাইরে চলে যাক। এমন কিছু হলে বিশ্বকাপে ও ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করেন তিনি, ‘তারা (ভারত) সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চায়। বিসিসিআইয়ের একটা যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে আমাদের জন্য বিষয়টা নিয়ে এগিয়ে যেতে কোনো সমস্যা না হয়। ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করতে হয় এবং ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে হয়। এতে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে।’
গরম ও লজিস্টিক সমস্যা দেখিয়ে এশিয়া কাপের ম্যাচ আরব আমিরাতে খেলানোর প্রস্তাবে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরিয়ে নিতে পারে, এমন গুজন তাই আরও জোরাল হয়েছে। নাজাম শেঠির কাছে এমন কিছু “অগ্রহণযোগ্য”। এমনটা হলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান, আবারও জোর দিয়ে বললেন পিসিবি প্রধান, ‘অবশ্যই খুব বাস্তব সম্ভাবনা আছে (বিশ্বকাপ বয়কটের)।’ ভারত যদি ‘হাইব্রিড’ এশিয়া কাপের প্রস্তাব মেনে নেয় তাহলে আগামী অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপে পাকিস্তানকেও একই মডেলে খেলানোর দাবি আবারও জানিয়ে রাখলেন নাজাম শেঠি, ‘ভারতে আমাদের দলের নিরাপত্তা নিয়ে আমাদেরও দুশ্চিন্তা আছে। তাই পাকিস্তানকে ঢাকা, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক।’ এই প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে বিসিসিআই সচিব জয় শাহর বক্তব্য জানতে পারেনি রয়টার্স। তবে আইসিসি কিংবা বিসিসিআইয়ের পক্ষ থেকে কখনও ভারতের বাইরে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে ভাবনার কথা বলা হয়নি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়