১৪ বছর পর মোহামেডান-আবাহনী ফাইনাল
১৬ মে ২০২৩, ১০:৩৪ পিএম | আপডেট: ১৭ মে ২০২৩, ১২:০০ এএম
ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন ধরেই মোহামেডান-আবাহনী ফাইনাল দেখেন না দেশের ফুটবলপ্রেমীরা। এ নিয়ে আক্ষেপ কম নয় সাদাকালো সমর্থকদের। তবে এবার তাদের সেই আক্ষেপ ঘুচছে। চলতি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ফাইনালে খেলছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও পেশাদার লিগের ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। আগামী ৩০ মে এবারের আসরের ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টায় শুরু হবে ম্যাচটি। দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহামেডান ও আবাহনী। সর্বশেষ ২০০৯ সালে এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল তারা। ওই ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল মোহামেডান। এরপর আবাহনী এই টুর্নামেন্টের চার আসরে চ্যাম্পিয়ন হলেও মোহামেডান সেমিফাইনালের গ-িই পেরুতে পারেনি। অবশেষে সাদাকালোদের জন্য এলো সেই মহেন্দ্রক্ষণ। একযুগেরও বেশি সময় পর ফেডারেশন কাপের ফাইনালে উঠে তারা পেল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে।
ফেডারেশন কাপের চলতি আসরের প্রথম সেমিফাইনালে ৯ মে বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে মোহামেডান। অন্যদিকে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে বিদায় করে শিরোপা নির্ধারণী ম্যাচে মোহামেডানের সঙ্গী হয় ঢাকা আবাহনী। এদিন কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেষ চারের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী ৩-০ গোলে হারায় শেখ রাসেলকে। বিজয়ী দলের হয়ে স্থানীয় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম জোড়া গোল করলে অন্যটি করেন কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস।
ম্যাচের শুরু থেকেই ছন্দময় ফুটবল উপহার দেয় ঢাকার আকাশী-হলুদরা। তারা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে শেখ রাসেলের রক্ষণভাগকে। যদিও গোল পেতে প্রায় আধঘন্টা অপেক্ষায় থাকতে হয় আবাহনীকে। শেখ রাসেলও পাল্টা আক্রমণে গিয়ে কয়েকটি সুযোগ তৈরি করে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি তারা। ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও পরের মিনিটেই এগিয়ে যায় আবাহনী। ৩৮ মিনিটে নিজেদের রক্ষণভাগ থেকে কোস্টারিকার ফরোয়ার্ড কলিন্দ্রেসকে লং পাস দেন আবাহনীর ডিফেন্ডার রেজাউল রেজা। তার পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে রাসেলের বক্সে ঢুকে পড়েন কলিন্দ্রেস। বক্সে ঢুকেই ডান পায়ে শট নেন তিনি। তার সেই শট ডান পোস্টে লেগে বল প্রবেশ করে রাসেলের গোলবারে (১-০)। এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিতুণ করে তারা। ম্যাচের ৫১ মিনিটে বাঁ প্রান্ত থেকে আবাহনীর ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েল অগাস্তোর কাটব্যাকে বল পেয়ে চলতি বলে পা চালিয়ে শেখ রাসেলের জাল কাঁপান ফয়সাল আহমেদ ফাহিম (২-০)। ৬১ মিনিটে বক্সের কাছেই ফ্রি কিক পায় শেখ রাসেল। অধিনায়ক জামাল ভুইয়ার ফ্রি কিক বক্সে জটলার মধ্যে থেকে ক্লিয়ার করেন আবাহনীর সোহেল রানা। ৬৬ মিনিটে মাঠের বা প্রান্ত থেকে জামাল ভুইয়ার ফ্রি কিক কর্ণারের বিনিময়ে রক্ষা করেন আবাহনীর ডিফেন্ডাররা। এমফন উদোহের কর্ণার বক্সে জটলার মধ্যে থেকে লাফিয়ে উঠে হেডে ক্লিয়ার করেন কলিন্দ্রেস। ৭১ মিনিটে বাঁ প্রান্ত থেকে রাফায়েলের ক্রস ফয়সাল আহমেদ ফাহিম পেয়ে দারুণ এক গোল আদায় করে নেন। বল পেয়ে তিনি তরিৎ দূরপাল্লার শটে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। এর সাত মিনিট পর বাঁ প্রান্ত থেকে কলিন্দ্রেস জোড়ালো শট নিলে অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত সহজ জয়ে ফাইনালের টিকিট কাটে ঢাকা আবাহনী লিমিটেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়