১৪ বছর পর মোহামেডান-আবাহনী ফাইনাল
১৬ মে ২০২৩, ১০:৩৪ পিএম | আপডেট: ১৭ মে ২০২৩, ১২:০০ এএম
ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন ধরেই মোহামেডান-আবাহনী ফাইনাল দেখেন না দেশের ফুটবলপ্রেমীরা। এ নিয়ে আক্ষেপ কম নয় সাদাকালো সমর্থকদের। তবে এবার তাদের সেই আক্ষেপ ঘুচছে। চলতি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ফাইনালে খেলছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও পেশাদার লিগের ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। আগামী ৩০ মে এবারের আসরের ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টায় শুরু হবে ম্যাচটি। দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহামেডান ও আবাহনী। সর্বশেষ ২০০৯ সালে এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল তারা। ওই ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল মোহামেডান। এরপর আবাহনী এই টুর্নামেন্টের চার আসরে চ্যাম্পিয়ন হলেও মোহামেডান সেমিফাইনালের গ-িই পেরুতে পারেনি। অবশেষে সাদাকালোদের জন্য এলো সেই মহেন্দ্রক্ষণ। একযুগেরও বেশি সময় পর ফেডারেশন কাপের ফাইনালে উঠে তারা পেল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে।
ফেডারেশন কাপের চলতি আসরের প্রথম সেমিফাইনালে ৯ মে বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে মোহামেডান। অন্যদিকে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে বিদায় করে শিরোপা নির্ধারণী ম্যাচে মোহামেডানের সঙ্গী হয় ঢাকা আবাহনী। এদিন কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেষ চারের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী ৩-০ গোলে হারায় শেখ রাসেলকে। বিজয়ী দলের হয়ে স্থানীয় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম জোড়া গোল করলে অন্যটি করেন কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস।
ম্যাচের শুরু থেকেই ছন্দময় ফুটবল উপহার দেয় ঢাকার আকাশী-হলুদরা। তারা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে শেখ রাসেলের রক্ষণভাগকে। যদিও গোল পেতে প্রায় আধঘন্টা অপেক্ষায় থাকতে হয় আবাহনীকে। শেখ রাসেলও পাল্টা আক্রমণে গিয়ে কয়েকটি সুযোগ তৈরি করে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি তারা। ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও পরের মিনিটেই এগিয়ে যায় আবাহনী। ৩৮ মিনিটে নিজেদের রক্ষণভাগ থেকে কোস্টারিকার ফরোয়ার্ড কলিন্দ্রেসকে লং পাস দেন আবাহনীর ডিফেন্ডার রেজাউল রেজা। তার পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে রাসেলের বক্সে ঢুকে পড়েন কলিন্দ্রেস। বক্সে ঢুকেই ডান পায়ে শট নেন তিনি। তার সেই শট ডান পোস্টে লেগে বল প্রবেশ করে রাসেলের গোলবারে (১-০)। এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিতুণ করে তারা। ম্যাচের ৫১ মিনিটে বাঁ প্রান্ত থেকে আবাহনীর ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েল অগাস্তোর কাটব্যাকে বল পেয়ে চলতি বলে পা চালিয়ে শেখ রাসেলের জাল কাঁপান ফয়সাল আহমেদ ফাহিম (২-০)। ৬১ মিনিটে বক্সের কাছেই ফ্রি কিক পায় শেখ রাসেল। অধিনায়ক জামাল ভুইয়ার ফ্রি কিক বক্সে জটলার মধ্যে থেকে ক্লিয়ার করেন আবাহনীর সোহেল রানা। ৬৬ মিনিটে মাঠের বা প্রান্ত থেকে জামাল ভুইয়ার ফ্রি কিক কর্ণারের বিনিময়ে রক্ষা করেন আবাহনীর ডিফেন্ডাররা। এমফন উদোহের কর্ণার বক্সে জটলার মধ্যে থেকে লাফিয়ে উঠে হেডে ক্লিয়ার করেন কলিন্দ্রেস। ৭১ মিনিটে বাঁ প্রান্ত থেকে রাফায়েলের ক্রস ফয়সাল আহমেদ ফাহিম পেয়ে দারুণ এক গোল আদায় করে নেন। বল পেয়ে তিনি তরিৎ দূরপাল্লার শটে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। এর সাত মিনিট পর বাঁ প্রান্ত থেকে কলিন্দ্রেস জোড়ালো শট নিলে অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত সহজ জয়ে ফাইনালের টিকিট কাটে ঢাকা আবাহনী লিমিটেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিয়ের করার সময় যে সমস্ত খেয়াল রাখা প্রসঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
`আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে'
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’