সুদিন ফিরছে ইতালিয়ান ফুটবলে
১৯ মে ২০২৩, ১০:১১ পিএম | আপডেট: ২০ মে ২০২৩, ১২:০৫ এএম
বর্তমানে ইংল্যান্ডের ক্লাবগুলোর সাথে রিয়াল মাদ্রিদ ও পিএসজি যেভাবে বিশাল অংকের টাকা ফুটবলার কিনতে খরচ করে, তা কয়েক দশক আগেও খুব একটা দেখা যেত না। সময়টা তখন ছিল ইতালিয়ান ফুটবলের। সব ক্ষেত্রেই ছিল ইতালিয়ানদের জয়জয়কার। লাৎযিও-ফিউরেন্টিনার মত দল গুলোও চোখ কপালে তোলা অংকে ফুটবলার কেনা-বেচা করতো। তবে গত দেড় যুগে ধরে ক্রমেই বদলে গিয়েছে সেই চিত্র। ধুলো জমেছিল ইতালিয়ান ক্লাবগুলোর ইউরোপিয়ান শিরোপার ক্যাবিনেটে। গত ১৩ বছরে ইতালিয়ান ক্লাবগুলোর শোকেসে জমা হয়নি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের নতুন কোনো শিরোপা। তবে মেঘের পরে রোদ আসার সূত্র ধরে আবার যেন সুদিন ফিরতে শুরু করেছে ইতালিতে। চলমান মৌসুমে উয়েফার তিনটি প্রতিযোগিতার ফাইনালেই একটি করে ইতালিয়ান ক্লাব আছে!
পরশু রাতে উয়েফা কনফারেন্স লিগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে কিছুটা পিছিয়ে থেকে খেলতে নেমেছিল ফিওরেন্তিনা। কারণ ঘরের মাঠে সুইজারল্যান্ডের এফসি বাসেলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল প্রথম লেগে। তাই প্রতিপক্ষের মাঠে কাজটা ছিল বেজায় কঠিন। আর কঠিন কাজটা অনায়াসেই করেছে তারা। জিতেছে ৩-১ গোলের ব্যবধানে। তাতে এবার ইউরোপের তিনটি প্রতিযোগিতাতেই ফাইনালে নিজেদের প্রতিনিধি পেল ইতালি।
এর আগে চ্যাম্পিয়নস লিগে ১৭ বছর পর কোয়ার্টার ফাইনালে তিন ইতালিয়ান ক্লাব উঠে আসার পর ইতালির সুদিন ফেরার সুবাস পাওয়া যাচ্ছিল। নাপোলি বাদ পড়লেও সেমি-ফাইনালের সূচিতে যখন দুই মিলানের খেলা পড়ে, তখন থেকেই জানা একটি দল খেলছে ফাইনালে। শেষ পর্যন্ত সেখানে এসি মিলানকে হারিয়ে জায়গা করে নেয় ইন্টার মিলান। সবশেষ ২০০৯-১০ মৌসুমে ফাইনালে খেলেছিল তারা। সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল তারা।
অন্যদিকে ফিওরেন্তিনার যখন লড়ছিল ঠিক একই সময়ে উয়েফার দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা ইউরোপা লিগের দুই সেমি-ফাইনালে মাঠে ছিল রোমা ও জুভেন্টাস। সেখানে জুভেন্টাস না পারলেও রোমা ঠিকই তাদের কাজটি সেরেছে। শেষ চারের ফিরতি লেগে লিভারকুসেনের মাঠে গোলশূন্য ড্র করে রোমা। এর আগে প্রথম লেগে ঘরের মাঠের ১-০ গোলে জিতেছিল হোসে মরিনহোর দল। প্রথম লেগের সেই জয়েই শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পায় রোমা। গতবার মরিনহোর অধীনেই এই দলটি জিতেছিল কনফারেন্স লিগের শিরোপা। তবে এবার ইউরোপের তিনটি প্রতিযোগিতার ফাইনালে উঠলেও এর আগে তিনটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় শিরোপা জয়ের নজির রয়েছে ইতালিয়ান ক্লাবের। ১৯৮৯-৯০ মৌসুমে ইউরোপিয়ান কাপে (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) এসি মিলান, উয়েফা কাপে (বর্তমান ইউরোপা লিগ) জুভেন্টাস এবং উইনার্স কাপে জিতেছিল সাম্পাদোরিয়া।
আগামী ১ জুন ইউরোপা লিগে এই আসরের সবচেয়ে সফল দল ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়ার মুখোমুখি হবে রোমা। এরপর ৮ জুন কনফারেন্স লিগের ফাইনালে ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যামের মুখোমুখি হবে ফিওরেন্তিনা। সবশেষ ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মোকাবেলা করবে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ইতালির ক্লাবগুলোর সামনে এখন আবারও ১৯৮৯-৯০ সালের স্মৃতি ফিরিয়ে আনার সুযোগ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
`আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে'
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস
গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান