আজমপুরকে উড়িয়ে দিলো পুলিশ
২০ মে ২০২৩, ০৯:২৩ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ১২:০২ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৭তম রাউন্ডে নবাগত আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে উড়িয়ে দিলো বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। অন্যদিকে আরেক নবাগত ফর্টিস ফুটবল ক্লাব জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে। শনিবার বিকালে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচে পুলিশ ৭-০ গোলে হারায় দুর্বল আজমপুরকে। বিজয়ী দলের হয়ে কলম্বিয়ার ফরোয়ার্ড জোহান আরাঙ্গো আম্বুইলা ও স্থানীয় ফরোয়ার্ড মোহাম্মদ আব্দুল্লাহ দুটি করে এবং স্থানীয় মিডফিল্ডার রবিউল হাসান, শাহ কাজেম কিরমিনি ও ভেনেজুয়েলার ফরোয়ার্ড মরিল্লো এডওয়ার্ড একটি করে গোল করেন।
পয়েন্ট টেবিলের তলানীর দল আজমপুরের সামনে বাকি দশ দলই শক্তিধর বলা চলে। স্বল্প বাজেটে তারা যে মানের দল গড়েছে তাতে শক্তির বিচারে তাদের সামনে পুলিশ কঠিন প্রতিপক্ষই ছিল। তাই শনিবার ময়মনসিংহে ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলেছে আজমপুর। ফল যা হওয়ার তাই হয়েছে। তাদের রক্ষণভাগ নড়বড়ে হওয়ায় পুলিশের আক্রমণ সামাল দেওয়া সম্ভব হয়নি আজমপুরের ডিফেন্ডারদের পক্ষে। যে কারণে গোলের পর গোল হজম করতে হয় দলটিকে। যদিও তারা পাল্টা আক্রমণে গোল শোধ করার চেষ্টা করেছে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় একটি গোলের দেখাও পায়নি আজমপুর। ম্যাচের ১৪ মিনিটে ডানপ্রান্ত থেকে আজমপুরের রাকিবের কর্ণার বক্সে পেয়ে শট নিয়েছিলেন সাকিব বেপারী। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এর পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে যায় পুলিশ। ম্যাচের ১৯ মিনিটে ডানপ্রান্ত থেকে কিরগিজস্তানের ডিফেন্ডার মালিকভের ক্রস বক্সে পেয়ে হেডে গোল করেন কলোম্বিয়ান জোহান আরাঙ্গো আম্বুইলা (১-০)। এরপর নিয়মিত বিরতিতেই গোল পেয়েছে বিজয়ীরা। ম্যাচের ৩২ মিনিটে ডানপ্রান্ত থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন রবিউল হাসান (২-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়ে দ্বিতীয়ার্ধে আরো পাঁচটি গোল পায় পুলিশ। বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৮ মিনিটে ডানপ্রান্ত থেকে রবিউল কর্ণার শট নিলে আজমপুরের গোলরক্ষক আজাদ পাঞ্চ করে বল ফিরিয়ে দেন। তবে তিনি দলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। আজাদের পাঞ্চ করা বল বাঁ পোস্টের কাছে দাড়িয়ে মিডফিল্ডার শাহ কাজেম কিরমিনির কাছে গেলে তিনি তা জালে ঠেলে দেন (৩-০)। ধারাবাহিক আক্রমণে ম্যাচের ৫৫ মিনিটে চতুর্থ গোলের দেখা পায় পুলিশ। এসময় প্রায় মাঝ মাঠ থেকে বদলী মিডফিল্ডার আবদুল্লাহ’র উদ্দ্যেশ্যে বল বাড়িয়ে দেন রবিউল। বল পেয়ে এগুয়ান গোলরক্ষকের পায়ের ফাক দিয়ে ডান পায়ের শটে গোল করেন আবদুল্লাহ (৪-০)। ম্যাচের ৬২ মিনিটে বক্সের কাছ থেকেই জোহানের ফ্রি কিকের বল ক্রসবারে লেগে ফেরত আসে। কাছেই দাড়িয়ে থাকা আবদুল্লাহ ভুল করেননি। দারুন হেডে ফাঁকা জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন তিনি (৫-০)। মরিল্লো এডওয়ার্ড ৭৯ মিনিটে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৬-০। ৮১ মিনিটে পালাসিওসকে নিজেদের বক্সে ফাউল করেন আজমপুরের ডিফেন্ডার জিন্টু। রেফারি জালাল উদ্দিন পেনাল্টির নির্দেশ দিলে ৮২ মিনিটে স্পট কিক থেকে জোহান গোল করে পুলিশের বড় জয় নিশ্চিত করেন (৭-০)।
ম্যাচ জিতে ১৬ খেলায় ছয় জয় এবং পাঁচটি করে ড্র ও হারে ২৩ পয়েন্ট পেয়ে মোহামেডানকে পেছনে ফেলে তালিকার তিনে উঠলো পুলিশ। এক ম্যাচ কম খেলে চার ড্র ও ১১ হারে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানীতেই আছে আজমপুর।
এদিন একই সময়ে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস ২-০ গোলে হারায় মুক্তিযোদ্ধাকে। বিজয়ী দলের পক্ষে আফগানিস্তানের ফরোয়ার্ড আমীরুদ্দিন শরীফি ও স্থানীয় ডিফেন্ডার মোজাম্মেল হোসেন একটি করে গোল করেন। ম্যাচ জিতে ১৫ খেলায় চারটি করে জয় ও হারে এবং সাত ড্রতে ১৯ পয়েন্ট নিয়ে ফর্টিস আছে সপ্তম স্থানেই। এক ম্যাচ বেশি খেলে চার জয়, তিন ড্র ও নয় হারে ১৫ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার অবস্থান আটে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে সাবেক ভিপি নুরুল হক নুরু
রিহ্যাব মেলায় গতকাল আশিয়ান সিটি’র ১৩ নং স্টলে ছিল ক্রেতাদের ভীড়।
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস