সালাহকে ছাপিয়ে চূড়ায় কেইন
২০ মে ২০২৩, ১০:১৯ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ১২:০২ এএম
আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে টটেনহ্যাম হটস্পারের। তবে তাদের তারকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন এবারের মৌসুমেও গোলের পর গোল করেই যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে লক্ষ্যভেদ করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়েছেন ২৯ বছর বয়সী কেইন। আসরের এক মৌসুমে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচে গোল করার কীর্তি এখন এককভাবে তার।
এদিন, ঘরের মাঠ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে চোখ ধাঁধানো গোল করেন কেইন। চলমান ২০২২-২৩ মৌসুমে ৩৭ ম্যাচে এটি তার ২৮তম গোল। গোলগুলো এসেছে ২৫ ম্যাচে। বাকি ১২ ম্যাচে জালের দেখা পাননি। তিনি আছেন এবারের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে। ৩৬ গোল নিয়ে শীর্ষে অবস্থান ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। এতদিন মোহামেদ সালাহর সঙ্গে যৌথভাবে এক নম্বরে ছিলেন কেইন। ২০১৭-১৮ মৌসুমের প্রিমিয়ার লিগে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড ২৪ ম্যাচে গোল করেছিলেন। সেবার ৩২ গোল নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন সালাহ।
কেইনের রেকর্ডের দিনে অবশ্য ৩-১ গোলে হেরে গেছে টটেনহ্যাম। লিড নিয়ে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তারা খেই হারিয়ে ফেলে। ব্রেন্টফোর্ডের হয়ে জোড়া গোল করেন ব্রায়ান এমবুয়েমো। অন্যটি আসে ইয়োয়ানে ভিসার পা থেকে। ৩৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় আটে আছে টটেনহ্যাম। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে নবম স্থানে রয়েছে ব্রেন্টফোর্ড।
আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে কেইনের ক্লাব ছাড়ার গুঞ্জন বেশ জোরালো। বিগত কয়েক বছর ধরেই চলছে এমন জল্পনা-কল্পনা। তাকে পাওয়ার জন্য প্রিমিয়ার লিগেরই আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তার সম্ভাব্য নতুন ঠিকানার তালিকায় আছে ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজিও। গুঞ্জন সত্যি করে কেইন বিদায় নিলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোলটি হয়ে থাকবে টটেনহ্যামের মাঠে তার শেষ। এবারের মৌসুমে টটেনহ্যামের আর একটি ম্যাচই বাকি আছে। আগামী ২৮ মে প্রিমিয়ার লিগের ম্যাচে তারা খেলতে নামবে লিডস ইউনাইটেডের মাঠে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আবারও ইসরাইলি হামলায় লেবাননে ২৪ ঘন্টায় নিহত ৫৯
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ