ক্যাসমিরো নৈপুণ্যে ইউনাইটেডের শীর্ষ চার প্রায় নিশ্চিত
২০ মে ২০২৩, ১১:১৯ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ১২:০১ এএম
ম্যানচেস্টার ইউনাইটেড ১ : ০ বোর্নমাউথ
এখনো বেশ কিছুটা সময় বাকি থাকলেও ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম ও দ্বিতীয় স্থান কোন দুটি দল অর্জন করতে যাচ্ছে সেটি অনেকটা ঠিকঠাক । অলৌকিক কিছু না হলে ম্যানচেস্টার সিটির হাতে উঠে যাচ্ছে এবার প্রিমিয়ার লিগ শিরোপা, দ্বিতীয় স্থানে থেকে শেষ করবে আর্সেনাল।
লড়াইটা এখন তৃতীয় ও চতুর্থ স্থান নিয়ে। যার দৌড়ে আছে নিউ ক্যাসেল ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় স্থানে আছে ক্যাসেল,তার পরেই ইউনাইটেড।
নিউ ক্যাসেল গতকাল জিতে চ্যাম্পিয়ন লিগের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেছে। আজ ক্যাসমিরোর দুর্দান্ত এক গোলে জিতে ম্যানচেস্টার ইউনাইটেডও শীর্ষ চারে লীগ শেষ করা একরকম নিশ্চিত করে ফেলেছে।
বোর্নমাউথের মাঠে শনিবার লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।ইউনাইটেডের এ জয় লিভারপুলের শীর্ষ চারের সম্ভাবনা প্রায় শেষ ৩৬ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে চারে আছে ইউনাইটেড। বাকি দুই ম্যাচ থেকে আর ১ পয়েন্ট পেলেই সেরা চারে থাকা নিশ্চিত হয়ে যাবে তাদের। শেষ দুই ম্যাচে ইউনাইটেড হারলে এবং লিভারপুল বাকি দুই ম্যাচ জিতলেই কেবল সালাহদের চ্যাম্পিয়ন্স লীগ খেলার স্বপ্ন পূরণ হবে।
পৃপক্ষের মাঠে শুরু থেকে দাপট দেখানো ইউনাইটেড ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায়। দুর্দান্ত এক গোলে ক্যাসমিরো রেড ডেভিলসদের লিড এনে দেন।ক্রিস্টিয়ান এরিকসনের ক্রস বক্সে ক্লিয়ার করতে পারেননি বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি। কাছ থেকে চোখ ধাঁধানো এক শটে বল জালে পাঠান ইউনাইটেডের এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
শুরতেই পিছিয়ে পড়া বোর্নমাউথ ম্যাচের ২৬তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়।ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক সোলাঙ্কের নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া।১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রেড ডেভিলসরা।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ এসেছিল এরিক টেন হেগের শিষ্যদের। তবে কাজে লাগাতে পারেনি ইউনাইটেড খেলোয়াড়েরা।
মরিয়া চেষ্টা করে নিউক্যাসেল আর সমতা সূচক গোল না পাওয়ায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।
এ দিনই সেরা চারে থাকা নিশ্চিত হয়ে যেতে পারত ইউনাইটেডের। তাদের ম্যাচ শেষের পরও আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল লিভারপুল। তবে ৮৯তম মিনিটে রবের্তো ফিরমিনোর গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।
৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে আছে নিউক্যাসল ইউনাইটেড (৩৬ ম্যাচ)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আবারও ইসরাইলি হামলায় লেবাননে ২৪ ঘন্টায় নিহত ৫৯
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ