টানা তৃতীয়বারের মতো প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
২১ মে ২০২৩, ০২:৪২ এএম | আপডেট: ২১ মে ২০২৩, ০২:৪৩ এএম
ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা এবারও যে ম্যানচেস্টার সিটির হাতেই উঠতে যাচ্ছে সেটি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো।তবে সেটি প্রত্যাশার চেয়ে দ্রুততম সময়ে হলো আর্সেনালের অবিশ্বাস্য অবনমন অব্যহত থাকায়।
নটিংহ্যামের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি অপ্রত্যাশিতভাবে ১-০ ব্যবধানে হেরে যায় আর্সেনাল।আর তাতেই শিরোপা জয়ের উল্লাসে মাতে সিটি।
আগের ম্যাচেও হারা আর্সেনালের জন্য শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে নটিংহ্যমের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না।সেই চাপ মাথায় নিয়ে মাঠে নামা গানার্সদের শুরুটা হয়েছিল দারুণ
শুরু থেকে বল পজিশনে একচেটিয়া আধিপত্য দেখিয়ে আক্রমণের যে ধারা আর্সেনাল শুরু করেছিল সেটি শেষ পর্যন্ত অব্যহত ছিল।তবে পুরো খেলা নিয়ন্ত্রণ করলেও শুধু কাঙ্ক্ষিত গোলের দেখাই পায়নি মিকেল আর্তেতার শিষ্যরা। উলটো খেলার বিপরীতে ম্যাচের ১৯ তম মিনিটে গোল করে বসে নটিংহ্যাম।
মার্টিন ওডেগোর পজেশন হারালে বল ধরে আক্রমণে ওঠেন নটিংহ্যামের মিডফিল্ডার গিবস-হোয়াইট। তার ডি-বক্সে বাড়ানো থ্রু পাস ক্লিয়ার করার চেষ্টায় স্লাইড করেন আর্সেনাল ডিফেন্ডার গাব্রিয়েল; কিন্তু বল নাইজেরিয়ান ফরোয়ার্ড তাইয়ো আয়োনির পায়ে লেগে জালে জড়ায়।
এই গোলটি শেষ পর্যন্ত স্বাগতিকদের জন্য জয়সূচক গোলে পরিণত হয়। প্রতিপক্ষ রক্ষণে ক্রমাগত চাপ সৃষ্টি করলেও সমতসূচক বলে দেখা আর পায়নি আর্সেনাল। স্মরণীয় এই জয়ে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের হাত থেকেও রক্ষা পেল নটিংহ্যাম। ৩৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে তারা।
এই নিয়ে টানা তৃতীয়বার এবং ছয় মৌসুমের মধ্যে পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। এর সবগুলোই পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে।ট্রেবল জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল সিটি। চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের ফাইনালে উঠেছে তারা।
দিনের প্রথম ম্যাচে টটেনহ্যামকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড।
এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। আর লিভারপুল ১-১ ড্র করেছে অ্যাস্টন ভিলার সঙ্গে।
৩৬টি করে ম্যাচ খেলা নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট সমান ৬৯। গোল ব্যবধানে এগিয়ে তিন নম্বরে আসরে চমক জাগানো নিউক্যাসল।৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লিভারপুল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আবারও ইসরাইলি হামলায় লেবাননে ২৪ ঘন্টায় নিহত ৫৯
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ