ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
২১ মে ২০২৩, ০৪:২৮ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ০৪:২৮ পিএম
দীর্ঘ ৩৬ বছর প্রতীক্ষার পর কাতারে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা।আলবিসেলেস্তেদের বিশ্বজয়ে লিওনেল মেসির পরেই সব থেকে বেশি অবদান ছিল দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। গোল পোস্টের সামনে অসাধারণ দক্ষতার জন্য 'বাজপাখি' খেতাব পাওয়া মার্টিনেজ আসরজুড়ে ছিলেন দুর্দান্ত।ফাইনালে অতিরিক্ত সময়ের একেবারে অন্তিম মুহূর্তে ফ্রান্সের কোলো মুয়ানিকে অবিশ্বাস্য দক্ষতায় রুখে দিয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েছলেন। সেখানেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে এনে দেন শিরোপা,আবধারিতভাবেই জিতেন 'গোল্ডেন গ্লাভসের' পুরস্কার।
প্রিয় দলকে বিশ্বকাপ শিরোপা জেতানোর পেছনে বড় অবদান রাখায় দ্রুতই বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন ভক্তের হৃদয়ে জায়গা করে নেন মার্টিনেজ বড় এই তারকাকে এবার সরাসরি দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
নিজের আগ্রহ থেকে ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত কলকাতায় আনার জন্য যোগাযোগ করেছিলেন মার্তিনেজের সঙ্গে। তবে মার্টিনেজ শুধু কলকাতা নয়; বাংলাদেশেও আসার আগ্রহ ব্যক্ত করেছেন। এর আগে এই শতদ্রু দত্তর উদ্যোগেই কলকাতা ঘুরে গেছেন ফুটবলের দুই অমর চরিত্র পেলে ও ম্যারাডোনা। ঘুরে গেছেন গত নভেম্বরে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফুও। মার্তিনেজের আসন্ন কলকাতা সফরের সব বন্দোবস্তও তিনিই করছেন।
শতদ্রু ভারতীয় সংবাদমাধ্যম এই সময় ডিজিটালকে জানান, ৩ তারিখ অর্থাৎ ৩ জুলাই মার্টিনেজ একদিনের জন্য ঢাকা সফরে যাবেন। তবে সেখানে গিয়ে তিনি কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা জানা যায়নি। তবে সেটি বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের কোনো ক্লাবে যাবেন কিনা তাও সিদ্ধান্ত হয়নি। তবে সেটি খুব শিগগিরই জানা যাবে।
নিজের ফেসবুক পোস্টে শতদ্রু জানান, বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল সমর্থক সংখ্যা থাকায় তিনি মার্টিনেজকে সেখানে নেওয়ার পরিকল্পনা করেছেন।
তিনি লেখেন, ‘এমিলিয়ানো মার্টিনেজের মনে বাংলাদেশের জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। কারণ বাংলাদেশের সমর্থন অনেক বেশি।’
কাতার বিশ্বকাপে সমর্থনের দিক থেকে তাক লাগিয়েছে বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে বাংলাদেশিরা খেলা দেখেছেন। প্রায় প্রতিটা দলের ম্যাচ কেন্দ্র করেই সমর্থকদের ভিড় দেখা গেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের মতো বড় দলের ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল। ফিফার পক্ষ থেকে বাংলাদেশের সমর্থকদের ছবি শেয়ার করে তাদের ধন্যবাদ জানানো হয়েছে। তেমনই ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলের পক্ষ থেকেও বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানানো হয়।
জানা গেছে, মার্টিনেজ ৩ জুলাই ঢাকায় নামবেন। এর পর ঢাকা থেকে মার্তিনেজ আসবেন কলকাতায়। ৪ তারিখ যাবেন মোহনবাগান ক্লাবে। সেদিন সন্ধ্যায় তিনি সবুজ মেরুণ ক্লাবে যাবেন। এ ছাড়া একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মিথানল বিষক্রিয়ায় লাওসে ছয় পর্যটকের মৃত্যু,তদন্ত চলছে
আবারও ইসরাইলি হামলায় লেবাননে ২৪ ঘন্টায় নিহত ৫৯
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন