ফেডারেশন কাপে তৃতীয় বসুন্ধরা কিংস
২৩ মে ২০২৩, ০৮:৫৪ পিএম | আপডেট: ২৪ মে ২০২৩, ১২:০০ এএম
ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে তৃতীয় হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মঙ্গলবার বিকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে সেরার।
মঙ্গলবার ম্যাচের প্রায় পুরোটা সময়ই এগিয়ে ছিল শেখ রাসেল। কিন্তু শেষের ৫ মিনিটেই পাল্টে যায় চিত্র। ৮৫ মিনিট পর্যন্ত যা পারেনি বসুন্ধরা কিংস, দারুণ ফুটবল খেলে শেষ পাঁচ মিনিটে তা করে দেখিয়েছে তারা। বিপিএলে দুই ক্লাবেরই হোম ভেন্যু কিংস অ্যারেনা। তাই দু’দলের কাছেই পরিচিত এখানকার মাঠ। তবে ম্যাচটাকে হয়তো তেমন গুরুত্বপূর্ণ মনে করেনি কিংসরা। ডাগ আউটে কোচ অস্কার ব্রুজনকে বেশ নির্ভারই দেখা গেছে। এমনকি একজন মাত্র বিদেশী ফুটবলার তিনি রাখেন সেরা একাদশে। যে কারণে সুমন রেজাদের এই ম্যাচে নিজেদের প্রমাণের সুযোগ ছিল। যদিও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলই খেলেছে বসুন্ধরা। ম্যাচের ৪ মিনিটে বক্সে বল পেয়ে লাফিয়ে হেড নিয়েছিলেন কিংস ডিফেন্ডার তপু বর্মণ। তবে নিশানা ঠিক রাখতে পারেননি তিনি। এর দৃুই মিনিট পর নিজেদের বক্সে চার্লস দিদিয়েরকে অবৈধভাবে বাধা দেন তপু। রেফারি মো. নাসির উদ্দিন পেনাল্টির নির্দেশ দেন। ৮ মিনিটে স্পট কিকে গোল করেন দিদিয়ের (১-০)। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে কিছুটা ভরকে গেলেও পাল্টা আক্রমণে গিয়ে গোল শোধে মরিয়া হয় তারা। তবে বারবারই ব্যর্থ হতে দেখা যায় কিংসদের। ম্যাচের ৩১ মিনিটে ডানপ্রান্ত থেকে সুমন রেজার বাড়িয়ে দেয়া বল নিয়ে বক্সে ঢুকে পড়েন মোরসালিন। তবে দৌড়ে এসে বল ক্লিয়ার করেন শেখ রাসেলের ডিফেন্ডার শওকত আলী। এর কিছুক্ষণ পরেই বাঁ প্রান্ত থেকে কোনাকোনি শট নিয়েছিলেন রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্যানেথ ইকেচুকু। তবে ডান দিকের সাইডবার ঘেষে বল চলে যায় মাঠের বাইরে। একাধিক সুযোগ পেয়েও গোল করতে না পেরে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় শেখ রাসেল। ম্যাচের ৪৬ মিনিটে তপু ও টুটুল হোসেন বাদশাকে পেছনে ফেলে ফরোয়ার্ড সুজন বিশ্বাসকে বল দিয়েছিলেন রাসেলের মিডফিল্ডার দীপক রায়। তবে সুজনের শট লক্ষভ্রষ্ট হয়। প্রথমার্ধে না খেললেও দ্বিতীয়ার্ধে মাঠে নামেন রবসন রবিনহো। তার মাঠে ফেরায় কিংসদের আক্রমণের ধার কিছুটা বাড়লে গোল শোধে অপেক্ষায় থাকতে হয় তাদের। ৬৬ মিনিটে বক্সের কাছ থেকে মিগুয়েল ফ্রি কিক নিলে বল ফিরে আসে রাসেলের হিউম্যান ওয়ালে লেগে। এরই মধ্যে বল পেয়ে দীপক পাঠিয়ে দেন মাঠের অন্যপ্রান্তে ক্যানেথের কাছে। তবে তপুর শক্ত রক্ষণের কারণে গোল করতে পারেননি ক্যানেথ। নির্ঘাত হার নিয়ে যখন মাঠ ছাড়ায় অপেক্ষায় ছিল বসুৃন্ধরা, তখনই হঠাৎ যেন জ্বলে ওঠেন রবিনহো। ম্যাচের ৮৫ মিনিটে তিনি গোল করে দলকে সমতায় ফেরান। এসময় বাঁ প্রান্ত থেকে প্রতিপক্ষের মনিরকে বোকা বানিয়ে বক্সে ঢুকে শট নেন রবিনহো। রাসেলের খালেকুজ্জামানের গায়ে লেগে বল আশ্রয় নেয় জালে (১-১)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+১ মিনিট) মিগুয়েল দুর্দান্ত শটে গোল করে বসুন্ধরাকে মূল্যবান জয় এনে দেন (২-১)। তার এই গোলেই ফেডারেশন কাপের তৃতীয় স্থান নিশ্চিত হয় কিংসের। মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা-রাসেল।
আগামী ৩০ মে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহমেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। খেলা হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা