ফেডারেশন কাপে তৃতীয় বসুন্ধরা কিংস
২৩ মে ২০২৩, ০৮:৫৪ পিএম | আপডেট: ২৪ মে ২০২৩, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে তৃতীয় হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মঙ্গলবার বিকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে সেরার।
মঙ্গলবার ম্যাচের প্রায় পুরোটা সময়ই এগিয়ে ছিল শেখ রাসেল। কিন্তু শেষের ৫ মিনিটেই পাল্টে যায় চিত্র। ৮৫ মিনিট পর্যন্ত যা পারেনি বসুন্ধরা কিংস, দারুণ ফুটবল খেলে শেষ পাঁচ মিনিটে তা করে দেখিয়েছে তারা। বিপিএলে দুই ক্লাবেরই হোম ভেন্যু কিংস অ্যারেনা। তাই দু’দলের কাছেই পরিচিত এখানকার মাঠ। তবে ম্যাচটাকে হয়তো তেমন গুরুত্বপূর্ণ মনে করেনি কিংসরা। ডাগ আউটে কোচ অস্কার ব্রুজনকে বেশ নির্ভারই দেখা গেছে। এমনকি একজন মাত্র বিদেশী ফুটবলার তিনি রাখেন সেরা একাদশে। যে কারণে সুমন রেজাদের এই ম্যাচে নিজেদের প্রমাণের সুযোগ ছিল। যদিও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলই খেলেছে বসুন্ধরা। ম্যাচের ৪ মিনিটে বক্সে বল পেয়ে লাফিয়ে হেড নিয়েছিলেন কিংস ডিফেন্ডার তপু বর্মণ। তবে নিশানা ঠিক রাখতে পারেননি তিনি। এর দৃুই মিনিট পর নিজেদের বক্সে চার্লস দিদিয়েরকে অবৈধভাবে বাধা দেন তপু। রেফারি মো. নাসির উদ্দিন পেনাল্টির নির্দেশ দেন। ৮ মিনিটে স্পট কিকে গোল করেন দিদিয়ের (১-০)। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে কিছুটা ভরকে গেলেও পাল্টা আক্রমণে গিয়ে গোল শোধে মরিয়া হয় তারা। তবে বারবারই ব্যর্থ হতে দেখা যায় কিংসদের। ম্যাচের ৩১ মিনিটে ডানপ্রান্ত থেকে সুমন রেজার বাড়িয়ে দেয়া বল নিয়ে বক্সে ঢুকে পড়েন মোরসালিন। তবে দৌড়ে এসে বল ক্লিয়ার করেন শেখ রাসেলের ডিফেন্ডার শওকত আলী। এর কিছুক্ষণ পরেই বাঁ প্রান্ত থেকে কোনাকোনি শট নিয়েছিলেন রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্যানেথ ইকেচুকু। তবে ডান দিকের সাইডবার ঘেষে বল চলে যায় মাঠের বাইরে। একাধিক সুযোগ পেয়েও গোল করতে না পেরে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় শেখ রাসেল। ম্যাচের ৪৬ মিনিটে তপু ও টুটুল হোসেন বাদশাকে পেছনে ফেলে ফরোয়ার্ড সুজন বিশ্বাসকে বল দিয়েছিলেন রাসেলের মিডফিল্ডার দীপক রায়। তবে সুজনের শট লক্ষভ্রষ্ট হয়। প্রথমার্ধে না খেললেও দ্বিতীয়ার্ধে মাঠে নামেন রবসন রবিনহো। তার মাঠে ফেরায় কিংসদের আক্রমণের ধার কিছুটা বাড়লে গোল শোধে অপেক্ষায় থাকতে হয় তাদের। ৬৬ মিনিটে বক্সের কাছ থেকে মিগুয়েল ফ্রি কিক নিলে বল ফিরে আসে রাসেলের হিউম্যান ওয়ালে লেগে। এরই মধ্যে বল পেয়ে দীপক পাঠিয়ে দেন মাঠের অন্যপ্রান্তে ক্যানেথের কাছে। তবে তপুর শক্ত রক্ষণের কারণে গোল করতে পারেননি ক্যানেথ। নির্ঘাত হার নিয়ে যখন মাঠ ছাড়ায় অপেক্ষায় ছিল বসুৃন্ধরা, তখনই হঠাৎ যেন জ্বলে ওঠেন রবিনহো। ম্যাচের ৮৫ মিনিটে তিনি গোল করে দলকে সমতায় ফেরান। এসময় বাঁ প্রান্ত থেকে প্রতিপক্ষের মনিরকে বোকা বানিয়ে বক্সে ঢুকে শট নেন রবিনহো। রাসেলের খালেকুজ্জামানের গায়ে লেগে বল আশ্রয় নেয় জালে (১-১)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+১ মিনিট) মিগুয়েল দুর্দান্ত শটে গোল করে বসুন্ধরাকে মূল্যবান জয় এনে দেন (২-১)। তার এই গোলেই ফেডারেশন কাপের তৃতীয় স্থান নিশ্চিত হয় কিংসের। মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা-রাসেল।
আগামী ৩০ মে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহমেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। খেলা হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বড়লেখা সীমান্তে আরও ১৬ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

ইউক্রেন সংঘাত বন্ধে পুতিনের সঙ্গে আমাকেই বসতে হবে: ট্রাম্প

রাবিতে ৭৪ কোটি টাকার নতুন আবাসিক হল, ডিসেম্বরেই সিট পাচ্ছেন ১১ শতাধিক শিক্ষার্থী

সৈয়দপুরে নার্সিং শিক্ষার্থীদের দিনাজপুর -রংপুর মহাসড়ক অবরোধ, তীব্র যানজটের সৃষ্টি

কিশোরগঞ্জ জেলার ছাত্রদলের আংশিক কমিটি গঠন

সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন -ইঞ্জিনিয়ার শ্যামল

বঙ্গোপসাগরের কাছে চীনের জাহাজ, উদ্বিগ্ন ভারত

আ.লীগের কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই শিশু

কমলগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর নিজ এলাকায় ফিরলেন সাবেক ছাত্রদল নেতা আতিকুর

বাংলাদেশকে সর্বাধিক গুরুত্ব মাল্টিপোল ভিসা দেয়ার আশ্বাস ঃ প্রবাসীদের মাঝে আনন্দের বন্যা

শেখ জায়েদ মসজিদ পরিদর্শনে ট্রাম্প: `জায়গাটি এত সুন্দর আসতে পেরে আমি সম্মানিত’

রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

রাজধানীতে পুলিশের ছাত্রছায়ায় আত্মগোপনে সাবেক এমপি কিরণ

জনতার মেয়র বনাম ভোগান্তির মেয়র

উখিয়া প্রশাসনের অভিযানে বিভিন্ন স্থান থেকে ৪ টি করাতকল উচ্ছেদ

শিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে জেলা প্রশাসক মানোয়ার হোসেন

আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সমাবেশ

প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে মালয়েশিয়া: আসিফ নজরুল