কম্বোডিয়াকে হারিয়ে সাফ প্রস্তুতি ভালোভাবেই সারলেন জামালরা
১৫ জুন ২০২৩, ০৮:৫৯ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১১:৪৯ পিএম

দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ আসর আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিটা ভালোভাবেই সারলেন জামাল ভূঁইয়ারা। সাফ খেলতে ভারতের ব্যাঙ্গালুরু যাওয়ার আগে কম্বোডিয়ায় দুই ম্যাচেই জিতল বাংলাদেশ। গত সোমবার নমপেনে স্থানীয় প্রিমিয়ার লিগের দল টিফফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে জেতার পর আজ (বৃহস্পতিবার) ফিফা প্রীতি ম্যাচে একই ব্যবধানে কম্বোডিয়া জাতীয় দলকে হারিয়েছে লাল-সবুজরা। বাংলাদেশের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার মজিবুর রহমান জনি।
কম্বোডিয়ার বিপক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা সেরা একাদশে গোলপোস্টে ভরসা রাখেন নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর উপর। রক্ষণভাগে ছিলেন তারিক কাজী, মেহেদি হাসান, বিশ্বনাথ ঘোষণ ও আলমগীর মোল্লা, মধ্যমাঠে খেলেন অধিনায়ক জামাল ভূঁইয়া, সোহেল রানা-১, সোহেল রানা-২ ও মজিবুর রহমান জনি। সুমন রেজা ও ফয়সাল আহমেদ ফাহিম ছিলেন আক্রমণভাগের মূল শক্তি।
এদিন কম্বোডিয়ার রাজধানী নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের আধিপত্য ছিল। শুরুর দিকে দুটি কর্নার ও একটি ফ্রি-কিক আদায় করে বাংলাদেশ রক্ষভাগের উপর চড়াও হয় কম্বোডিয়া। তবে গোল আদায় করতে পারেনি তারা। ম্যাচের মাত্র ৩ মিনিটের মধ্যে বক্সের মাথায় একটি ফ্রিকিক ও দুটি কর্নার আদায় করে নিয়েছিল স্বাগতিক দল। এর মধ্যে দ্বিতীয় কর্নার থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিল কম্বোডিয়া। সকুমফেকের শট দ্বিতীয় পোস্ট ঘেঁষে বাইরে না গেলে শুরুতেই গোল হজম করতো লাল-সবুজরা। তবে নিজেদের রক্ষণ সামলে জামালরা বার বার চেষ্টা করেছেন প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে যেতে। ২১ মিনিটে ব্রাক থিভার লক্ষ্যে নেওয়া শট বিশ্বনাথ রুখে দিলে গোল পায়নি কম্বোডিয়া। উল্টো এর মিনিট তিনেক পরই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ২৪ মিনিটে ব্র্যাক থিবার শট ফিরে আসে বাংলাদেশের এক ডিফেন্ডারের গায়ে লেগে। ওই বলটিই কম্বোডিয়ার সীমানায় ডান দিকে পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তিনি লম্বা যে ক্রস নেন গোলমুখে সেই ক্রসে পা লাগিয়ে দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে পাঠান মজিবুর রহমান জনি (১-০)। তার পাশে প্রতিপক্ষ দলের একজন ডিফেন্ডার থাকলেও জনিকে রুখতে পারেননি। সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হয়ে যায় ৩০ হাজার দর্শক ভর্তি স্টেডিয়ামের গ্যালারি। গোল শোধে মরিয়া হয়ে লড়েও সফল হয়নি কম্বোডিয়া। ৪১ মিনিটে কোউচ সকুমপিকের জোরালো শট বাংলাদেশের গোলরক্ষক জিকো ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন। ম্যাচের শেষ দিকে রেফারির সঙ্গে তর্ক করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজী। ফলে দশজনের দলে পরিণত হয় বাংলাদেশ। তবে এতে ম্যাচের ফলাফলে কোন হেরফের হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে আরেক ফিফা প্রীতি ম্যাচে এই কম্বোডিয়াকেই ১-০ গোলে হারিয়েছিল লাল-সবুজরা।
আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘বি’ গ্রুপে লড়বে লেবানন, মালদ্বীপ ও ভুটানের সঙ্গে। কোচ ক্যাবরেরা এই টুর্নামেন্টের সেমিফাইনালে চোখ রাখছেন প্রিয় শিষ্যদের নিয়ে। কোচের সেই আস্থার প্রতিদান দিতে কম্বোডিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজেই ব্যাঙ্গালুরু যাবে জামাল ভূঁইয়া বাহিনী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই শিশু

কমলগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর নিজ এলাকায় ফিরলেন সাবেক ছাত্রদল নেতা আতিকুর

বাংলাদেশকে সর্বাধিক গুরুত্ব মাল্টিপোল ভিসা দেয়ার আশ্বাস ঃ প্রবাসীদের মাঝে আনন্দের বন্যা

শেখ জায়েদ মসজিদ পরিদর্শনে ট্রাম্প: `জায়গাটি এত সুন্দর আসতে পেরে আমি সম্মানিত’

রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

রাজধানীতে পুলিশের ছাত্রছায়ায় আত্মগোপনে সাবেক এমপি কিরণ

জনতার মেয়র বনাম ভোগান্তির মেয়র

উখিয়া প্রশাসনের অভিযানে বিভিন্ন স্থান থেকে ৪ টি করাতকল উচ্ছেদ

শিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে জেলা প্রশাসক মানোয়ার হোসেন

আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সমাবেশ

প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে মালয়েশিয়া: আসিফ নজরুল

শিবচরে গরু চুরির সময় চোর আটক, গণধোলাই এলাকাবাসীর

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা অবরোধ

ঘাটাইলে স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

শরণখোলায় উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আবারও 'পুশ ব্যাক' করতে পারে ভারত

দেশব্যাপী ফোরজি সেবার পরিধি বাড়াতে পামপে’র সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

জেট ফুয়েলের দাম কমার মধ্যেই সুখবর দিলো নভোএয়ার: ফ্লাইট চালু ২১ মে