‘বাফুফের পরিকল্পনার অভাব’
১৯ জুন ২০২৩, ০৮:৩৫ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০১ এএম

চলতি বছরের বাকি পাঁচ মাসে ১৪টি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে লাল-সবুজ ফুটবলের। এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রয়োজন প্রায় ৭ কোটি টাকা। ফিফা এবং এএফসি’র মাধ্যমে তারা পাবে ৩ কোটি। এই হিসেবে বাফুফের ঘাটতি থাকছে ৪ কোটি টাকা। এই চার কোটি টাকা ঘাটতি পূরণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি দেবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। গত শনিবার জরুরি সভা করে এমন সিদ্ধান্তই নিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। জাতীয় বাজেটের পর বাফুফের এই সিদ্ধান্তে সমালোচনার ঝড় বইছে দেশের ক্রীড়াঙ্গনে। বিষয়টি ভালোভাবে নেননি খোদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তাই সোমবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদে নির্বাহী কমিটির সভা শেষে তিনি বলেন, ‘বাফুফের পরিকল্পনার অভাব রয়েছে। তারা এটি যদি এক মাস আগে চাইত আমাদের জন্য সুবিধা হতো। তখন আমরা এটি মন্ত্রণালয়ের বাজেটের অংশ হিসেবে যুক্ত করতে পারতাম। অন্য অনেক ফেডারেশনই বাজেটের আগে আগামী বছরের চাহিদা দিয়ে থাকে। বাফুফে সেটা দিল বাজেট অধিবেশনের সময়। যদিও বাফুফে এখনো এনএসসি কিংবা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ৪ কোটি টাকা চেয়ে চিঠি দেয়নি। চিঠি পেলে গুরুত্ব বিবেচনা করে টাকা দেওয়ার চেষ্টা থাকবে। আমাদের খাত ভিত্তিক বরাদ্দ হয়। এরপরও চেষ্টা করবো যেটা খুবই জরুরি সেখানে কিছু দেওয়ার।’
বাফুফের প্রয়োজনের প্রায় অর্ধেক টাকা দেবে ফিফা এবং এএফসি। আর বাকি অর্ধেকের চেয়ে বেশি তারা চাইবে সরকারের কাছে। বাফুফে নির্বাহী কমিটির দায়িত্বটা কি? এই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘তাদের আরো একটু আন্তরিকতার দরকার ছিল। স্পন্সর খুঁজে এরপর আমাদের কাছে চাইতে পারত। যদিও এর আগে তারা আমাদের কাছে এভাবে কখনো চায়নি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে ২০১৯ সালে দায়িত্বগ্রহণ করেন জাহিদ আহসান রাসেল। তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের দ্বিতীয় অর্থ বছরেই বাফুফেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেন। সেই বরাদ্দের অর্ধেক অর্থাৎ ১০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে রাখার কথা। তবে ওই স্থায়ী আমানত নিয়ে ফুটবলাঙ্গনে রয়েছে ধোঁয়াশা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ প্রসঙ্গে বলেন,‘বিশ কোটি টাকা অর্থমন্ত্রণালয় বাফুফেকে বিশেষ বরাদ্দ দিয়েছিল একটি নির্দেশনা দিয়ে। সেই নির্দেশনা বাফুফে অনুসরণ করছে কিনা আমরা খতিয়ে দেখতে পারি।’ জাহিদ আহসান রাসেল যোগ করেন, ‘তারা শুধু আমাদের কাছে চান। ফিফা-এএফসি থেকে কত পান? কি করেন সেটা কিন্তু আমাদের জানান না। আমাদেরও একটু জানানো উচিত তাদের।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

‘নবায়নযোগ্য জ্বালানি বিকল্প নয়, অপরিহার্য’

মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন

এশিয়া অঞ্চলে এডিবির ৪০ বিলিয়ন ডলার উন্নয়ন সহায়তা

জেলেনস্কিকে দোষারোপ ট্রাম্পের কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ৯

জর্ডানে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা, সম্পদ বাজেয়াপ্ত

ভূমিকম্প কাঁপলো ইস্তাম্বুল, আহত ১৫১

নারী সংস্কারের কথিত প্রস্তাব ধর্মীয় ভারসাম্য ধ্বংসের গভীর ষড়যন্ত্রর বিভিন্ন দলের প্রতিবাদ অব্যাহত

গণহত্যাকারী বাহিনীর নেতারা ক্ষমা চাওয়ার পরিবর্তে হুমকি-ধামকি দিচ্ছে : রিজভী

খুব শিগগিরই চালু হচ্ছে ঢাকার চার পয়েন্টে

তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি

আজ সচিবালয়ের সব ভবনে বিদ্যুৎ বন্ধ

মালয়েশিয়াসহ বন্ধকৃত শ্রমবাজার দ্রুত খোলার ব্যবস্থা নিন মানববন্ধনের বায়রা নেতৃবৃন্দ

রানা প্লাজায় আহত শ্রমিকদের পুনর্বাসনের বিষয়ে বিবেচনা করবে সরকার : শ্রম সচিব

৮১২ কোটি টাকা আত্মসাত হাসিনা-তারিক সিদ্দিকসহ ১৯ জনের তদন্ত প্রতিবেদন ৩ জুলাই

সাংবাদিকের ওপর হামলা ইউজিসির ৪ কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে মামলা

কাজী নাবিল ও পরিবারের ৩৬২ একর জমি-বাড়ি-বিনিয়োগ জব্দ

মেয়র পদের গেজেট সম্পর্কে সিইসির সঙ্গে সাক্ষাৎ

নারায়ণগঞ্জ ও নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান

আফতাবনগরে গরুর হাটের ইজারা চ্যালেঞ্জ করে ফের রিট

উত্তরায় কিশোর হত্যা ওবায়দুল কাদের-কামালসহ ২২৭ জনের নামে মামলার আবেদন