‘বাফুফের পরিকল্পনার অভাব’
১৯ জুন ২০২৩, ০৮:৩৫ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০১ এএম
চলতি বছরের বাকি পাঁচ মাসে ১৪টি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে লাল-সবুজ ফুটবলের। এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রয়োজন প্রায় ৭ কোটি টাকা। ফিফা এবং এএফসি’র মাধ্যমে তারা পাবে ৩ কোটি। এই হিসেবে বাফুফের ঘাটতি থাকছে ৪ কোটি টাকা। এই চার কোটি টাকা ঘাটতি পূরণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি দেবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। গত শনিবার জরুরি সভা করে এমন সিদ্ধান্তই নিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। জাতীয় বাজেটের পর বাফুফের এই সিদ্ধান্তে সমালোচনার ঝড় বইছে দেশের ক্রীড়াঙ্গনে। বিষয়টি ভালোভাবে নেননি খোদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তাই সোমবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদে নির্বাহী কমিটির সভা শেষে তিনি বলেন, ‘বাফুফের পরিকল্পনার অভাব রয়েছে। তারা এটি যদি এক মাস আগে চাইত আমাদের জন্য সুবিধা হতো। তখন আমরা এটি মন্ত্রণালয়ের বাজেটের অংশ হিসেবে যুক্ত করতে পারতাম। অন্য অনেক ফেডারেশনই বাজেটের আগে আগামী বছরের চাহিদা দিয়ে থাকে। বাফুফে সেটা দিল বাজেট অধিবেশনের সময়। যদিও বাফুফে এখনো এনএসসি কিংবা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ৪ কোটি টাকা চেয়ে চিঠি দেয়নি। চিঠি পেলে গুরুত্ব বিবেচনা করে টাকা দেওয়ার চেষ্টা থাকবে। আমাদের খাত ভিত্তিক বরাদ্দ হয়। এরপরও চেষ্টা করবো যেটা খুবই জরুরি সেখানে কিছু দেওয়ার।’
বাফুফের প্রয়োজনের প্রায় অর্ধেক টাকা দেবে ফিফা এবং এএফসি। আর বাকি অর্ধেকের চেয়ে বেশি তারা চাইবে সরকারের কাছে। বাফুফে নির্বাহী কমিটির দায়িত্বটা কি? এই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘তাদের আরো একটু আন্তরিকতার দরকার ছিল। স্পন্সর খুঁজে এরপর আমাদের কাছে চাইতে পারত। যদিও এর আগে তারা আমাদের কাছে এভাবে কখনো চায়নি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে ২০১৯ সালে দায়িত্বগ্রহণ করেন জাহিদ আহসান রাসেল। তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের দ্বিতীয় অর্থ বছরেই বাফুফেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেন। সেই বরাদ্দের অর্ধেক অর্থাৎ ১০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে রাখার কথা। তবে ওই স্থায়ী আমানত নিয়ে ফুটবলাঙ্গনে রয়েছে ধোঁয়াশা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ প্রসঙ্গে বলেন,‘বিশ কোটি টাকা অর্থমন্ত্রণালয় বাফুফেকে বিশেষ বরাদ্দ দিয়েছিল একটি নির্দেশনা দিয়ে। সেই নির্দেশনা বাফুফে অনুসরণ করছে কিনা আমরা খতিয়ে দেখতে পারি।’ জাহিদ আহসান রাসেল যোগ করেন, ‘তারা শুধু আমাদের কাছে চান। ফিফা-এএফসি থেকে কত পান? কি করেন সেটা কিন্তু আমাদের জানান না। আমাদেরও একটু জানানো উচিত তাদের।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত