সাফে বাংলাদেশের লেবানন পরীক্ষা বৃহস্পতিবার
২১ জুন ২০২৩, ০৯:০৭ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০১ এএম
দক্ষিণ এশিয়ার ফুটবলে মর্যাদার টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে বুধবার। ‘এ’ গ্রুপের খেলা দিয়ে এবারের সাফ শুরু হলেও বৃহস্পতিবার বাংলাদেশের লেবানন পরীক্ষা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে এদিন পশ্চিম এশিয়ার দেশ শক্তিশালী লেবাননের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা। ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে বাংলাদেশ-লেবানন ম্যাচটি। একই ভেন্যুতে রাত ৮টায় ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে মালদ্বীপ খেলবে ভুটানের বিপক্ষে।
সাফে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ লেবানন যে শক্তিশালী তাতে কোন সন্দেহ নেই। ফিফা র্যাঙ্কিংয়ের দিকে চোখ রাখলেই তা স্পষ্ট। যেখানে লেবাননের অবস্থান ৯৯তম স্থানে সেখানে বাংলাদেশ রয়েছে ১৯২তম স্থানে। র্যাঙ্কিংয়ে ৯৩ ধাপ এগিয়ে থাকা দেশটির বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য কি তাও জানিয়ে দিলেন লাল-সবুজের স্প্যানিশ কোচ হ্যাভিয়ে ক্যাবরেরা। বুধবার তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, আমরা শতভাগ দিয়ে ম্যাচে খেলার চেষ্টা করবো। তবে শেষ পর্যন্ত কী হবে তা নির্ভর করছে নিজেদের উপর। শুধু তারই নয়, অবশ্যই আমরাও শক্তিশালী। আমরা মাঠে যাবো তিন পয়েন্টের লক্ষ্যে। সেটা যদি না হয়, তো আমরা কমপক্ষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’
ঘাসের মাঠে খেলা নিয়ে কিছুটা অনুযোগ করলেন ক্যাবরেরা, ‘আমাদেরকে টার্ফে অনুশীলন করতে হয়েছে। বিকল্প ছিল না। তবে লেবাননের বিপক্ষে ম্যাচ খেলবো যেখানে, সেটা ঘাসের মাঠ। টার্ফের চেয়ে অনেক গতিময় হবে এ মাঠ।’ ব্যাঙ্গালুরুর আবহাওয়া নিয়ে বাংলাদেশ কোচের মন্তব্য, ‘আবাহাওয়া নিয়ে অভিযোগ করার কিছু নেই। আমাদের হয়তো অনেক গরমের মধ্যে খেলতে হবে। তবে সেটা বড় কোন সমস্যা নয়।’ কোচ ক্যাবরেরার কণ্ঠেই যেন সুর মেলালেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘টুর্নামেন্টকে সামনে রেখে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। কাল (বৃহস্পতিবার) সেই প্রস্তুতির ফাইনাল পরীক্ষা। যাতে পাস করতে চাই। অবশ্যই আমরা জিততে চাই। তবে এক পয়েন্ট নিতে পারলেও খুশি হবো।’ তিনি যোগ করেন, ‘লেবানন র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ৯৩ ধাপ এগিয়ে। আমরা তো চাইবোই তিন পয়েন্ট। তবে এটাও বুঝি কাজটা কঠিন হবে। লেবানন অনেক শক্তিশালী দল।’ লেবাননের বিপক্ষে পয়েন্ট পাওয়ার একটি সুযোগও দেখছেন জামাল ভূঁইয়া। তার কথায়,‘শেষ ১২ দিনে ওরা চারটা ম্যাচ খেলেছে। তাতে করে ওরা কিছুটা ক্লান্ত আছে। কারণ ১২ দিনে চারটা ম্যাচ খেলা মোটেই সহজ নয়। ওইখানে হয়তো আমাদের বাড়তি কিছুটা সুবিধা আদায় করে নিতে হবে। আমরা পুরোপুরি প্রস্তুত লেবানন ম্যাচের জন্য। মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে। আশাকরছি আমরা তা পারবো। দলের সবাই সুস্থ আছে। সবাই মুখিয়ে আছে প্রথম ম্যাচে ভালো ফুটবল খেলতে।’ লেবানন ম্যাচের আগে বুধবার শেষ মুহূর্তের অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। এদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ব্যাঙ্গালুরুর কারনাটাকা স্টেট ফুটবল অ্যাসোসিয়েশ স্টেডিয়ামে অনুশীলন সারেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। এদিকে বুধবার বিকালে উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপের দল শক্তিশালী কুয়েত ৩-১ গোলে নেপালকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পুকুর খনন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত -৭ বাড়ীঘর, মটরসাইকেল ভাংচুর, লুটপাট
খুলনার উন্নয়নে স্ট্র্যাকচার প্ল্যান তৈরি ও আন্তঃবিভাগীয় সমন্বয়ে গুরুত্বারোপ
‘এপোস্টিল’ পদ্ধতিতে সার্টিফিকেট সত্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় এবং ভোগান্তি কমবে
সদর থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ না করলে কেএমপি সদর দপ্তর ঘেরাও
অগ্রাধিকার ভিত্তিতে হাসিনার গণহত্যা মামলার দ্রুত তদন্ত চলছে
ফুলেল শুভেচ্ছায় সিক্ত পূর্বদিকের সহকারি সম্পাদক রেদোয়ান
বেক্সিমকোর শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত
কুয়েট পরিদর্শন করলেন বিআইটি, খুলনার প্রথম ডাইরেক্টর প্রফেসর এম এ হান্নান
তানজিদ ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি সাংবাদিকদের
বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
ফ্যাসিবাদ আর যেন না আসে সে শপথ ও অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছি : এ্যানি
শ্যামনগরে পাইপগান,ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক দুই
নির্বাচন নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির বৈঠক
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে সাইকেল র্যালি
আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত
চাঁদপুর মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮
ভিক্ষা না করার শপথ দিলেন ১৫ জন ভিক্ষুক