ইংলিশদের খরচ বাড়িয়ে দিয়েছে সউদী
০৫ জুলাই ২০২৩, ১০:৪৯ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ইউরোপিয়ান ফুটবলে দল বদলের বাজার বেশ জমে উঠেছে। এবারের গ্রীষ্মকালীন দল বদল বেশি আকর্ষণীয় হয়ে ওঠার কারণ সাউদী প্রো লিগ। বহু বড় তারকা ইতিমধ্যেই নাম লিখিয়েছেন এই লিগে। তবে ত্রিশোর্ধ্ব তারকার সংখ্যাই বেশি সেই দৌড়ে। অন্যদিকে ইউরোপ থেকে তরুণ তুর্কীরাও পা বাড়াচ্ছেন এই লিগে। মূলত অর্থনৈতিক দিকটাই তাদের আকর্ষণ করছে বেশি। অন্যদিকে ইউরোপের বড় দল গুলো যে একদম হাত গুটিয়ে বসে আছে তা নয়। তারাও ব্যস্ত আছে দল বদলের নানা সমীকরণ নিয়ে।
বেনজেমা, কান্তে, নেভেস ও কুলিবালির পর এবার প্রো লিগে নাম তুললেন রবার্তো ফিরমিনো। অথচ তাঁকে পাওয়ার দৌড়ে ছিল রিয়াল মাদ্রিদ ও বার্সালোনার মত ক্লাব গুলো। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আগামী তিন বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে খেলবেন। গত জুনের শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরায় ফিরমিনোর। ফলে ফ্রি এজেন্ট হয়েই আল-আহলিতে গেলেন এই ফরোয়ার্ড। গত সপ্তাহেই আরও একটি বড় নাম যোগ করেছে ক্লাবটি। চেলসি ছেড়ে সাউদীর এই ক্লাবে যোগ দিয়েছেন সেনেগাল গোলরক্ষক এডওয়ার্ড মঁদি।
ফিরমিনোর চুক্তি করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করে তাকে দলে টানার খবর নিশ্চিত করে আল-আহলি। সেখানেই এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘সবসময় বড় দলেই খেলেছি আমি, এখন আমি আল-আহলিতে।’ ব্রাজিলিয়ান ক্লাব ফিগেরেন্সি থেকে ২০১১ সালে জার্মান ক্লাব হফেনহাইমে যোগ দিয়ে চার মৌসুম খেলার পর ২০১৫ সালে লিভারপুলে যোগ দেন ফিরমিনো। ক্লাব ছাড়ার আগে ৮ বছরে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ সহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। ক্লাবের হয়ে গোল করেছেন ১১১টি।
অন্যদিকে এই মৌসুমে চেলসি যেন এক উদ্দেশ্যহীন জাহাজ। গত দুই মৌসুমে প্রায় ১ বিলিয়ন পাউন্ড খরচ করে কেনা ফুটবলারদের বেশিরভাগকেই নতুন মৌসুমের আগে ছেড়ে দিচ্ছে লন্ডনের ক্লাবটি। তাদের একের পর এক খেলোয়াড় বিক্রির তালিকায় এবার নাম উঠল ম্যাসন মাউন্টের। গুঞ্জন সত্য করে তিনি পাঁচ বছরের চুক্তিতে যোগ দিতে যাচ্ছেন ম্যানচেষ্টার ইউনাইটেডে। পরবর্তী সময়ে সেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
এর আগে মাউন্টের জন্য দেওয়া তিনটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল চেলসি। তবে চতুর্থ প্রস্তাবটিতে শেষ পর্যন্ত একমত হয়েছে ইংল্যান্ডের এ দুই পরাশক্তি। মাউন্টের জন্য ইউনাইটেডের খরচ হচ্ছে ৫৫ মিলয়ন পাউন্ড। এ ছাড়া চুক্তি অনুযায়ী পরবর্তী সময়ে সম্ভাব্য আরও ৫০ লাখ পাউন্ড পাওয়ার সুযোগও থাকছে চেলসির। বেতনের দিক থেকেও মাউন্ট বেশ সুবিধা পেতে যাচ্ছেন। চেলসিতে সপ্তাহে ২ লাখ পাউন্ড বেতন পাওয়া মাউন্টকে ইউনাইটেড দেবে ২ লাখ ৫০ হাজার পাউন্ড।
২৪ বছর বয়সী মাউন্ট চেলসির হয়ে ২৭৯ ম্যাচ খেলে ৫৮ গোলের পাশাপাশি সহায়তা করেছেন আরও ৫৩ গোলে। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগও জিতেছেন। এ ছাড়া স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে ২০২০-২১ এবং ২০২১-২২ মৌসুমের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন এই ইংলিশ তারকা। ইউনাইটেডে আলোচিত ৭ নম্বর জার্সিটিও পাচ্ছেন মাউন্ট। ক্রিস্টিয়ানো রোনালদো, জর্জ বেস্ট ও ডেভিড ব্যাকহামের মত তারকারা এই জার্সি পড়ে মাতিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ড।
লন্ডনের আরেক ক্লাব আর্সেনাল গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গিয়েও ব্যর্থ হয়। নতুন মৌসুমে আবারও শিরোপার দৌড়ে থাকার লক্ষ্যে এবার তারা তাদের ডেরায় টানতে যাচ্ছে ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইসকে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও শোনা যাচ্ছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই মিডফিল্ডারকে দলে টানাতে সম্মত হয়েছে লন্ডনের ক্লাবটি।
এই সপ্তাহেই আর্সেনালের যোগ দেওয়ার জন্য মেডিকেল সারতে অনুমতি দেওয়া হয়েছে ২৪ বছর বয়সী রাইসকে। চেলসি থেকে ওয়েস্ট হ্যামের একাডেমিতে যোগ দেওয়ার পর ২০১৬-১৭ মৌসুমে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় রাইসের। এরপর থেকে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪৫ ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ১৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি