মায়ামিতে বর্ণিল মেসিবরণ
১৭ জুলাই ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
জাকজমকপূর্ণ আয়োজনে লিওনেল মেসিকে বরণ করে নিল ইন্টার মায়ামি। দর্শকে ঠাসা স্টেডিয়ামে নতুন এই ঠিকানায় নিজের লক্ষ্য, পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে মায়ামির ঘরের মাঠে স্থানীয় সময় গতপরশু রাতে করা হয় মেসির স্বাগত অনুষ্ঠান। মাঝে বৃষ্টি নামলেও তাতে একটুও কমেনি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উন্মাদনা।
মাইকে নাম ঘোষণার পর আলো ঝলমলে আয়োজনে সবার মধ্যমণি হয়ে মঞ্চে হেঁটে আসেন টিশার্ট ও জিন্স পরিহিত মেসি। তখন তার হাতে ক্লাবের ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত দর্শকদের উদ্দেশে সংক্ষিপ্ত বার্তা দেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী, ‘আমার পরিবারকে নিয়ে এই শহরে এসে, এই প্রজেক্টের সঙ্গে নিজেকে জড়িয়ে আমি খুবই খুশি। এতে কোনো সন্দেহ নেই, আমরা এটি অনেক উপভোগ করতে চলেছি। আমরা ভালো সময় কাটাতে চলেছি এবং দারুণ সব জিনিস হতে চলেছে। সবাইকে ধন্যবাদ, এই দিনের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
মায়ামির হয়ে কাজটি সহজ হবে না মেসির জন্য। সবশেষ ১১ ম্যাচে জয় নেই ক্লাবটির। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তলানিতে পড়ে রয়েছে তারা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য মাঠে নামার তর সইছে না ক্লাবটির নতুন তারকার, ‘মাঠে নামার জন্য অনুশীলন শুরু করার অপেক্ষা সইছে না। সবসময় প্রতিদ্ব›িদ্বতার যে তাড়না আমার ছিল, ঠিক তেমনই অনুভব করছি। জিততে ও মায়ামিকে সামনে এগিয়ে নিতে একই তাড়না অনুভব করছি।’ মেসির এই বার্তার পর বড় পর্দায় তার জন্য পাঠানো অসংখ্য শুভকামনা বার্তা দেখানো হয়। যেখানে এনএফএলের সাবেক কোয়ার্টার ব্যাক টম ব্র্যাডি, এনবিএ খেলোয়াড় স্টিফেন কারিরাও ছিলেন। এরপর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে মাঠে নামেন মেসি। যেখানে তাদের ক্যামেরাবন্দী করতে ব্যস্ত সময় পার করেন ফটোগ্রাফাররা।
আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করেছে মায়ামি। লিগস কাপে শুক্রবার মেক্সিকোর ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন ক্লাবে অভিষেক হতে পারে মেসির। বিশ্ব ফুটবলের সেরা তারকাদের একজনকে পেয়ে এটিকে ক্লাবের জন্য পরবর্তী অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক তারকা ফুটবলার ও মায়ামির মালিকপক্ষের একজন ডেভিড বেকহ্যাম, ‘আপনাদের সবার মতো আমিও লিওকে আমাদের জার্সিতে মাঠে দেখার অধীর অপেক্ষায় আছি। সুধী, আমাদের যাত্রার পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে এখান থেকে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন মানুষ
‘সচিবালয়ের ন্যায় দেশটাও কি অরক্ষিত?’
কসবায় ৪ হাজার টাকার মোবাইল ফোনসেটের জন্য অটোচালক খুন
পরশুরামে মুহুরী নদীতে পানির পাম্প বসাতে দিচ্ছে না বিএসএফ
বগুড়া কারাগারে হার্ট এ্যাটাকে আওয়ামী লীগ নেতাদের সিরিয়াল মৃত্যু নানামুখি প্রশ্ন
যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে: এবিএম মোশাররফ
সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে: সারজিস আলম
শীর্ষ ফুটবলে নিজেকে আরও কয়েক বছর দেখেন ফন ডাইক
কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আরেক শিশু নিখোঁজ
কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মসূচি অনুষ্ঠিত
মির্জাপুরে বনের ভেতর গড়ে উঠা ৯টি ঘর উচ্ছেদ
সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকার ও গোয়েন্দা সংস্থা দায় এড়াতে পারেনা - এবি পার্টি
পথশিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী
কুলাউড়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন
ইসলামিক ফাউন্ডেশনের ডিজির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে নিহত এক তরুন : বিজিবির প্রতিবাদ
যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের বিচার হওয়া উচিত: বদিউল আলম মজুমদার
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন