হ্যাংজু এশিয়ান গেমসের নারী ফুটবল দলে সুমাইয়া
১৮ জুলাই ২০২৩, ০৯:১৩ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
চীনের হ্যাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ১৯তম আসরের খেলা। যদিও ১৯ সেপ্টেম্বর ফুটবলের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে এই গেমস। এশিয়ান গেমসের ফুটবলে এবার বাংলাদেশ পুরুষ দলের পাশাপাশি নারীরাও অংশ নিচ্ছে। এই গেমসকে সামনে রেখে আগের দিন পুরুষ অলিম্পিক দল ঘোষণা হওয়ার পর মঙ্গলবার ২২ সদস্যের নারী দলও ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় নারী দলের প্রায় সব খেলোয়াড়ই এশিয়াডের স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে এই দলে প্রথমবারের মতো যুক্ত হলেন জাপানি বংশোদ্ভুত বাংলাদেশি ফরোয়ার্ড সুমাইয়া মাতসুশিমা। বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথমবারের মতো খেলছে।
এশিয়ান গেমসে নারী দল: গোলরক্ষক- রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মন্ডল। রক্ষণভাগ- নিলুফা ইয়াসমিন নীলা, শিউলি আজিম, আনাই মোগিনী, শামসুন্নাহার (সিনিয়র), মাসুরা পারভীন, আফিদা খন্দকার, সুরমা জান্নাত। মধ্যমাঠ- রিতুপর্ণা চাকমা,শামসুন্নাহার (জুনিয়র),স্বপ্না রানী, মনিকা চাকমা, মারিয়া মান্ডা এবং আক্রমণভাগ- মার্জিয়া, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সাবিনা খাতুন, শাহিদা আক্তার রিপা ও সুমাইয়া মাতসুশিমা।
এদিকে হ্যাংজু এশিয়ান গেমসের জন্য সোমবার ২২ সদস্যের পুরুষ অলিম্পিক দল ঘোষণা করে বাফুফে। বরাবরই এশিয়ান গেমস ফুটবলে খেলে থাকে অলিম্পিক দল (অনূর্ধ্ব-২৩)। তবে সিনিয়র কোটায় অংশ নিতে পারেন তিনজন। এবার হ্যাংজু এশিয়ান গেমসের দলে সিনিয়র কোটায় জায়গা পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মিডফিল্ডার জামাল ভূঁইয়া, শেখ রাসেলের ফরোয়ার্ড মো. ইব্রাহিম ও মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা থাকার কারণে এশিয়ান গেমসের দলে কোনো খেলোয়াড় ছাড়েনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গত এশিয়ান গেমসে জামাল ভূঁইয়ার গোলে কাতারকে হারিয়ে প্রথমবারের মতো গ্রুপ পর্ব টপকে দ্বিতীয় পর্বে উঠেছিল বাংলাদেশ। তবে এবার এশিয়ান গেমসের ডিসিপ্লিন নির্ধারণের সময় পুরুষ ফুটবল দলকে বাদ দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এ নিয়ে বিওএ কঠিন সমালোচনার মুখে পড়লে পরে পুরুষ দলকে অন্তর্ভূক্ত করে তারা।
এশিয়ান গেমসে পুরুষ দল: গোলরক্ষক- মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবন, পাপ্পু হোসেন। রক্ষণভাগ- ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, আতিকুজ্জামান, রাজিব হোসেন, শাহিন আহমেদ। মধ্যমাঠ- আবু সাইদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল ভূঁইয়া। আক্রমণভাগ- রবিউল হাসান, মো. ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, পিয়াশ আহমেদ নোভা, সারোয়ার জামান নিপু ও জাফর ইকবাল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘সচিবালয়ের ন্যায় দেশটাও কি অরক্ষিত?’
কসবায় ৪ হাজার টাকার মোবাইল ফোনসেটের জন্য অটোচালক খুন
পরশুরামে মুহুরী নদীতে পানির পাম্প বসাতে দিচ্ছে না বিএসএফ
বগুড়া কারাগারে হার্ট এ্যাটাকে আওয়ামী লীগ নেতাদের সিরিয়াল মৃত্যু নানামুখি প্রশ্ন
যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে: এবিএম মোশাররফ
সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে: সারজিস আলম
শীর্ষ ফুটবলে নিজেকে আরও কয়েক বছর দেখেন ফন ডাইক
কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আরেক শিশু নিখোঁজ
কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মসূচি অনুষ্ঠিত
মির্জাপুরে বনের ভেতর গড়ে উঠা ৯টি ঘর উচ্ছেদ
সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকার ও গোয়েন্দা সংস্থা দায় এড়াতে পারেনা - এবি পার্টি
পথশিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী
কুলাউড়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন
ইসলামিক ফাউন্ডেশনের ডিজির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে নিহত এক তরুন : বিজিবির প্রতিবাদ
যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের বিচার হওয়া উচিত: বদিউল আলম মজুমদার
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার