মৌসুমের প্রথম ম্যাচেই 'গোলমেশিন' হল্যান্ডের জোড়া গোল,জয়ে শুরু সিটির
১২ আগস্ট ২০২৩, ০৫:০৬ এএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ০৫:২৪ এএম
ম্যানচেস্টার সিটি ৩ : ০ বার্নলি
গোল করাটাকে যেন এক সহজাত অভ্যাস বানিয়ে ফেলেছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড এরলিং হল্যান্ড।ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে নিখুঁতভাবে প্রতিপক্ষের জালে বড় জড়ানোর কাজটা বর্তমান ফুটবল বিশ্বে তার থেকে ভালো আর কেউ করতে পারেন বলে মনে হয়না। শুক্রবার রাতে প্রিমিয়ার লীগে নতুন মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও বার্নলি।
ম্যাচের বয়স তখন সবেমাত্র চার মিনিট।ডি ব্রুইনার ক্রসে ডি-বক্সে বল পান রদ্রি।স্প্যানিশ এই মিডফিল্ডার বল বাড়ান হল্যান্ডের দিকে।সেটি ছিল ম্যাচে হল্যান্ডের প্রথম বল স্পর্শ, আর সেটিকেকেই পরিণতি দিলেন গোলে! পরে গোল করেছেন আরও একটি।তার জোড়া গোলে ভর করে বড় জয়ে নতুন মৌসুম শুরু করেছে সিটি। বার্নলিকে তাদের মাঠেই ৩-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল।দলের হয়ে অন্য গোলটি করেছেন রদ্রি।
সিটির হয়ে গত মৌসুমে নিজের অভিষেকটা হল্যান্ড স্মরণীয় করে রেখেছিলেন অবিশ্বাস্য সব অর্জনে।রেকর্ড ৩৬ গোল করে নতুন করে লিখেছেন প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের ইতিহাস। গত মৌসুম যেখানে শেষ করেছিলেন নতুন মৌসুমটা যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন এই নরওয়েজিয়ান তারকা।
ম্যাচের শুরুতে দলকে লিড এনে দেওয়া হল্যান্ড ৩৬ মিনিটে ব্যবধান দিগুণ করেন। বক্সের মধ্যে আলভারেজের বাড়ানো বল লক্ষ্যের দিকে না তাকিয়েই শট নেন হল্যান্ড।বল ক্রসবার ছুঁয়ে পেয়ে যায় জালের ঠিকানা।
প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে লিড নেওয়া আগের ৫৩ ম্যাচের কোনটিতেই হারেনি সিটি। গতকালও এর ব্যতিক্রম হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে ফোডেনের ফ্রি কিক থেকে রদ্রির করা গোলে বড় জয় নিশ্চিত হয় স্কাই ব্লুজদের।
তবে ম্যাচের স্কোরকার্ড যতটা একপেশে দেখাচ্ছে বার্নলি অবশ্য মাঠে ততটা সহজভাবে হার মানেনি।
শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকটি দারুণ আক্রমণ সাজিয়েছিল স্বাগতিকেরা। তবে কখনো ফরোয়ারর্ডেরা তালগোল পাকানোয় আবার কখনো সিটি রক্ষণে আটকে যায় সে সব প্রচেষ্টা।
সিটির জয়ের এ আনন্দে অবশ্য কিছুটা বিষাদ নেমে এসেছে মাঠে পাওয়া ডি ব্রুইনার ইনজুরিতে।২৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে যান ডি ব্রুইনা, বদলি হিসেবে সিটির হয়ে অভিষেক ঘটে মাতেও কোভাচিচের। ইনজুরি কতটা গুরুতর এখনো বোঝা না গলেও ধারণা করা হচ্ছে বেশ কয়েক ম্যাচ মাঠের বাইরে থাকতে পারেন সিটির এই তারকা মিডফিল্ডার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইতালির পররাষ্ট্রমন্ত্রী এএফডির সঙ্গে সম্পর্ক রাখতে চান না
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল