মেসিদের ফাইনালের টিকিট ১৩ লাখ টাকা!
১৯ আগস্ট ২০২৩, ১১:১৭ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
২০১৮ সালে প্রতিষ্ঠার পর ইন্টার মায়ামির ট্রফি জয়ের সম্ভাবনা কখনোই ৪১ শতাংশের ওপরে ওঠেনি। সেই মায়ামি এখন নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে। এবার তাদের সম্ভাবনা এতটাই জোরাল যে না জিতলেই বরং সেটাকে অপ্রত্যাশিত মনে হবে। যাঁর ছোঁয়ায় ইন্টার মায়ামির এই বাঁকবদল, তিনি লিওনেল মেসি। মায়ামিতে মেসির শুরুটা স্বপ্নের চেয়ে সুন্দর হয়েছে। তিনি আসার আগে যে দলটা সর্বশেষ ১০ ম্যাচে মাত্র ১টি জিতেছিল, সেই দলই তার ভেলায় চড়ে টানা ৬ ম্যাচ জিতে পৌঁছে গেছে লিগস কাপে ফাইনালে। আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মায়ামির প্রতিপক্ষ নাশভিল। এতক্ষণে হয়তো জেনেও গেছে কি ঘটেছে ম্যাচের ভাগ্যে। তবে তার আগে একটি তথ্য চোখ কপালে তুলে দিতে বাধ্য!
একে তো মায়ামির প্রথম ফাইনাল, তার ওপর মেসির আকাশচুম্বী জনপ্রিয়তা- সব মিলিয়ে ফাইনালের টিকিটের দামও আকাশ ছুঁয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম ৪৬০ ডলার (৫০ হাজার টাকা)। আর সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম রাখা হয়েছে ১১ হাজার ৯০০ ডলার (১৩ লাখ টাকার কিছু বেশি)। সবচেয়ে দামি টিকিটের আসনটা মেসিদের ডাগআউটের ঠিক পেছনেই। ফাইনাল নাশভিলের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে। নাশভিলের সব ম্যাচেরই টিকিট অনলাইনে বিক্রি করছে টিকিট বিক্রয় ও বিতরণ কোম্পানি টিকিটমাস্টার ইন্টারটেইনমেন্ট।
তাদের ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, ফাইনালের একেকটা টিকিটের ‘আগুন’ দাম। এ মাঠে নাশভিলের পরে ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর শার্লটের বিপক্ষে। অথচ সেই ম্যাচের সবচেয়ে দামি টিকিটের দাম অনেক কম- ৩৩৫ ডলার (৪১ হাজার টাকা)। ‘মেসি-ইফেক্ট’-এর কারণেই যে টিকিটের দাম তরতরিয়ে বেড়েছে, সেটা না বললেও চলছে।
জিওডিস পার্ক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩০ হাজার। সব টিকিট কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে। তবু একটা টিকিটের আশায় বহু মানুষ বিক্রেতা প্রতিষ্ঠানে ফোন করছেন। মায়ামি থেকে আসা অনেকে নাশভিল সমর্থকদের কাছ থেকে আরও বাড়তি দামে টিকিট কিনছেন।
মেসিদের অ্যাওয়ে ম্যাচে টিকিটের এমন চাহিদা এটাই প্রথম নয়, ৬ আগস্ট ডালাসের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচের টিকিট মাত্র ১০ মিনিটে শেষ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ফুটবলে সেটাই ছিল প্রতিপক্ষের মাঠে মেসির প্রথম ম্যাচ। বিপুল লাভের আশায় প্রতিপক্ষের সমর্থকেরা অবলীলায় নিজেদের টিকিট মায়ামির সমর্থক ও মেসির ভক্তদের কাছে বিক্রি করেছেন। গত মঙ্গলবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সেমিফাইনালের আগেও এমনটা দেখা গেছে। ফিলাডেলফিয়া কোচ জিম কার্টিন সমর্থকদের কাছে টিকিট বিক্রি না করার আকুতি জানালেও লাভ হয়নি। নাশভিলের সমর্থকেরাও একই কাজ করে চলেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য
সিংগাইরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুস সালাম আর নেই
ভারতের আগরতলায় ফিরলেন সহকারি হাই কমিশনার
ফের মার্কিন যুদ্ধজাহাজে হামলা হুথিদের
শ্যামনগরে গম খেতে ইটভাটার পড়ে থাকা বিদ্যুতের তার জড়িয়ে কৃষকের মৃত্যু
জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা
হরিরামপুরে বিশৃঙ্খলার দায়ে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক
ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র
চিলমারীতে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতবিনিময়
রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব
পাকিস্তানে বাসা থেকে উদ্ধার জার্মান কূটনীতিবিদের রক্তাক্ত দেহ
কালিয়াকৈরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সারাফতের পরিবারসহ ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ
গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরন
খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জি এম কাদের
আট বিভাগে একযোগে শুরু হবে জুলাই বিপ্লবের সিনেমা নির্মান
আট বিভাগে একযোগে শুরু হবে জুলাই বিপ্লবের সিনেমা নির্মাণ
সিংগাইরে গৃহবধূর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে আলোচিত সাব্বির হত্যা মামলায় জাকির খানসহ সকল আসামি খালাস
সরকারি গাছ চুরির অভিযোগে সদরপুরের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেফতার