ক্লোজডোর অনুশীলনে ক্যাবরেরার খেলোয়াড় পরখ!
২৩ আগস্ট ২০২৩, ০৮:৫০ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১১:৪৪ পিএম
আসন্ন হ্যাংজু এশিয়ান গেমসের আগে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচ দু’টি। এ দুই ম্যাচ দিয়েই কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেক ঘটবে। আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে জাতীয় দলের ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের এই প্রাথমিক স্কোয়াডে আছেন হ্যাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ অলিম্পিক দলের (অনূর্ধ্ব-২৩ দল) কয়েকজন খেলোয়াড়ও। ঘোষিত প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের নিয়েই বসুন্ধরা কিংস অ্যারেনায় গত সোমবার অনুশীলন শুরু করেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে এই অনুশীলনে অনুপস্থিত আছেন এএফসি চ্যাম্পিয়নশিপ লিগ এবং এএফসি কাপে অংশ নেয়া ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনী লিমিটেডের ফুটবলাররা। বসুন্ধরার খেলোয়াড় যারা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে আছেন তারা ক্যাম্পে যোগ দেবেন শুক্রবার। আর ঢাকা আবাহনীর ফুটবলাররা ২৭ আগস্ট উঠবেন জাতীয় দলের ক্যাম্পে। অবশ্য এর আগের দিনই প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে আফগানিস্তান ফুটবল দল।
বসুন্ধরা ও আবাহনীর খেলোয়াড় বাদে যাদেরকে নিয়ে মাঠের অনুশীলনে ব্যস্ত কোচ ক্যাবরেরা, তাদেরকে গত দুইদিন পরখ করেছেন তিনি। বুধবার দলকে ক্লোজডোরে অনুশীলন করান হ্যাভিয়ের ক্যাবরেরা। অনুশীলনের পর তিনি বলেন, ‘মাঠের অনুশীলনে আমি নতুন খেলোয়াড়দের বিশেষ করে যারা এশিয়ান গেমসে খেলবে তাদের পরখ করে নেয়ার চেষ্টা করেছি। ক্লোজডোর অনুশীলন ভালো ছিল, সবাই খুব ইতিবাচক, ছেলেরা ভালো ছন্দে ছিল। কেউ কেউ বেশ কিছুদিন ধরে খেলার বাইরে ছিল, তাই তাদের জন্য প্রথম দিনের অনুশীলন কিছুটা কঠিন হয়েছে। তবে সবকিছু ইতিবাচক রয়েছে।’
জানা গেছে, ৩২ জনের প্রাথমিক স্কোয়াড থেকে মূল দলে জায়গা করে নেয়াটা একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য। যেখানে দলে অনেক অভিজ্ঞ ফুটবলার রয়েছেন, সেখানে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে হলে অনুশীলনে সবাইকে নিজের সেরাটাই দিতে হবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে বিধায় এখানেই শেষ মুহূর্ত পর্যন্ত অনুশীলন করবেন জাতীয় দলের ফুটবলাররা। অতিথি আফগানিস্তান দল ঢাকায় এসে একই ভেন্যুতে অনুশীলন করবে বলে জানিয়েছে বাফুফে। রাজধানীর হোটেল রিজেন্সিতে ক্যাম্প করছেন লাল-সবুজের ফুটবলাররা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুলনায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার
স্বৈরাচারী হাসিনার নির্ঘুমের কারণও ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ
নওয়াজ কন্যা মরিয়মকে নিয়ে তোলপাড় পাকিস্তান
হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি : পররাষ্ট্র উপদেষ্টা বললেন, আমাদের কী করার আছে?
বগুড়ায় স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির সাক্ষীকে অপহরণের চেষ্টা
রাণীশংকৈলে ইত্যাদি অনুষ্ঠানে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ, আগামীকাল ইত্যাদি
রাজশাহীতে সাতদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরন
স্বাস্থ্যখাতের দক্ষতা বাড়ানো ও দুর্নীতি দূর করতে আলোচনার সুযোগ রয়েছে- এম এম রেজা
কুয়েত সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
প্রথমবারের মতো ব্রাজিলে হতে যাচ্ছে 'মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫’
সীমান্তে বেড়া নির্মাণে কঠোর অবস্থানে বিজিবি
সিএনজি ও বাসস্ট্যান্ডে এখনও চাঁদাবাজি হচ্ছে: সারজিস
তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া
সাত দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল
রাজধানীতে শুরু হলো চার দিনব্যাপী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রদর্শনী
সরকারের কোন উদ্যোগ না থাকায় বিস্ময় প্রকাশ করে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
জন্মদিনে স্ত্রীর নগ্ন ছবি ভাইরাল করলেন মার্কিন র্যাপার
ইবির কেন্দ্রীয় লাইব্রেরি ছুটির দিনেও খোলা থাকছে
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া