আবারও রিয়ালের জয়ের নায়ক বেলিংহ্যাম
২৬ আগস্ট ২০২৩, ০৬:৩৯ এএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ০৬:৩৯ এএম
চলতি মৌসুমে দলবদলের বাজারে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপেকে না পাওয়ার হতাশা একাই ভুলিয়ে দিচ্ছেন জুড বেলিংহ্যাম।বুরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০০ মিলিয়নেরও বেশি ইউরো খরচায় তাকে কিনেছিল রিয়াল। তার পেছনে এত টাকা ঢালার সিদ্ধান্ত যে রিয়ালের ভুল ছিল না সেটি প্রমাণে খুব বেশি সময় নেননি বেলিংহ্যাম। একের পর এক গোল করে ক্লাবটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হতে চলেছেন ২০ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। ইতিমধ্যেই রিয়ালকে জিতিয়েছেন ম্যাচ।
শুক্রবার রাতে ফের তার গোলেই জিতেছে রিয়াল মাদ্রিদ।সেল্টা ভিগোর বিপক্ষে লস ব্লাংকোসরা জিতেছে ১-০ ব্যবধানে।অফসাইডে গোল বাতিল, পেনাল্টিতে রদ্রিগোর ব্যর্থতার পর দলের জয়সূচক গোলটি আসে বেলিংহ্যামের পা থেকে।
ঘরের মাঠে অবশ্য শুরুতেই এগিয়ে যেতে পারতো সেল্টা ভিগো। তৃতীয় মিনিটে রিয়ালে জালে বল পাঠালেও গোলের বিল্ড আপে অভিষিক্ত গোলরক্ষক কেপা আরিসাবালাগাকে ফাউল করেছিলেন স্বাগতিক ফরোয়ার্ড ইয়োর্গেন লারসেন।ফলে অফসাইডে বাতিল হয় গোল।প্রথমার্ধে বল জালে পাঠায় রিয়াল মাদ্রিদও। ৪৩ মিনিটে বেলিংহামের কাছ থেকে বল পেয়ে সেল্তা গোলরক্ষক ভিলারকে ফাঁকি দিয়ে জালে পাঠান জোসেলু। তবে অফসাইডে থাকায় এটি গোল হয়নি। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
৬৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হারায় রিয়াল।বল নিয়ে বক্সে ঢুকে পড়া রদ্রিগো ডি বক্সে ফাউলের শিকার হলে দ পেনাল্টি পায় রিয়াল।তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন রদ্রিগো।
পেনাল্টি রুখে দেয়ার পর আত্মবিশ্বাসী সেল্টা আক্রমণের ধার বাড়ায়। এর পরবর্তী ১০ মিনিটে একাধিক সুযোগ তৈরি করলেও অবশ্য গোল পাইনি স্বাগতিকেরা।
ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচে ৮১ মিনিটে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। টনি ক্রুসের কর্নার জোসেলু হেডে গোলমুখে বাড়ালে পেয়ে যান বেলিংহ্যাম। দারুণ এক হেডে বল জালে জড়ান ডর্টমুন্ড থেকে আসা এই মিডফিল্ডার।এ নিয়ে চলতি লা লিগায় ৩ ম্যাচে চার গোল করেছেন এই তরুণ মিডফিল্ডার।
বাকি সময়ে সমতা ফেরানোর তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি সেল্টা।রিয়ালও পারেনি ব্যবধান বাড়িয়ে নিতে।
টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কার্লো আনচেলেত্তির দল। ৬ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে রায়ো ভাইয়েকানো ও ভ্যালেন্সিয়া।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
২০-২৪ জানুয়ারি চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
নাচোলে সিসিডিবির শীতবস্ত্র বিতরণ
হিজাব পরতে বলায় ধর্মীয় নেতার পাগড়ি খুলে মাথায় পরলেন এক মহিলা
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে
ভিনিসিউসের প্রতি অন্যায় করা হয়েছে: আনচেলত্তি
অন্তবর্তী সরকারও পতিত হাসিনার মতো কাজ করছেঃ-বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান
কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে ‘ইন্ডিয়া’ জোট বিলুপ্তির পরামর্শ ওমর আবদুল্লার
স্টারমারের হয়ে প্রচারের অভিযোগ হাসিনা ও তার দলের বিরুদ্ধে, ফাঁসছেন টিউলিপ
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জলেস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নোরা!
ভোলায় কোস্টগার্ড কর্তৃক প্রধান শিক্ষক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ
সউদী আরব গমনেচ্ছু চালকদের দক্ষতা যাচাই করবে বিআরটিসি
পুতিন নয়, ইউক্রেনে যুদ্ধের জন্য কাকে দায়ী করলেন ট্রাম্প?
ভারত কী উদ্বাস্তু হিসেবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে : প্রশ্ন রিজভীর
হাসিনাকে ফেরাতে চিঠি: দিল্লির উত্তর না এলে পাঠানো হবে তাগিদপত্র
শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের অবিশ্বাস্য জয়ের নায়ক সোহান
শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস
শরীয়তপুরে জাজিরা থানার ওসির অস্বাভাবিক মৃত্যু
গোয়ালন্দে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঈশ্বরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
যুক্তরাষ্ট্রে দাবানলের কবলে অভিনেত্রী নোরা ফাতেহি