ইয়ামালের ইতিহাসে বার্সার রোমাঞ্চ জয়
২৮ আগস্ট ২০২৩, ১১:১৭ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ১১:৩১ পিএম
ম্যাচের বয়স ১৫ মিনিট হতে না হতেই বার্সেলোনা এগিয়ে ২-০ গোলে। প্রথমার্ধেই সমতা ফেরানো স্বাগতিক ভিয়ারিয়াল এগিয়ে গেল ৫০ মিনিটে। লা লিগার নতুন মৌসুমের তৃতীয় ম্যাচেই কি প্রথম হারের দেখা পেয়ে যাবে বার্সেলোনা-নিশ্চিত এমন শঙ্কায় পেয়ে বসেছিল দলটির সমর্থকদের। তকে সব শঙ্কা-টঙ্কা উড়িয়ে সেই বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছে ৪-৩ গোলে। গোল না পেলেও যে জয়ে বড় অবদান ১৬ বছর বয়সী লামিনে ইয়ামালের।
৩ মিনিটের এক ঝড় এবারের লিগে দ্বিতীয় জয় এনে দিয়েছে হেতাফের সঙ্গে ড্র করে মৌসুম শুরু করা বার্সাকে। ৬৮ মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সা। বদলি হিসেবে মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই গোল করেছেন তোরেস। তারই নেওয়া এক শট ভিয়ারিয়ালের এক ডিফেন্ডারের শরীরে বাধা পেয়ে আবার তার কাছেই ফেরে। পেনাল্টি স্পটের কাছে থেকে এবার গোল করতে খুব একটা কষ্ট করতে হয়নি তোরেসকে। জাভির সময়ে বদলি হিসেবে নেমে লা লিগায় এটি তোরেসের চতুর্থ গোল।
৩ মিনিট পর ব্যবধানটা ৪-৩ করেন রবার্ট লেভান্দোস্কি। তবে একটুর জন্যই সেটি লামিনে ইয়ামালের নামে লেখা হয়নি। বার্সার ১৬ বছর বয়সী ফরোয়ার্ডের ডান দিক দিয়ে ভিয়ারিয়ালের পেনাল্টি বক্সে ঢুকে বাঁ পায়ে নেওয়া নিচু শটটি পোস্টে লেগে চলে যায় ফাঁকায় দাঁড়ানো লেভার কাছে। পোলিশ স্ট্রাইকারকে শুধু বলে পা ছোঁয়াতে হয়েছে।
বার্সার প্রথম গোলের উৎসও ছিলেন ইয়ামাল। ১২ মিনিটে তার ক্রসেই হেড করে গোল করেন গাভি। এই ক্রসটা ইয়ামালকে বলার মতো এক রেকর্ডও এনে দিয়েছে। একুশ শতকে লা লিগায় ইয়ামালের চেয়ে কম বয়সে কোনো খেলোয়াড় অ্যাসিস্ট করতে পারেননি। ১৬ বছর ৪৫ দিন বয়সী ইয়ামাল পেছনে ফেলেছেন সতীর্থ আনসু ফাতির রেকর্ড। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১৬ বছর ৩১৮ দিন বয়সে সতীর্থকে দিয়ে গোল করিয়েছিলেন ফাতি।
তৃতীয় ও চতুর্থ গোলের মতো বার্সার প্রথম ও দ্বিতীয় গোলের ব্যবধানও ৩ মিনিটের। ১২ মিনিটে এগিয়ে যাওয়ার পর ১৫ মিনিটে চমৎকার এক দলীয় প্রচেষ্টায় বার্সাকে দ্বিতীয় গোল এনে দেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এরপর হুয়ান ফয়েথ, আলেকজান্ডার সরলথ ও অ্যালেক্স বায়েনার গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। কিন্তু ইয়ামাল নামের এক কিশোরের কাছে হার মেনেই লা লিগায় বার্সার কাছে ২৮ তম হারের স্বাদ পেল ভিয়ারিয়াল। তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে বার্সা এখন পয়েন্ট তালিকার তিনে। ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।
এদিকে, ম্যাচ শুরুর আগে টিভি ক্যামেরা খুঁজে নিল ইয়ুর্গেন ক্লপকে। তখনই পর্দায় ভেসে উঠল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লপের রেকর্ড- জয় ৯, ড্র ৪, হার ১। একমাত্র হারটাও সেই ২০১৫ সালে প্রথম দেখায়। কিন্তু পরিসংখ্যান তো আর সবসময় বর্তমান চিত্র ফুটিয়ে তোলে না। নিউক্যাসল যে এখন বদলে যাওয়া এক দল! গতপরশু লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে ৮ বছর আগের স্মৃতি প্রায় ফিরিয়েই এনেছিল নিউক্যাসল। ১০ জনের লিভারপুলের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্তও এগিয়ে ছিল ১-০ ব্যবধানে।
এরপর যা হলো, সেটা নিউক্যাসলের সাজানো বাগান তছনছ হওয়ার মতো। বদলি নামার চার মিনিটের মধ্যে গোল করে সমতা ফেরালেন দারউইন নুনিয়েজ। যোগ করা সময়ে করলেন আরেক গোল। উরুগুইয়ান ফরোয়ার্ডের নৈপুণ্যে ম্যাচটা একরকম নিউক্যাসলের হাতের মুঠো থেকে ছিনিয়ে নিল লিভারপুল, জিতল ২-১ ব্যবধানে। লিগে নিউক্যাসলের বিপক্ষে এ নিয়ে টানা ৫ জয় পেল ইয়ুর্গেন ক্লপের দল। এদিনের রোমাঞ্চকর জয়ে ৭ পয়েন্ট নিয়ে উঠে এল তালিকার শীর্ষ চারে। ৩ পয়েন্টেই আটকে থেকে নিউক্যাসল নেমে গেল ১৩ নম্বরে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নেত্রকোনায় দুর্বৃত্তদের কোপে পুলিশের এস আই খুন
তারকে রহমানের ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতে সৈয়দপুরে তাঁতী দলের লিফলেট বিতরণ
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
সৈয়দপুরে আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান সত্বেও স্থাপনা নির্মাণ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় ভাইটকান্দি ও ফুলপুর বিজয়ী
লালমোহন পৌরসভায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও শাহ আজিজ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
ঢাকাকে টানা পঞ্চম হারের স্বাদ দিল চট্টগ্রাম
লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ নারী আটক
সিংগাইরে ভূয়া পুলিশ গ্রেফতার ১
ডিবির অভিযানে মলম পার্টির ৫ সদস্য আটক
সাভারের বাইতুল মকবুল জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
‘শেখ হাসিনা এই দেশে আর ক্ষমতায় আসতে পারবে না’
সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: কর্ণেল সাইফুল ইসলাম
থানা থেকে পালালেন গ্রেফতার হওয়া সাবেক ওসি
সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ৫শ’ হজ কোটা বহাল রাখার দাবি
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার
নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২ জন আটক
লেবাননের নতুন প্রেসিডেন্ট কে এই জোসেফ আউন?
ময়মনসিংহে বাইক রাইডার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই