জয় পেতেই মাঠে নামবে দু’দল
০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
বিশ্বকাপ বাছাই পর্বে মালদ্বীপের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায়। যার প্রথমটি রোববার মাঠে গড়াবে। কিংস অ্যারেনায় বিকাল ৫টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম প্রীতি ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে শনিবার ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক শহিদুল আলম সোহেলের। এছাড়া সর্বশেষ ব্যাঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে খেলে আসা দল থেকে বাদ পড়েছেন ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর মোল্লা, মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান ও মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব। আর তরুণ ফরোয়ার্ড রফিকুল ইসলাম অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবেন বলে তাকে দলে রাখেননি কোচ ক্যাবরেরা। তবে জাতীয় দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের লেফটব্যাক রিমন হোসেন ও রাইটব্যাক সাদউদ্দিন এবং ফরোয়ার্ড মতিন মিয়া। এই তিনজনই সর্বশেষ সাফ চ্যাম্পিয়রনশিপের দলে ছিলেন না চোটের কারণে। মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হাসান ও শেখ রাসেলের ফরোয়ার্ড দীপক রায় প্রথমবারের মতো চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন।
এদিকে প্রথম প্রীতি ম্যাচ উপলক্ষ্যে শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও আফগানিস্তান দু’দলই জানায় তারা ম্যাচ জিততেই মাঠে নামবে। রোববার যখন ঢাকায় বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচ শুরু হবে, ঠিক তখনই পাকিস্তানের লাহোরে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের মাহা গুরুত্বপূর্ণ মাচে টাইগাররা খেলবে আফগানদের বিপক্ষে। তাই তো বাংলাদেশ ও আফগানিস্তান ফুটবল দলের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উঠে এসেছে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ প্রসঙ্গও। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রিকেট দলের জন্য শুভকামনা। আশা করি তারা জিতবে। একই সাথে আশা করি, যারা ক্রীড়াপ্রেমী আছেন, তারা আমাদের ফুটবল ম্যাচও দেখবেন।’ একই দিনে ফুটবল ও ক্রিকেটে লাল-সবুজরা জিতলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য দারুণ এক খবর হবে। এই প্রসঙ্গে জামাল বলেন, ‘যদি দুই ম্যাচেই বাংলাদেশ জিতে, তাহলে আমাদের দেশের জন্য ভালো একটা দিন হবে। তখন মানুষ মনে রাখবে ক্রিকেট দল জিতেছে, ফুটবল দলও জিতেছে। কিন্তু দিন শেষে ব্যাপারগুলো জয়ের সঙ্গে সম্পর্কিত। আমি আশা করি, দুই জায়গাতেই বাংলাদেশ জিতবে।’
দুই ফিফা প্রীতি মাচের প্রথমটিতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল ভূঁইয়া, ‘ব্যাঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে আমরা যে পারফরম্যান্স করেছি, প্রীতি ম্যাচেও সেই ধারা ধরে রাখার লক্ষ্য আমাদের। যদি সাফের পারফরম্যান্স ধরে রাখতে পারি, তাহলে আগামীকাল (রোববার) আমরা ভালো একটা ম্যাচ খেলব এবং আমরাই জিতব।’
ম্যাচে জেতার আশা করলেও প্রতিপক্ষ আফগানিস্তানকে যথেষ্ট সমীহ করেছেন জামাল। তার কথায়,‘আফগানিস্তানের অধিকাংশ খেলোয়াড় ইউরোপে ফুটবল খেলে থাকে। কিছু খেলোয়াড় খেলে ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। আমাদের ঘরোয়া লিগেও আফগানিস্তানের ফুটবল খেলে। আমি মনে করি তাদের দলটা বেশ শক্তিশালী। এটা আমাদের জন্য ভালো। আমাদের পরের ম্যাচ যেহেতু মালদ্বীপের বিপক্ষে, সেহেতু তার আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা প্রয়োজন আমাদের।’
অন্যদিকে প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহ করছেন আফগানিস্তানের অন্যতম ফুটবলার মোহাম্মদ ফয়সাল। তিনি বলেন,‘বাংলাদেশ শক্তিশালী দল। ওরা আমাদের জন্য ভালো প্রতিপক্ষ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দু’টির দিকে তাকিয়ে আছি আমরা। ভবিষ্যতের জন্য আমরা নতুন একটা দল গড়ছি, সবকিছু ঠিকঠাক চলছে। আগামীকালের (রোববারের) ম্যাচটি আমাদের জন্য ভালো একটা পরীক্ষা। একটা দল হিসেবে আমরা কোথায় আছি, সেটা দেখার সুযোগ এই ম্যাচে। আশা করি, ভালো একটা ফল করতে পারবো আমরা। অবশ্যই জয় পেতে মাঠে নামবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের
পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট
আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর
লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি
লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন
হলুদ রঙে সেজেছে ক্ষেত
গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত
অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান
ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ
উত্তরা থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান
মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার
তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫
ইসলামী ভাবধারা প্রচারের নামে মাহফিলে যারা রাজনীতি করছে ধরা খাবে
ভাইরাল পোস্টের প্রচেষ্টায় নিখোঁজ চীনা অভিনেতা উদ্ধার