স্পেনের রাতে ইতালির ফেরা
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
টানা দুই বিশ্বকাপ খেলতে না পারা ইউরো চ্যাম্পিয়ন ইতালি খানিকটা বিপাকেই ছিল। আগামী বছরের ইউরোতে খেলা নিয়ে তৈরি হচ্ছিল অনিশ্চয়তা। বিশেষ করে ৩ ম্যাচ শেষে ইতালির পয়েন্ট ছিল মাত্র ৪। গোল ব্যবধানে পিছিয়ে চারে থাকা মাল্টার পয়েন্টও ৪। আর দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেনের পয়েন্ট ৪ ম্যাচে ৭। যে কারণে গতপরশু রাতে ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি ছিল আজ্জুরিদের জন্য মহাগুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ সেই লড়াইয়ে ২-১ গোলের দারুণ এক জয়ই পেল বর্তমান চ্যাম্পিয়নরা। আর একই রাতে ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে সাইপ্রাসকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছে স্পেন। এই ম্যাচে স্পেন পেয়েছে ৬-০ গোলের বিশাল এক জয়। এরও আগে কোচ পরিবর্তন করেই যেন জয় পেয়েছে জার্মানিও। প্রীতি ম্যাচে ফ্রান্সের মত শক্তিশালী দলকে ২-১ গোলে হারিয়েছে চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ফল বলছে ইতালি এই ম্যাচে ২-১ গোলে জিতেছে। কিন্তু পরিসংখ্যান আরেকটু গভীরভাবে তলিয়ে দেখলে স্পষ্ট হবে পুরো চিত্র। লুসিয়ানো স্পালেত্তির ইতালি দাপট দেখিয়েছে ম্যাচের বেশিরভাগ সময়। যেখানে ৬৪ শতাংশ বলের দখল রেখে তারা শট নিয়েছে ২১টি। যদিও ৫টির বেশি বল লক্ষ্যে রাখতে পারেনি। তাতে অবশ্য কোনো সমস্যা হচ্ছে না। ঠিকই ২-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতালির হয়ে জোড়া গোল করেছেন ডাভিড ফ্রাত্তেসি। আর এ জয়ে এক ম্যাচ কম খেলে ইউক্রেনের সমান ৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে ইতালি। যার ফলে এখন দারুণভাবেই সরাসরি ইউরোতে খেলার লড়াইয়ে ফিরল ইতালি।
সাম্প্রতিক সময়ে লামিনে ইয়ামালের মাঠে নামা যেন নতুন রেকর্ড। এবার স্পেনের সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেব একাদশে থাকার রেকর্ড গড়লেন ১৬ বছর বয়সী এ কিশোর। সাইপ্রাসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নেমেই দেখান নিজের জাদুও। যদিও পাননি গোল। সাইপ্রাসকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পথে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। আর একটি করে গোল করেছেন গাভি, মিকেল মিরেনো, হোসেলো এবং অ্যালেক্স বায়েনা।
গ্রানাদায় স্পেনের কাছে এদিন পাত্তাই পায়নি সাইপ্রাস। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে রাখে স্প্যানিয়ার্ডরা। ছোট ছোট পাসে স্পেনের আক্রমণাত্মক ফুটবলের কোনো জবাবই ছিল না সাইপ্রাসের কাছে। উল্টো অসহায় আত্মসমর্পণে হজম করেছে একের পর এক গোল। প্রথমার্ধে স্পেনকে ২ গোলে আটকে রাখতে পারলেও, দ্বিতীয়ার্ধে একে একে চারবার বল জালে জড়ায় স্পেন। এই জয়ে গ্রুপ ‘এ’তে ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকল স্পেন। ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড আছে শীর্ষে।
এদিকে, কোচ বরখাস্ত করার পর অবশেষে জয়ের দেখা পেলো জার্মানি। আগের ম্যাচে জাপানের কাছে ৪-১ গোলে পরাজয়ের পর কোচ হান্সি ফ্লিককে বরখাস্ত করেছিলো জার্মান ফুটবল ফেডারেশন। আপাতত দায়িত্ব দিয়েছেন রুডি ফোলারকে। কোচ পরিবর্তন করেই জয় পেয়েছে জার্মানরা। প্রীতি ম্যাচে ফ্রান্সের মত শক্তিশালী দলকে ২-১ গোলে হারিয়েছে তারা।
ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে টানা তিন ম্যাচেই হেরেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। যার সর্বশেষটি ছিল জাপানের বিপক্ষে। জাপানের বিপক্ষে ৪-১ ব্যবধানে কয়েক ঘণ্টার মধ্যেই ফ্লিককে বরখাস্ত করে জার্মান ফুটবল ফেডারেশন। অন্তঃবর্তীকালীন কোচ হিসেবে দায়িদ্ব দেয়া হয় রুডি ফোলারকে। তিনি দায়িত্ব নিয়ে ফ্রান্সের মত দলকে হারানোর কৃতিত্ব দেখালেন। এই ম্যাচে জার্মানির হয়ে গোল করলেন টমাস মুলার ও লেরয় সানে।
যদিও স্বস্তির জয়ের দিনেও দুশ্চিন্তা করতে হচ্ছে জার্মান কোচের। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে চোটে পড়েছেন মিডফিল্ডার ও অধিনায়ক ইলকায় গুন্দোগান। ম্যাচের ২৫ মিনিটে চোটে পড়ে বিমর্ষ অবস্থায় মাঠ ছাড়েন চলতি মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়া এই ফুটবলার।
প্রীতি ম্যাচে অবশ্য ফ্রান্সও তাদের সেরা দলটা খেলায়নি। বিশ্রামে রাখা হয়েছিল দলের সেরা ফুটবলার কিলিয়ান এমবাপেকে। ম্যাচ শেষে জার্মানিকে জয়ের ধারায় ফেরানো কোচ ফোলার বলেন, ‘ফুটবলারদের জন্য, ফেডারেশনের জন্য এমন জয়, এমন খেলাটা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে প্রথমার্ধে যেভাবে খেলেছে, দুর্দান্ত পারফরম্যান্স ছিল। এই জয় আমাদের জন্য বেশ স্বস্তির।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি