হতাশায় দেশ ‘ছাড়ছেন’ বিপ্লব!
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
জাতীয় ফুটবল দলের গোলবার সামলেছেন ১৬ বছর। ছিলেন জাতীয় দলের অধিনায়কও। ঘরোয়া আসরে ঢাকা আবাহনী লিমিটেডকে জিতিয়েছেন একাধিক শিরোপা। খেলা ছেড়ে ক্লাব কোচিংয়ে গোলরক্ষক কোচ হিসেবেও পেয়েছেন সাফল্য। পাশাপাশি জাতীয় দলের গোলরক্ষক কোচের প্যানেলেও টানা দুই বছর কাজ করেছেন নিষ্ঠার সঙ্গেই। সেই সাবেক তারকা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য এখন হতাশায় ভুগছেন। হঠাৎই কোচিংয়ের প্রতি হতাশা জন্মেছে তার। যে হতাশায় এখন দেশ ছাড়ার পরিকল্পনা করছেন তিনি। গতকাল নিজের ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়ে এসব জানান বিপ্লব। নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, ‘দীর্ঘ চব্বিশ বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও প্রফেশনাল ক্লাব ফুটবল সুনামের সাথে খেলে কোচিং পেশায় নিজেকে নিয়োজিত করেছি। কারণ ফুটবল আমাকে নাম, যশ ও বাংলাদেশের মানুষের অফুরন্ত ভালবাসা দিয়েছে। অনেক আশা করে নিজেকে গোলকিপার কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলাম এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলে গোলকিপার কোচ হিসেবে সুনামের সঙ্গে দুই বছর কাজ করেছি। এ দুই বছরে ছেলেদের একাডেমিতে আসিফ, সোহান, মাহিন ও ইমনদের নিজের অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠিত গোলকিপার হওয়ার মতো করে তৈরি করেছি।’
বিপ্লব আরো লেখেন,‘যে স্বপ্ন নিয়ে গোলকিপার কোচ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। ঠিক সে সময় কিছু সিন্ডিকেটের মানুয়ের জন্য কোথাও কাজ করার সুযোগ পাচ্ছি না। হয়তো এদের জন্যই যে স্বপ্ন নিয়ে গোলকিপার কোচ হিসেবে প্রতিষ্ঠা পেতে চেয়েছিলাম, সেই স্বপ্ন পূরণ আর সম্ভব হবে না। হয়তো একটা অন্য কোনো পেশা নিয়ে নিজের মাতৃভূমি ছাড়তে হবে। পরিবাররের জন্য হলেও এই কঠিন সত্যিটাকে মেনে নিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো পথ সামনে দেখছি না। বাংলাদেশের ফুটবলপ্রিয় সকল মানুষের কাছে আমি ঋণী। আপনাদের ভালোবাসায় বিপ্লব তৈরি হয়েছিলাম। আমি সারাজীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। এতো ভালবাসা দিয়েছেন আমাকে, যা কোনো কিছু দিয়ে শেষ করা যাবে না। হয়তো আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল! বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক। উদিত হউক বাংলাদেশের ফুটবল। এগিয়ে নেওয়ার মতো সুন্দর মনের মানুষ, যারা আমাদের মতো স্বপ্ন দেখা মানুষকে উৎসাহিত করে, নতুন প্রতিভা বের করে আনার জন্য অনুপ্রাণিত করে- এমন নেতৃত্ব আশা করছি।’
বিষয়টি নিয়ে কথা বলতে কাল বিপ্লবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ১৯৯৯ সাফ গেমসের স্বর্ণজয়ী গোলরক্ষক বলেন, ‘আসলে কী করবো বলুন। কাজ করে যেতে চেয়েছিলাম। কিন্তু হচ্ছে না। দুই মাস ধরে কোনো কাজ করছি না। চারদিকে বাধার সম্মুখীন হচ্ছি। কিছু অসাধু লোক চায় না আমি কোচিং চালিয়ে যাই। তাই হয়তো দেশ ছাড়তে হবে অন্য কোনো পেশা নিয়ে। যদি তাই হয় তাহলে সেটা হবে নিজের জন্য বড় কষ্টের।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা