হারে বাংলাদেশের এশিয়াড শুরু
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
যথারীতি হারেই হ্যংাজু এশিয়ান গেমস শুরু বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের। তবে বলা যায় দুর্ভাগ্যের হার। গতকাল হ্যাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়া ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আত্মঘাতি গোলে ১-০ ব্যবধানে হেরেছে মিয়ানমারের বিপক্ষে।
এ ম্যাচ থেকে বাংলাদেশ অন্তত একটি পয়েন্ট পেতে পারতো লাল-সবুজরা। কিন্তু নিজেদের গোলেই কপাল পুড়েছে তাদের। ম্যাচের দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পরেই প্রতিপক্ষ মিয়ানমার ১০ জনের দলে পরিণত হয়। এ সুযোগটাও কাজে লাগাতে পারেননি রহমত মিয়ারা। গোল হজমের পর সমতায় ফিরতে একের পর এক সুযোগ তৈরী করেও ব্যর্থ হয়েছেন তারা। ম্যাচের শুরু থেকে অপেক্ষাকৃত শক্তিশালী মিয়ানমারের সঙ্গে সমান তালেই লড়াই করেছে বাংলাদেশ দল। প্রথমার্ধে দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলে একাধিক সুযোগ তৈরি করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। তবে পুরো ম্যাচে মিয়ানমারের চেয়ে বেশি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
ম্যাচের ২৭ মিনিটে রবিউলের কাছ থেকে বল পেয়ে ফয়সাল আহমেদ ফাহিম লো ক্রস করলে সুমন রেজা শট নেয়ার আগেই মিয়ানমার ডিফেন্ডার তা ক্লিয়ার করেন। ম্যাচের ৪০ মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে অধিনায়ক রহমত মিয়া পাশ দেন রবিউলকে। তিনি ফাহিমকে বল বাড়িয়ে দিলে ফাহিম বাঁম পায়ে দারুণ শট নেন। তবে তার শটের বল ক্রসবার ঘেষে বাইরে চলে যায়। বিরতির আগে অনন্ত দুই গোলের সুযোগ নষ্ট করে লাল-সবুজরা। ফলে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে এগিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন সুমন রেজা-ফাহিমরা। মিয়ানমারও চেষ্টা করে গোল পেতে। কিন্তু দু’দলের ডিফেন্ডাররা সজাগ থাকলে ৬৬ মিনিট পর্যন্ত গোলহীন থাকে ম্যাচ। ৫১ মিনিটে রবিউলের সেট পিস শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৬০ থেকে ৬৬ মিনিট পর্যন্ত মিয়ারমার টানা কয়েকটি আক্রমণ করলে তা ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ রক্ষণভাগ। এ সুযোগেই এগিয়ে যায় মিয়ানমার। ৬৭ মিনিটে মিয়ানমারের বদলি খেলোয়াড় খুন খাইয়ো জিন হেইন বাঁ প্রান্ত থেকে লো ক্রস করলে তা ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালেই বল ঠেলে দেন মুরাদ হাসান (১-০)।
গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়েই লড়ে বাংলাদেশ। ম্যাচের ৭৫ মিনিটে বাংলাদেশ দলের জনি মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডি-বক্সের কাছাকাছি চলে আসেন। এসময় পেছন থেকে তাকে টেনে ধরেন মিয়ানমারের জুইই খানত মিন। পলে রেফারি মিনকে লাল কার্ড দেখান, এতে ১০ জনের দলে পরিণত হয় মিয়ানমার। বাকি ১৫ মিনিট একজন বেশি নিয়ে খেলেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। অবশ্য যোগকরা সময়ে (৯৩ মিনিট) সুমন রেজার শট ক্রসবারে না লাগলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। তাই হারের গ্লানি নিয়ে হতাশ হয়েই মাঠ ছাড়ে লাল-সবুজরা।
২৩ সেপ্টেম্বর হ্যাংজু এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার আগেই কাল পুরুষ ফুটবল দিয়ে শুরু হয়েছে এবারের এশিয়াড। আগামীকাল গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরেক শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ২৪ সেপ্টেম্বর শেষ ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে লড়বেন রহমত মিয়ারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার