গোল করে নায়ক গোলরক্ষক!
২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
ম্যাচটি নকআউট পর্বের নয়। ¯্রফে গ্রুপ পর্বের। এমন নয় যে হারলেই বিদায়। আসর তো কেবলই শুরু। সেখানেই বড় ঝুঁকি নিলেন লাৎসিও গোলরক্ষক ইভান প্রোভেদেল। ম্যাচের শেষ মুহূর্তে ঢুকে গেলেন প্রতিপক্ষের ডি-বক্সে। এবং শেষ পর্যন্ত দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেওয়ার নায়ক এই গোলরক্ষকই। গতপরশু রাতে এমন এক জমজমাট ম্যাচ হয়েছে আগের দিন রোমার স্তাদিও অলিম্পিকোতে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাৎসিও। প্রথমার্ধে পাবলো বারিওসের গোল পিছিয়ে পড়েছিল ইতালিয়ান ক্লাবটি। শেষ মুহূর্তে গোলরক্ষক প্রোভেদেলের গোল সমতায় ফেরায় তারা।
নির্ধারিত সময়ের খেলা শেষে তখন যোগ করা সময়ের খেলা চলছিল। তাও প্রায় শেষ। কয়েক সেকেন্ড বাকি। এমন সময় কর্নার পায় লাৎসিও। তখনই প্রতিপক্ষ শিবিরে ঢুকে পড়েন গোলরক্ষক প্রোভেদেল। কর্নারও ঠিকঠাক নিতে পারেননি দানিলো কাতালদি। এক অ্যাটলেটিকো খেলোয়াড়ের ক্লিয়ারেন্সে ফিরতি বল পেয়ে পাস দেন লুইস আলবার্তোকে। তার নিখুঁত ক্রস থেকে লাফিয়ে উঠে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন প্রোভেদেল।
এ নিয়ে চতুর্থ গোলরক্ষক হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোল করলেন এই ইতালিয়ান। এর আগে ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে তিনটি গোল করেছিলেন সাবেক জার্মান গোলরক্ষক জর্গ বাট। তবে তার গোলের সবগুলোই ছিল পেনাল্টি থেকে। ২০১০ সালের সেপ্টেম্বরে নাইজেরিয়ান ভিনসেন্ট এনিয়েমাও পেনাল্টি থেকে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছিলেন। তবে ২০০৯ সালের ডিসেম্বরে তুরস্কের গোলরক্ষক সিনান বোলাটই একমাত্র গোলরক্ষক ছিলেন যিনি ওপেনপ্লে থেকে একটি গোল করেছিলেন। এবার তার সঙ্গে যুক্ত হলেন প্রোভেদেল। শুধু গোল করেই নন ম্যাচে বেশ কিছু দুর্দান্ত সেভও করেছেন এই গোলরক্ষক। বিশেষকরে আলভারো মোরাতার একটি নিশ্চিত সুযোগ নষ্ট করে দেন তিনি।
একই রাতে চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই গোল উৎসব করল স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা। তারা নাস্তানাবুদ করে ছাড়ল প্রথমবারের মতো ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে খেলতে আসা রয়্যাল অ্যান্টওয়ার্পকে। নিজেদের মাঠ লুইস কম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। কাতালানদের হয়ে জোড়া গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। একবার করে জাল খুঁজে নেন রবার্ত লেভান্দোভস্কি ও গাভি। বাকি গোলটি আত্মঘাতী। গ্রুপের অপর ম্যাচে ইউক্রেনের শাখতার দোনেৎস্ক নিজেদের মাঠে ৩-১ গোলে হেরে গেছে পর্তুগালের এফসি পোর্তোর কাছে।
তবে ঘুরে প্রত্যাবর্তনের দারুন এক গল্প লিখে রাতটি নিজেদের করে নিল ম্যানচেস্টার সিটি। বিরতির ঠিক আগে খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসল সিটিজেনরা। সেই ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়াল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের নৈপুণ্যে। লিগের নতুন মৌসুম জয় দিয়েই শুরু করল আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে সার্বিয়ার ক্লাব সারভেনা জভেজদাকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। নিজেই সমতায় ফেরানোর পর সিটিজেনদের এগিয়ে দেন আলভারেজ। এরপর ব্যবধান বাড়ান রদ্রি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তিরা পিছিয়ে পড়েছিল ওসমান বুকারির গোলে। গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের ইয়াং বয়েজকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে জার্মানির আরবি লাইপজিগ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু