একই দিনে ফুটবলে বাংলাদেশের বিপক্ষে দুই জয় ভারতের
২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
একই দিনে ফুটবলে বাংলাদেশের বিপক্ষে দুই জয় পেল ভারত। বৃহস্পতিবার হ্যাংজুতে এশিয়ান গেমসে ভারতের কাছে বাংলাদেশ অলিম্পিক দলের হারের দিন কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের যুবারা হেরেছে ভারতীয়দের বিপক্ষে।
হ্যাংজু এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে ভারতের কাছে অন্তিম সময়ের গোলে হেরে আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে রয়েছে বাংলাদেশ অলিম্পিক দল (অনূর্ধ্ব-২৩ দল)। বৃহস্পতিবার দুপুরে চীনের হ্যাংজু জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে টিকে রইল ভারত। বিজয়ী দলের হয়ে ম্যাচের অন্তিম সময়ে পেনাল্টি থেকে একমাত্র জয়সূচক গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী।
হ্যাংজু এশিয়ান গেমস ফুটবলে টিকে থাকলে হলে ভারতের বিপক্ষে পয়েন্ট পাওয়াটা জরুরি ছিল বাংলাদেশের। ম্যাচটা সেভাবে শুরুও করেছিলেন রহমত মিয়ারা। পুরো ম্যাচে তারা সুনীল ছেত্রীদের চোখে চোখ রেখে খেললেও এক পেনাল্টিতেই সর্বনাশ! মিয়ানমারের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ভালো খেলেও দ্বিতীয়ার্ধের আত্মঘাতি গোলে হেরেছিল বাংলাদেশ। এবারও একই চিত্রের দেখা মিললো। তবে আত্মঘাতি নয়, পেনাল্টি গোলে হারতে হয়েছে লাল-সবুজদের।
নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে ৫-১ গোলে হেরে এবারের এশিয়ান গেমস শুরু করে ভারত। ফলে আসরে টিকে থাকতে হলে বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পাওয়া ছাড়া উপায় ছিল না ভারতীয়দের। তাই তো বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন সুনীল ছেত্রীরা। বসে ছিলেন না সুমন রেজা- ফয়সাল আহমেদ ফাহিমরাও। তারাও শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিলে ম্যাচ উপভোগ্য হয়। দু’দলের আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে উঠলেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। ভারতের বিপক্ষেও ভালো ফুটবল খেলেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। তারা পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করে ভারতীয় রক্ষণদূর্গে ভীতি ছাড়ালেও ফরোয়ার্ডরা ঠিকঠাক ফিনিশিং দিতে পারেননি বলে গোল পায়নি লাল-সবুজরা। ম্যাচের ৪ মিনিটে প্রথম আক্রমণে যায় বাংলাদেশ। এসময় ডিফেন্ডার ঈসা ফয়সালের থ্রু পাসে বল পেয়ে ফয়সাল আহমেদ ফাহিম বাঁম পায়ে শট নেন। তার শট ফেরান ভারতীয় এক ডিফেন্ডার। ২৮ মিনিটে ফাহিম ডান প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বাঁ পায়ে শট নিলে তা সহজেই তালুবন্দী করেন ভারতের গোলরক্ষক।
বিরতির ঠিক আগে ভারতের টানা চারবার আক্রমণে গেলেও গোল পায়নি। তাদের আক্রমণগুলো ফেরান বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা। ফলে গোলশূন্য অবস্থায় দু’দল বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশ ও ভারত গোল পেতে মরিয়া হয়ে লড়ে। ৪৮ মিনিটে ভারতীয় ফরোয়ার্ড আব্দুল রাবেহ প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন। ৬৫ মিনিটে ফ্রি-কিক পেয়েও সফল হয়নি ভারত। এসময় বদলি খেলোয়াড় স্যামুয়েল জেমসের ফ্রি কিক শট দুর্দান্তভাবে সেভ করেন মিতুল মার্মা। ম্যাচের ৭২ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট হয় বাংলাদেশের। এসময় সতীর্থের লং পাস রিসিভি করে মজিবর রহমান জনি ভারতের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের গায়ে বল মারেন। ম্যাচ যখন নির্ঘাত ড্র’র পথে এগিয়ে যাচ্ছিল তখনই গোল পায় ভারত। ম্যাচের ৮২ মিনিটে নিজেদের বক্সে ভারতীয় ফরোয়ার্ড মিরিন্ডা ব্রেইনকে চার্জ করেন বাংলাদেশ অধিনায়ক রহমত মিয়া। ফিলিপাইনের রেফারি ফাউলের বাঁশি বাজালে পেনাল্টি পায় ভারত। ৮৫ মিনিটে স্পট কিক থেকে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ডান পায়ের শটে গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন (১-০)। যদিও বলের লাইনে ঝাঁপিয়ে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা অল্পের জন্য নাগাল পাননি। ম্যাচের বাকি সময় বাংলাদেশ আপ্রাণ চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি। ফলে টানা দ্বিতীয় হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দলকে। রোববার গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিকে বৃহস্পতিবার নেপালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিন ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সহজেই হারায় ভারত। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে এদিন দুপুরে শুরু হওয়া ম্যাচের ৩৪ সেকেন্ডের মধ্যে প্রথম গোল পায় ভারত অনূর্ধ্ব-১৯ দল (১-০)। বাংলাদেশের যুবারা দ্বিতীয় গোল হজম করে বিরতির বাঁশি বাজার ঠিক আগে। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৫ মিনিট) ভারত দ্বিতীয় হোল করে (২-০)। ম্যাচের অন্তিম সময়ে ভারত আরেকটি গোল করলে বাংলাদেশের ৩-০ ব্যবধানের হার নিশ্চিত হয়। শনিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প নেই লাল-সবুজদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী