রোনালদোর ডানায় পর্তুগালের আটে আট
১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
জাতীয় দলের জার্সিতে গোল করা যেন থামাতেই পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো! ফের জোড়া লক্ষ্যভেদ করলেন ৩৮ বছর বয়সী তারকা ফরোয়ার্ড। তার দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের ম্যাচে পর্তুগালও পেল বড় জয়ের আনন্দ। গতপরশু রাতে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বসনিয়া-হার্জেগোভিনাকে তাদের মাঠেই ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। সবগুলো গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। রোনালদো ছাড়াও একবার করে জাল খুঁজে নেন ব্রুনো ফার্নান্দেস, জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্সের। ৯ গোল নিয়ে বাছাই পর্বের গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন রোনালদো। তার সমানসংখ্যক গোল আছে বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকুর। এর আগে লিখটেনস্টাইন, লুক্সেমবার্গ, আইসল্যান্ড ও সেøাভাকিয়ার বিপক্ষে গোল করেছেন সিআর সেভেন খ্যাত ফুটবলার।
আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর মূল পর্বে খেলা পর্তুগাল নিশ্চিত করেছে আগেই। বাছাইয়ে শতভাগ জয়ের ধারা বজায় রাখল ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। এই নিয়ে আট ম্যাচের সবকটিতে জিতল তারা। তারা গোল করেছে মোট ৩২টি। বিপরীতে, তাদের জালে ¯্রফে দুবার বল প্রবেশ করেছে, গত ম্যাচে সেøাভাকিয়ার বিপক্ষে। বাকি সাতটি ম্যাচে ক্লিন শিট রেখেছে তারা। এই আট ম্যাচে তারা গোল করেছে মোট ৩২টি, বিপরীতে হজম করেছে ¯্রফে ২টি, সেই দুটি গত ম্যাচে সেøাভাকিয়ার বিপক্ষে।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণের বন্যা বইয়ে দেয় পর্তুগাল। তাতে যেন খড়কুটোর মতো ভেসে যায় বসনিয়া। তবে বিরতির আগেই জয় নিশ্চিত হয়ে যাওয়ায় হয়তো দ্বিতীয়ার্ধে গোলের জন্য আর তাড়না দেখায়নি পর্তুগিজরা। লিড নিয়েই যেন সন্তুষ্ট ছিল তারা। স্বাগতিকরাও পারেনি কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে। পঞ্চম মিনিটেই পর্তুগালের গোল উৎসবের সূচনা করেন রোনালদো। সফল পেনাল্টিতে দলকে এগিয়ে দেন তিনি। সেøাভাকিয়ার বিপক্ষে আগের ম্যাচেও স্পট কিক থেকে নিজের দুই গোলের প্রথমটি করেছিলেন আল নাসরের ফরোয়ার্ড।
২০তম মিনিটে ফেলিক্সের পাসে বল পান রোনালদো। বসনিয়ার গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। শুরুতে অফসাইডের পতাকা উঠলেও পরে ভিএআরের সাহায্য নেওয়া হলে সিদ্ধান্ত পাল্টে যায়। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর পর্তুগালের জার্সিতে এটি ১২৭তম গোল। পাঁচ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন ফার্নান্দেস। গনসালো ইনাসিওর পাস বুক দিয়ে নামিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার। সাত মিনিট পর বার্সেলোনা ডিফেন্ডার কানসেলো গোলদাতাদের তালিকায় নাম ওঠান। ফার্নান্দেসের কাটব্যাকে পেনাল্টি স্পটের কাছে পা ছোঁয়াতে ব্যর্থ হন রোনালদো। বল চলে যায় কানসেলোর কাছে। ডি-বক্সের প্রান্ত থেকে জাল খুঁজে নেন তিনি।
কিছুক্ষণ পর এক দর্শক ঢুকে পড়েন মাঠে। তবে রোনালদোর কাছে পৌঁছানোর আগেই তাকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। ৪১তম মিনিটে বসনিয়ার জালে পঞ্চমবারের মতো বল পাঠায় সফরকারীরা। ওতাভিওর কাছ থেকে বল পেয়ে নিশানা ভেদ করেন বার্সেলোনা মিডফিল্ডার ফেলিক্স। এই দফায়ও শুরুতে অফসাইডের বাঁশি বাজার পর ভিএআরে টিকে যায় গোল। একমাত্র সেই সাফল্য নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক শিবির।
আট ম্যাচে শতভাগ সাফল্যে ২৪ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। আরেক ম্যাচে লুক্সেমবার্গকে ১-০ গোলে হারানো সেøাভাকিয়া ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে মূল পর্বের টিকেট পাওয়ার লড়াইয়ে তারা এগিয়ে গেছে অনেকটা। তিন নম্বরে লুক্সেমবার্গের পয়েন্ট ১১। লিখটেনস্টাইনকে ৪-০ গোলে হারানো আইসল্যান্ড ১০ পয়েন্ট নিয়ে চারে আছে। এরপর বসনিয়ার পয়েন্ট ৯। লিখটেনস্টাইন হেরেছে আট ম্যাচেই। বাছাইয়ে সবারই বাকি আছে আর দুটি করে ম্যাচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিলেটকে কঠিন লক্ষ্য দিল চট্টগ্রাম
পীরগনজ ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ চিকিৎসক সহ ৫৫ পদ শূন্য - সেবা ব্যহত
মেহেরপুর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালকের বদলির দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত
হাসিনাসহ অন্যদের পাওয়া কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ
মেয়েসহ সাবেক আইজি বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ
শেখ রেহানাসহ ৩ সন্তানের বিরুদ্ধে ৩ মামলা, ‘সহযোগী’ শেখ হাসিনা
গাজার শরনার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫ ফিলিস্তিনি
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট