ম্যানচেস্টার ডার্বি : ওল্ড ট্রাফোর্ডেই ইউনাইডেকে হেসেখেলে হারাল সিটি
৩০ অক্টোবর ২০২৩, ০১:৪৯ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩, ০১:৪৯ এএম
ম্যানচেস্টার সিটি ৩ : ০ ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার শহরের দুই নগর প্রতিদ্বন্দ্বী ক্লাবের ধ্রুপদী লড়াইয় গত কয়েক মৌসুমে কিছুটা হলেও উত্তাপ হারিয়েছে।'ম্যানচেস্টার ডার্বি' নামে কয়েকবারের দেখায় পরিচিত এই লড়াইয়ে শেষ কয়েকবার দেখায় প্রায় সবকটিতেই জয়ের হাসি হাসি এসেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের সেরা ক্লাবে পরিণত হওয়া সিটি অনেকদিন ধরেই ম্যানচেস্টার ডার্বিতে ফেভারিট হিসেবেই ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়।
তবে রবিবার মৌসুমের প্রথম ডার্বি ইউনাইডের ঘরের মাঠ বলেই কিনা হাড্ডাহাড্ডির লড়াই দেখার ছিল ফুটবল ভক্তদের।তবে সেটি হয়নি।
ইউনাইটেড এর মাঠেও একচেটিয়া অধিপত্য দেখিয়েছে সিটি।ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে একরকম ধরাশায়ী করেই ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় পেপ গার্দিওলার দল।জোড়া করে সিটির জয়ের নায়ক এরলিং হল্যান্ড।সিটির অন্য গোলটির যোগানদাতাও এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার এসিস্ট থেকে সিটির তৃতীয় গোলটি করেন ফিল ফোডেন।
ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখতে আসা হাজারী ইউনাইটেড ভক্তদের নিশ্চয়ই প্রত্যাশা ছিল শক্তিশালী সিটির বিপক্ষে জয় না পেলেও হাড্ডি লড়াই করবে প্রিয় ক্লাব। তবে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখেন হল্যান্ড-ফোডেনরা।ম্যাচের পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই বোঝা যায় কতটা অসহায় আত্মসমর্পণ করেছে রেড ডেভিলসরা।
ম্যাচের ৬১ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখে প্রতিপক্ষের গোল মুখে ২১ বার শর্ট নেয় সিটি যার ১০টি অন টার্গেট,বিপরীতে ৩৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে সিটি ইউনাইড শট নিতে পেরেছে কেবল ৭ টিই, যার মধ্যে মাত্র তিনটি ছিল সিটির গোলমুখে।
শুরু থেকে একের পর এক সিটির আক্রমণের দিশেহারা ইউনাইটেড রক্ষণভাগ ২৬ তম মিনিটে বড় ভুল করে বসে।ডি-বক্সে সিটির রদ্রিকে পেছন থেকে টেনে ফেলে দেন গাসমুস হয়লুন। ভিএআরে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে দলকে এগিয়ে নেন হল্যান্ড।
এগিয়ে যাওয়ার পরও ম্যাচে ছিল সিটির আধিপত্য। তবে বিরতির আগে সমতায় ফিরতে পারতো স্বাগতিকেরা।প্রথমার্ধপর যোগ করার সময়ে স্কট ম্যাকটমিনের জোরাল শট ঝাঁপিয়ে রুখে দিয়ে জাল অক্ষত রাখেন সিটি গোলরক্ষক এডেরসন।
১-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া সিটি ফিরে ব্যবধান হল্যান্ডের গোলে ব্যবধান দ্বিগুণ করে সিটি।বাঁ প্রান্তের বাইলাইন থেকে বের্নার্দো সিলভা ক্রস বাড়ান ডান দিকের পোস্টে,লাফিয়ে উঠে জোরাল হেডে জাল খুঁজে নেন এই নরওয়েজিয়ান তারকা।
সিটির হয়ে গতবার স্বপ্নের মত অভিষেক মৌসুম পার করা হল্যান্ড এবারও গোলদাতার তালিকায় আছেন শীর্ষে। লিগে ১০ ম্যাচে তার গোল হলো ১১টি।
জোড়া গোল করা হল্যান্ড প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস না করলে এদিন পেয়ে যেতে পারতেন হ্যাট্রিকও।শেষদিকে ফোডেনের গোলে বড় জয় নিশ্চিত হয় সিটির।
দারুণ এই জয়ের পর ১০ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আর্সেনাল।শীর্ষে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ২৬।
দিনের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারানো লিভারপুল ২৩ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।১০ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় গ্রেফতার ২
চবি প্রশাসনের শুভবুদ্ধি কামনায় 'হেদায়েত' সভা
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে আমাদের সম্পর্ক হোঁচট খাবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা
ভুয়া ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা
কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিতে কিশোর খুন
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন
ইবি শিক্ষার্থীকে মারধর, গড়াই ও রূপসা পরিবহনের পাঁচ বাস আটক
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া
বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পুলিশের দুই এএসআই’য়ের মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য ভাইরাল: বিভাগীয় মামলার প্রস্তুতি
এবার চট্টগ্রাম মাতানোর পালা
ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
প্রেক্ষাগৃহের পরে 'দরদ' এবার ওটিটিতে